লিপন রখো সম্প্রতি পদোন্নতি অর্জন করেছেন।
নববর্ষের দিনে উক্ত কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ সহকারী অধ্যাপক লিপন রখো কে ফুলেল শুভেচ্ছা জানান।
লিপন রখো ১৯৯৮ সালে কলসিন্দুর উচ্চ বিদ্যালয়, ধোবাউড়া, ময়মনসিং, থেকে বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে এসএস সি এবং ২০০০ সালে নটর ডেম কলেজ ঢাকা থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচ এস সি উত্তীর্ণ হন। অতপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে অর্থনীতিতে স্নাতক (সমমান) এবং ২০০৮ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
তিনি ২০১৩ সালের ৩০ অক্টোবর ৩২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ভোলা সরকারি কলেজে প্রভাষক হিসেবে অধ্যাপনা জীবন শুরু করেন।
২০২১ সালের ৫ সেপ্টেম্বর জনস্বার্থে বদলি হয়ে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে যোগ দেন। গত ২০২১ সালের ২৯ ডিসেম্বর সহকারী অধ্যাপক (৬ষ্ট গ্রেড) পদে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পদোন্নতির আদেশ প্রাপ্ত হয়ে ৩০ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যোগদান করেন এবং সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে সংযুক্ত আছেন।
অধ্যাপনা পেশায় যোগদানের পূর্বে তিনি UCEP Bangladesh এ ৩ বছর ৬ মাস কাজ করেছেন।
রখো সামাজিক কর্মকান্ডেও ছাত্র জীবন থেকে যুক্ত ছিলেন। তিনি ২০০৬-২০০৭ সালে গাসু ঢাকা শাখার সভাপতি, মাসিক পত্রিকা আচিক এর সার্কুলেশন ম্যানেজার ও নাংরিমা গারো ইয়ুথ বোর্ডের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বতর্মানে বাংলাদেশ স্কাউটের RSL( Rover Scout Leader) ভোলা জেলা ইউনিটে কাজ করছেন।
লিপন রখো'কে অভিনন্দন জানিয়েছেন সর্ব স্তরের মানুষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting