মৃন্ময় মৃ দূর্গাপুর থেকে,
বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং করোনা আক্রান্ত হয়েছেন।
উপাধ্যক্ষ রেমন্ড আরেং
আরেং এর স্ত্রী স্কুল শিক্ষিকা জুঁই মানখিন বিষয়টি নিশ্চিত করেছেন। জুই মানখিন জানান, " গতকাল আমরা ঢাকা থেকে বিরিশিরিতে নিজ বাড়ীতে ফিরি । রেমন্ড আরেং এর শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রি থাকায় আজ সকালে স্থানীয় হাসপাতালে করোনা টেস্ট করালে পজিটিভ আসে। বর্তমানে তাপমাত্রা ছাড়া তার শারীরিক অবস্হা ভাল।উনার খাওয়া-দাওয়া ও ঘুম স্বাভাবিক আছে।"
তিনি জনাব আরেং এর পূর্ণ ও দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। বর্তমানে তিনি দূর্গাপুররের বিরিশিরিতে নিজ বাসভবনে থেকেই ডাক্তারের পরামর্শ ও প্রেসক্রিপসন অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting