জেফিরাজ দোলন কুবি, নিউজ চীফ এডিটর
হ্যাক হওয়ার ৭ মিনিটের মধ্যে দ্য গারো নিউজ টুয়েন্টিফোর পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন দ্য গারো নিউজ টুয়েন্টিফোর এর সাইবার সিকিউরিটি টীম! এই পুনরুদ্ধার দলের নেতৃত্ব দিয়েছেন আমাদের নির্বাহী সম্পাদক বাবুল ডি' নকরেক এবং নকরেক আইটির সাইবার সিকিউরিটি বিভাগের একটি চৌকস দল। উল্লেখ্য, এর আগে দ্য গারো নিউজ টুয়েন্টিফোর হ্যাক হওয়ে প্রায় ৭ মাস বন্ধ ছিল। এই বছরের ১ লা জানুয়ারি থেকে আবার নতুন উদ্যমে শুরু করার ৭ দিনের মধ্যেই আবার হ্যাকিং - এর কবলে পড়ল এই পাঠক-নন্দিত নিউজ পোর্টাল। আমাদের সাইবার সিকিউরিটি দল হ্যাকারদের অবস্থান এবং আইপি এড্রেস চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। হ্যাকারদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়েছে।
হ্যাক হওয়ার ৭ মিনিটের মধ্যে দ্য গারো নিউজ টুয়েন্টিফোর পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন দ্য গারো নিউজ টুয়েন্টিফোর এর সাইবার সিকিউরিটি টীম! এই পুনরুদ্ধার দলের নেতৃত্ব দিয়েছেন আমাদের নির্বাহী সম্পাদক বাবুল ডি' নকরেক এবং নকরেক আইটির সাইবার সিকিউরিটি বিভাগের একটি চৌকস দল। উল্লেখ্য, এর আগে দ্য গারো নিউজ টুয়েন্টিফোর হ্যাক হওয়ে প্রায় ৭ মাস বন্ধ ছিল। এই বছরের ১ লা জানুয়ারি থেকে আবার নতুন উদ্যমে শুরু করার ৭ দিনের মধ্যেই আবার হ্যাকিং - এর কবলে পড়ল এই পাঠক-নন্দিত নিউজ পোর্টাল। আমাদের সাইবার সিকিউরিটি দল হ্যাকারদের অবস্থান এবং আইপি এড্রেস চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। হ্যাকারদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting