দ্য গারো নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক,
দ্য গারো নিউজ টুয়েন্টিফোর এর জন্য একজন দক্ষ এবং অভিজ্ঞ ফুল টাইম রিপোর্টার নিয়োগ করা হবে। প্রার্থীকে
গারো ভাষায় অনর্গল কথা বলতে পারতে হবে।
প্রার্থীর প্রাথমিক যোগ্যতাঃ
- স্নাতক ডিগ্রীধারী হতে হবে
- প্রতিবেদন লেখা এবং ছবি তোলায় দক্ষ হতে হবে
- ভিডিও ধারণ এবং এডিটিং এ দক্ষতা বাড়তি যোগ্যতা
- গারো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে
বেতন আলোচনা সাপেক্ষ।
সিভিসহ যোগাযোগঃ thegaros24@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting