দ্য গারো নিউজ টুয়েন্টিফোর,
ডক্টর ফ্রেড খালি ডিডিএস এর নেতৃত্বে কিংস ডেন্টিস্ত্রি ক্লিনিকে দ্য গারো নিউজ টুয়েন্টিফোর এর নির্বাহী সম্পাদক বাবুল ডি' নকরেক-এর দাঁত এবং টিউমার অপারেশান করে অপসারণ সফল ভাবে সম্পন্ন হয়েছে। অপারেশানে ডাঃ ফ্রেড খালি ডিডিএস এবং ডাঃ জ্যাক কাসাব ডি ডি এস অংশ নেন।
অপারেশানের পূর্ব মুহূর্তে অ্যানাস্থাসিয়ার মধ্যে
এর আগেও দাঁতের উপরের বা পাশের চোয়ালে একই রকমের অপারেশান করতে হয়েছিল। এবারে একই ধরণের অপারেশান করতে হয়েছে দাঁতের ডান পাশের উপরের চোয়ালে। টিউমার অপসারণ করতে প্রতিবার তাঁর একটি করে দাঁত ফেলে দিতে হয়েছে!
নকরেক বাসায় ফিরেছেন এবং সুস্থ্য আছেন। তিনি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।
দৃষ্টি আকর্ষণঃ
১। বাবুল ডি' নকরেক - এর ছোট গল্প গুচ্ছের ই-বুক এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন।
২। বাবুল ডি' নকরেক -এর লেখা 'Web Development & Dream Career' অডিও সহ ইবুক পাওয়া এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন ।
৩। বাবুল ডি' নকরেক এর "সবার জন্য পাইথন প্রোগ্রামিং" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
৪। বাবুল ডি' নকরেক এর "জাভা প্রোগ্রামিং ফর নন-প্রোগ্রামার্স" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting