দ্য গারো টুয়েন্টিফোর নিউজ ডেস্ক,
ঋতু আজিম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-এ ভর্তি হওয়ার সুযোগ তৈরি করে নিয়েছেন। তিনি কম্পিউটার প্রকৌশলী হতে চান।
ঋতু আজিমঋতুর বিষয় Computer Science & Engineering (CSE)। বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিতে পেরে তিনি আনন্দিত। পড়াশুনা করে মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।
ঋতুর গ্রামের বাড়ি ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার নালিখালি গ্রামে। ধীরেন চিরান এবং কচি আজম-এর কন্যা ঋতু পড়াশুনা করেছেন ময়সিংহ শহরে।
বাবা-মা এবং ছোট ভাইয়ের সাথে ঋতুতাঁর বাবা সকলের কাছে ঋতুর জন্য প্রার্থনা ও আশীর্বাদ কামনা করেছেন।
দৃষ্টি আকর্ষণঃ
১। বাবুল ডি' নকরেক - এর ছোট গল্প গুচ্ছের ই-বুক এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন।
২। বাবুল ডি' নকরেক -এর লেখা 'Web Development & Dream Career' অডিও সহ ইবুক পাওয়া এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন ।
৩। বাবুল ডি' নকরেক এর "সবার জন্য পাইথন প্রোগ্রামিং" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
৪। বাবুল ডি' নকরেক এর "জাভা প্রোগ্রামিং ফর নন-প্রোগ্রামার্স" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting