In Memory of Hon'ble State Minister for Social Welfare Affairs, late Pa Advt Promod Mankin MP. Rest in peace Sir... প্রাক কথন কলেজ জীবন শুরু করার আগে আমার শৈশব, কৈশোর এবং যৌবনে দেখা একজন অসাধারণ মানুষকে নিয়ে কবিতা লেখা শুরু করেছিলাম! সে লেখা আজও শেষ করতে পারি নি। ইচ্ছে করত একটা সাদামাঠা সে কবিতা হবে, হয় নি। আজ আবার সেই মানুষটাকেই নিয়ে লিখছি। একদম সাদা - রঙহীন, গন্ধহীন, রসহীন হবে সে লেখা। লেখায় রঙ চং রাখতে চাই না। আমার কাছে থেকে, দূরে থেকে দেখা না দেখা কিছু কথা। একান্ত ব্যক্তিগত কিছু নিরীক্ষণ থেকে। এক তখন দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণীতে পড়ি। জীবনে প্রথম তাঁকে দেখেছি! বাবা বললেন, "তোমার ফাজং (জ্যাঠা), সালাম করো।" যে লোকটাকে কখনো দেখিই নি, তাঁকে ঝুপ করে সালাম করাটা কিছুটা কষ্টেরই ছিল বটে আমার জন্য। তাই আমি "নমস্কার আংকেল, কেমন আছেন?" বলে কেটে পড়তে চাইলাম। "ভাল, তুমি কেমন আছ? তুমি তো খুব সুন্দর করে নমস্কার দিতে পারো বাবা। কি নাম তোমার?" আরও কিছু কথা চলল। তারপর তিনি বললেন, "তুমি তো খুব সুন্দর করে বাংলা বল! তোমাকে আমার পছন্দ হয়েছে। দেখো, আমা...
জেফিরাজ দোলন কুবি, ময়মনসিংহ থেকে গাজীপুরের চন্দ্রা মোর এলাকা দিয়ে যাওয়ার সময় পিকেটার সন্দেহে ময়মনসিংহের ধোবাউড়ার দীপ্ত মানখিন ও বালিস্টিক মানখিন নামের দুই যুবক পুলিশের লাঠি চার্জে মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। জানা যায়, গাজিপুরের আশুলিয়ায় চন্দ্রা মোরের কাছে ওয়াল্টন ফ্যাক্টরির তিনজন স্টাফ ইফতার খাওয়ার পর বিষক্রিয়ায় মৃত্যুবরণ করলে ফ্যাক্টরির সহকর্মীরা সংক্ষুদ্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ সমাবেশ করে। দীপ্ত মানখিন ও বালিস্টিক মানখিন একই সময় গাড়িতে করে সাভার ইপিজেড এ কর্মস্থলে যাচ্ছিলেন এবং ঐ সময় তাদের গাড়ীতে কিছু লোক আগুন ধরাতে উদ্যত হলে তারা গাড়ী থেকে নেমে পড়েন এবং ঐ সময় পুলিশরা তাদের পিকেটার ভেবে বেধরক লাঠি পেটা করে এবং তাদের গ্রেফতার করে কালিয়াকৈর থানায় নিয়ে যায়। পুলিশের লাঠি চার্জে দুই গারো যুবক মাথায় মারাত্মক জখমপ্রাপ্ত হয় পরবর্তীতে পুলিশ তাদের ছেড়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের বিরুদ্ধে ২ যুবকের আত্মীয় স্বজনের মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে!