মৃন্ময় মৃঃ , কলমাকান্দা থেকে
নেত্রকোনার কলমাকান্দার শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) , লিঙাম ওয়েলফেয়ার এসোসিয়েশন, মহাদেও নদী রক্ষা কমিটির উদ্যোগে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন এর গোবিন্দপুরের মঙ্গলশ্বরী নদী ও রংছাতী ইউনিয়ন এর বরুয়াকোনার মহাদেউ নদী হতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, শহীদ মারিয়ার স্মৃতিসৌধ ভেঙ্গে ফেলার প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা উইনসন কুবির উপর হামলা কারী সহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাদেও নদী রক্ষা কমিটির নেতা পিএন নংমিন, সেলিনা ঘাগ্রা, বাংলাদেশ আদিবাসী আইনজীবি সমিতির নেতা রাকসেং মারাক, লিঙাম ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নেতা বাবুল নাফাক, কলমাকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো: জাফরুল্লাহ, বাগাছাস কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পেট্রিক চিসিম ও আদিবাসী নেতা জেফিরাজ দোলন কুবি।
বক্তাগণ আদিবাসী মুক্তিযোদ্ধাদা উইলসন কুবির উপর নেক্কারজনক হামলা, স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলার নিন্দা এবং অবিলম্বে মঙ্গলশ্বরী ও মহাদেও নদী হতে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবী জানান।
আসামীদের অবিলম্বে গ্রেফতার না হলে, বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করলেন নেতৃবৃন্দ।
তাঁরা বলেছেন, একজন বীর মুক্তিযোদ্ধা দেশের শ্রেষ্ঠ সন্তান, এদের কাউকে অপমান করা, হামলা করা , নির্যাতন করা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করার সামিল।
দৃষ্টি আকর্ষণঃ
১। বাবুল ডি' নকরেক - এর ছোট গল্প গুচ্ছের ই-বুক এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন।
২। বাবুল ডি' নকরেক -এর লেখা 'Web Development & Dream Career' অডিও সহ ইবুক পাওয়া এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন ।
৩। বাবুল ডি' নকরেক এর "সবার জন্য পাইথন প্রোগ্রামিং" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
৪। বাবুল ডি' নকরেক এর "জাভা প্রোগ্রামিং ফর নন-প্রোগ্রামার্স" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting