রাত পোহালেই ডিকন প্রদীপ ফিলিপ ম্রং এর যাজকীয় অভিষেকঃ থক্কা ও আশীর্বাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দে মাতোয়ারা জলছত্র মিশন
নিজস্ব প্রতিবেদক, জলছত্র আবিমা থেকে,
ডিকন প্রদীপ ম্রং এর যাজকীয় অভিষেক হতে যাচ্ছে আগামীকাল। তাই আনন্দে মাতোয়ারা জলছত্র মিশনের হাজারো খ্রীষ্ট ভক্ত ।
রাজকীয় অভ্যর্থনা জলছত্র মিশনবাসীরআজকে বিকাল বেলায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আগত সকল বিশপ, ফাদারগণ, সিস্টারগণ এবং আমেরিকা থেকে ১৪ জনের বিশাল বহরের অতিথি বৃন্দকে ফুলের মালা দিয়ে, নেচে গেয়ে স্বাগত জানান সাধারণ জনগণ।
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর ...উল্লেখ্য, ডিকন প্রদীপ ফিলিপ ম্রং গাছাবাড়ি গ্রামের সন্তান। তিনিই প্রথম গারো যুবক যিনি পুরোহিত হওয়ার জন্য প্রস্তুতি নিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে পুরোহিত হতে যাচ্ছেন।
থক্কা অনুষ্ঠানের প্রাককালে ডিকন প্রদীপ ম্রং
প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে থক্কা এবং আশীর্বাদ অনুষ্ঠান গাছাবাড়ি নিজ বাড়িতে সম্পন্ন হবে।
ডিকন প্রদীপ ম্রং করপোস খ্রিষটি উচ্চ বিদ্যালয় থেকে এস স সি এবং ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে এইচ এ স সি কৃতিত্বের সাথে শেষ করে যুক্তরাষ্ট্রের সেন্ট জন ইউনিভার্সিটি থেকে থিওলজি এবং ফিলসফি নিয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রে পড়াশুনা করার সময় তিনি বিভিন্ন প্যারিসে পালকিয় কাজে যুক্ত হন।
এছাড়া তিনি নিউ ইয়র্কে অবস্থানরত গারো পরিবারগুলোতে মাঝে মাঝেই সফর করে বিশেষ প্রার্থনা পরিচালনা করতেন। ডিকন প্রদীপ ম্রং বিনয়ী, সদালাপী, অত্যন্ত মিশুক প্রকৃতির।
মেরিয়েনা আনান্তিকা, আমেরিকায় ৪ বছর যিনি প্রদীপ ম্রং কে মায়ের স্নেহে, মমতায়, অনুপ্রেরণায় সহযোগিতা করেন
ছাত্র জীবনে থেকেই তাঁর কাজ গ্রামে এবং যুক্তরাষ্ট্রে বেশ প্রশংসিত হয়েছে। ডিকন প্রদীপ ম্রং বই পড়তে, গান করতে, এবং পালকীয় কাজ গুছিয়ে করতে ভালোবাসেন।
অবিভক্ত জলছত্র মিশন থেকে ইতোপূর্বে বিশপ পনেন পল কুবি সি এস সি, রেভা ফা এ্যালেক্স রাবানল সি এস সি পুরোহিত হয়েছিলেন। জলছত্র মিশন থেকে পীরগাছা আলাদা হয়ে যাবার পর গাছাবাড়ি গ্রাম থেকে রেভা ফা মৃণাল মাইকেল ম্রং সি এস সি, রেভা ফা তিতুস মৃঃ সি এস সি পৌরহিত্য বরণ করেছেন।
পীরগাছা মিশন থেকে রেভা ফা সুনির্মল মৃঃ, রেভা ফা রবার্ট নকরেক সি এস সি , রেভা ফা খোকন নকরেক সি এস সি, রেভা ফা নিকোলাস নকরেক সি এস সি সহ দুই মিশনে মোট ৯ জন ফাদার হয়েছেন।
আনন্দের সংবাদ টি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting