গারো নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বছর জায়গা করে নিলেন ৭ গারো মেধাবী ছাত্র-ছাত্রী। তাঁরা সকলেই ২০২০-২০২১ সেশনে ভর্তি হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গারো শিক্ষার্থীদের পদচারণা নিয়ে ফেইসবুক পেইজ "ঢাকা বিশ্ববিদ্যালয় গারো পরিবার" থেকে সংবাদ টি জানা যায়। গারো নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক থেকে পেইজের সেলফোন নাম্বারে ফোন করলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তরঙ্গ রেমা, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ছাত্র, ফোন ধরেন এবং সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
যে ৭ জন ভর্তির যোগ্যতা অর্জন করলেন তা হলেন সুজানা চাম্বুগং, ফার্মেসী বিভাগ; চমক জাম্বিল, মৎস বিজ্ঞান বিভাগ; মানসী নকরেক, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ; রপু মাংসাং, ম্যানেজমেন্ট বিভাগ; নিউ নকরেক, সমাজবিজ্ঞান বিভাগ এবং শাশ্বতী রেমা, ইতিহাস বিভাগ এবং অনাম হাউই, অপরাধ বিজ্ঞান বিভাগ।
উল্লেখ্য, প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে গারো ছাত্র - ছাত্রীর সংখ্যা ৫0 জন।
সুজানা সিলভিয়া চাম্বুগং
সুজানা সিলভিয়া চাম্বুগং এর গ্রামের বাড়ি জয়ড়ামকুড়া, উপজেলা হালুঘাট এবং জেলা ময়মনসিংহ। পড়াশুনা করেছেন বনানী বিদ্যানিকেতন হাই স্কুলে। তাঁর জন্ম ঢাকাতেই কিন্তু চমৎকার মান্দি ভাষায় কথা বলেন।
অবসর সময়ে গান গাইতে ভালোলাগে, আবৃত্তি করতেও পছন্দ করেন। মা জবা চাম্বুগং একটি প্রাইভেট স্কুলে সহকারী শিক্ষিকা। বাবাও একটি স্কুলের শারীর চর্চা শিক্ষক এবং ফুটবল কোচ।
অবসরে বই পড়তে ভালোলাগে। আঁকাআঁকি করতেও বেশ পছন্দ করেন।
জীবনের লক্ষ কী প্রশ্ন করতেই হাসতে হাসতে বললেন, ভাল মানুষ হতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই।
সিলভিয়া আমেরিকা যেতে চান মাস্টার্স করার জন্য। আমেরিকায় গিয়ে উচ্চতর পড়াশুনা, গবেষণা এবং পিএইচডি করতে চান সুজানা সিলভিয়া।
মান্দিদের নিয়েও কাজ করতে চান এই মেধাবী গারো মেয়ে। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, কেন আপনি মান্দিদের নিয়ে কাজ করতে চান? তাঁর উত্তর ছিল, কারণ আমি মান্দিদের 'Root Belong' করি!
শ্বাসতী রেমা
দূর্গাপুর উপজেলা এবং নেত্রকোনা জেলার মেয়ে শ্বাসতী রেমা। পড়াশুনা করেছেন শহীদ পুলিশ স্মৃতি উচ্চ স্কুল এন্ড কলেজ এবং হলিক্রশ কলেজ, ঢাকায়।
প্রিয় বিষয় ছিল লজিক এবং ভূগোল।
অবসর সময়ে শ্বাসতীর গান গাইতে ভাল লাগে। ভালোলাগে আবৃত্তি করতেও।
বিসিএস দিয়ে কলেজ শিক্ষক হতে চান। ম্যাজিস্ট্রেট হওয়ারও ইচ্ছে রয়েছে।
মা - স্বাতী জাম্বিল এবং বাবা প্রলয় চিসিম। বাবা গারোদের মধ্যে প্রথম এএসপি পুলিশ (বিসিএস) ছিলেন। এখন এডিশনাল ডি আইজি অব পুলিশ, বাংলাদেশ।
অবসর সময়ে বই পড়তে, গান শোনতে এবং ছবি আঁকতে ভালোবাসেন। ঘুরতেও ভালোলাগে।
মান্দিদের নিয়ে কাজ করতে চান, লেখা-লেখি করতে চান ভবিষ্যতে। বিভিন্ন ফোরামে মান্দিদের কথা বলতে চান।
চমক জাম্বিল
চমক জাম্বিল এর বাড়ি কলমাকান্দা উপজেলার নলছাপড়া গ্রামে। নেত্রকোনা জেলা। পড়াশুনা করেছেন নলছাপড়া হাই স্কুল এবং নটর ডেম কলেজ ময়মনসিংহ। প্রিয় বিষয় ছিল জিওলজি।
অবসর সময়ে গল্প বই পড়তে এবং গান গাইতে ভাল লাগে। ভালোলাগে আঁকাআঁকি করতেও। ফুটবল খেলতেও বেশ ভালোলাগে।
বিসিএস দিয়ে মৎস্য অথবা পুলিশ ক্যাডার-এ যোগ দিতে চান।
মা - শেলী জাম্বিল একজন গৃহিণী। বাবা পালু নকরেক প্রাইভেট জব করেন।
মান্দিদের নিয়ে কাজ করতে চান, মান্দিদের মৎস চাষ-এ উৎসাহিত করতে চান।
নিউ নকরেক
নিউ নকরেক এর জন্ম এবং বেড়ে উঠা মধুপুরের শালবনে। আবিমার ধরাটি গ্রাম। উপজেলা মধুপুর, জেলা টাঙ্গাইল। দরিদ্র পরিবারে জন্ম এই গারো মেধাবী ছাত্রের।
পড়াশুনা করেছেন পীরগাছা সেন্ট পলস হাই স্কুল এবং ঢাকা নটর ডেম কলেজে। প্রিয় বিষয় ছিল ইংরেজি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রিয় বিষয় পান নি বলে থেমে যেতে চান না তিনি।
অবসর সময়ে বই পড়তে ভাললাগে। ভালোলাগে বন্ধুদের আড্ডা এবং ক্রিকেট খেলতে। হারমুনিয়াম এবং তবলা বাঁজাতে ভালোবাসেন।
মা পিমলা নকরেক গৃহিণী এবং বাবা পিউস মৃ কৃষক। বেশীর ভাগ সময়েই বাবা অন্যের জমিতে কাজ করে সংসার চালান।
অনেক সময়ই কবি এবং গল্পকার ফিডেল ডি সাংমা তাকে পড়াশুনায় বিভিন্ন ভাবে সাহায্য করেন। তাই আচ্চু ফিডেল ডি সাংমার কাছে অনেক কৃতজ্ঞ তিনি।
মান্দিদের নিয়ে কাজ করতে চান, লেখা-লেখি করতে ইচ্ছে করে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যে আছে কলেজ পড়তে না আসলে জানাই হত না! গ্রামের মানুষ এগুলো জানেন না। তাই গ্রামের গরীব ছেলে-মেয়েদের নিয়ে কাজ করতে চাই, তাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়তে উৎসাহিত করতে চাই।
মানসী নকরেক
মানসী নকরেক এর গ্রামের বাড়ি মনতলা, কলমাকান্দা থানার নেত্রকোনা জেলায়। পড়াশুনা করেছেন বিরিশিরি মিশন গার্লস হাই স্কুল এবং হলিক্রশ কলেজ, ঢাকায়।
স্বপ্ন দেখেন পড়াশুনা করে বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হবেন।
অবসর সময়ে গান গাইতে ভাল লাগে, আবৃত্তি করেন। ভাওয়ালী গান খুব টানে।
মানসীর মা দীপ্তি নকরেক হেলথ সেক্টরে জব করেন। বাবা বিনয় ঘাগ্রা ২০১৭ সালে স্ট্রোক করে মারা যান। সেই থেকে তাঁর মা-ই সব।
স্ট্রোক করে প্যারালাইসিসে ভোগে বাবা মারা গেছেন এটা তাকে অনেক পীড়া দেয়।
মান্দিদের নিয়ে কাজ করতে চান, লেখা-লেখি করতে চান ভবিষ্যতে।
অনাম হাউই
অনাম হাউই এর গ্রামের বাড়ি হালুয়াঘাটের সংড়া গ্রামে। তবে তাঁর জন্ম এবং বেড়ে উঠা ঢাকা তিলোত্তমা নগরীতেই। ২ ভাই বোন এর মধ্যে অনাম বড়। ছোট বোন নবম শ্রেণীতে পড়ছে।
পড়াশুনা করেছেন গুলশান মডেল স্কুল এন্ড কলেজ এবং সাউথ পয়েন্ট কলেজ, বারিধারায়। প্রিয় বিষয় - ইংরেজি। ডিটেক্টিভ হতে চান। গোয়েন্দা গল্প পড়তে ভালোলাগে।
অবসর সময়ে ঘুরতে এবং মুভি দেখতে ভালোলাগে। ভালোলাগে ছবি আঁকতেও।
বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন।
মা - লিমা হাউই , প্রাইভেট জব করেন এবং বাবা - আলেক জান্ডার রেমাও জব করেন প্রাইভেট কোম্পানিতেই।
মান্দিদের নিয়ে কাজ করতে চান, লেখা-লেখি করতে চান।
সকলের প্রার্থনা চান যেন ভাল মানুষ হতে পারেন সবার আগে!
রপু মাংসাং নটর ডেম কলেজ, ঢাকায় পড়াশুনা করেছেন। তাঁকে আমরা ফোন করেছি বার বার। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায় নি! সম্ভবত তিনি নেটওয়ার্কের বাইরে রয়েছেন। আগামী সপ্তাহে তাঁর মিনি ইন্টার্ভিউ ছাপা হবে।
সংবাদ টি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ...
দৃষ্টি আকর্ষণঃ
১। বাবুল ডি' নকরেক - এর ছোট গল্প গুচ্ছের ই-বুক এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন। ২। বাবুল ডি' নকরেক -এর লেখা 'Web Development & Dream Career' অডিও সহ ই-বুক পাওয়া এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন । ৩। বাবুল ডি' নকরেক এর "সবার জন্য পাইথন প্রোগ্রামিং" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন। ৪। বাবুল ডি' নকরেক এর "জাভা প্রোগ্রামিং ফর নন-প্রোগ্রামার্স" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting