আবিমা থেকে নিজস্ব প্রতিবেদক
আজকের রাত পোহালেই ৩রা জানুয়ারী শহীদ পীরেন স্নাল এর ১৮তম হত্যা বার্ষিকী।
২০০৪ সালের এই দিনে আদিবাসীদের উচ্ছেদ করে ইকোপার্ক করার প্রতিবাদ মিছিলে বন বিভাগ ও পুলিশের যৌথ গুলিতে ঘটনা স্থলেই শহীদ হন পীরেন স্নাল।
বাগাছাস, গাসু এবং আজিয়া দিন টি যথাযথ মর্যাদায় স্মরণ করবে বলে জানা গেছে। তবে আবিমা আদিবাসীদের মাতৃসংগঠন বলে খ্যাত জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের কোন কর্মসূচি আছে কি না তা জানা যায় নি। টিডব্লিওএ এরও কোন হদিস মিলছে না। এ অবস্থায় মধুপুরের ছাত্র এবং যুব সংগঠনগুলো অভিভাবকহীন বলা যায়।
এমন পরিস্থিতিতে বাগাছাস, গাসু এবং আজিয়া'কে কোমর সোজা করে দাঁড়াতে হবে। কিন্তু বাগাছাস, গাসুও দ্বিখণ্ডিত হয়ে পড়াতে অনেকটাই নির্বিষ। জাতির দুর্দিনে শক্ত প্রতিবাদ কিংবা আন্দোলন কোনটাই গড়ে তুলতে পারছে না গারোদের ঐতিহ্যবাহী এই দুই ছাত্র সংগঠন।
তবে অনেক ছাত্রনেতা এই দুর্দিনে সংগঠনগুলোকে গুছিয়ে আনার কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।
বিস্তারিত আসছে ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting