জেফিরাজ দোলন কুবি,
এবার দ্য গারো নিউজ টুয়েন্টিফোর তাঁর পাঠকদের জন্য নিয়ে আসছে এন্ড্রয়েড ফোনে এ্যাপ হিসেবে। সব কিছু ঠিক থাকলে এই এ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে পাঠকগ্ণ ফ্রি ডাউনলোড করে সেলফোনেই নিউজ পোর্টাল টি পড়তে পারবেন আগামী সপ্তাহের শেষের দিকে।
এ্যাপ টি ডেভেলপ করার জন্য সাইবার সলিউশান-এর নেতৃত্বে ৫ জনের একটি চৌকস সফটওয়্যার ডেভেলপমেন্ট টীম নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, দ্য গারো নিউজ টুয়েন্টিফোর সব সময় পাঠকদের সময় এবং সুবিধার কথা চিন্তা করে। ইতোমধ্যে এ্যাপটির ডেভেলপমেন্টের কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার-এর চৌকস দল সিস্টেম টেস্টিং শেষ করলেই ডেভেলপমেন্ট টীম বাকি ১০ ভাগ কাজ শেষ করে আগামী মঙ্গলবার পরীক্ষামূলক এ্যাপটি ছাড়া হবে এবং আগ্রামী শুক্রবার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সফটওয়্যার ডেভেলপমেন্ট টীম এর নেতৃত্বে থাকা বাবুল ডি' নকরেক!
সংবাদ টি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting