দ্য গারোজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক,
হিমেল রিছিল গত ১৫ ডিসেম্বর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে যোগদান করেছেন।
এর আগে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভূমি কমিশনার হিসেবে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় কর্মরত ছিলেন।
গত ১৮ নভেম্বর তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পদোন্নতি পেয়ে প্রেষণে বর্তমান কর্মস্থলে বদলী হন।
হিমেল রিছিল ১৯৮৬ সালের ৩১ আগস্ট ময়মনসিংহে জন্ম গ্রহণ করেন। তিনি কবি ও গীতিকার জেমস জর্নেশ চিরান ও স্কুল শিক্ষিকা শিখা রিছিল-এর একমাত্র সন্তান।
রিছিল ২০০৪ সালে বিড়ইডাকুনী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৬ সালে ঢাকার নর্দান কলেজ বাংলাদেশ থেকে এইচএসসি সম্পন্ন করার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ থেকে ২০১১ সালে স্নাতক এবং পশু প্রজনন ও কৌলিতত্ত্ব বিভাগ থেকে ২০১২ সালে স্নাতকোত্তর প্রথম শ্রেণী অর্জন করেন।
তিনি ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডার প্রাপ্ত হয়ে ২০১৬ সালের জুনে সহকারী কমিশনার হিসেবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন এবং ২০১৯ সালের অক্টোবরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় যোগ দেন।
ছাত্রজীবনে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহে নজরুল সঙ্গীতে বিভাগীয় পর্যায়ে ২য় স্থান লাভ করেন। কর্মজীবনে করোনা মোকাবিলায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হওয়ার কৃতিত্বও অর্জন করেন।
হিমেলের বিভিন্ন একুশের বই মেলায় এ পর্যন্ত ৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে - 'একটি উষ্ণ বাক্যের সন্ধানে', 'কোথাও কোনো নতুন কবিতা নেই', 'বুক-পাহাড়ের দস্যি ঝরনা' ও 'নির্বাচিত কবিতা'। বাবুল ডি' নকরেক-এর অর্থায়নে তিনি 'ব্যবহারিক গারো অভিধান' সম্পাদন এবং প্রকাশ করেছেন। তিনি সিমসাকা ও আবির্ভাব নামে পত্রিকা এবং প্রজন্ম নামে ভাঁজপত্রও সম্পাদনা করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting