মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস তুরস্কের নতুন অফিসের জন্য একজন উচ্চ দক্ষতাসম্পন্ন এমপ্লয়ী খুঁজছেন। প্রায় ২০,০০০ আবেদনপত্র জমা পড়ল, যাদের মধ্যে তরফদার নামের এক বাংলাদেশীও আছেন। বিল গেটস ২০,০০০ আবেদনকারীকেই এক সঙ্গে একটা বড় হলরুমে ডাকলেন।
বিল গেটসবিল গেটস বললেন, যাঁরা ‘জাভা প্রোগ্রামিং’ পারেন, শুধু তারাই এখানে থাকুন। বাকিরা দয়া করে আসতে পারেন। ২০,০০০ এর মধ্যে ১০,০০০ জন হল ত্যাগ করলেন।
তরফদার সাহেব মনে মনে ভাবলেন, আমি বরং থেকেই যাই এখানে... হারানোর তো কিছু নেই আমার...আর ‘জাভা প্রোগ্রামিং’ এমন কি জিনিস! চাকরিটা পেলে, দু'দিনেই না হয় শিখে নেব। দাঁড়িয়েই থাকি বরং।
বিল গেটস এবার বললেন, এখানে যাঁরা থেকে গেলেন তাঁদের মধ্যে যাঁদের নেটওয়ার্কিং এ দক্ষতা আছে, শুধু বসে থাকুন। বাকিরা দয়া করে আসতে পারেন। ১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেন।
বরেন্দ্র লাল ত্রিপুরা, সহকারী অধ্যাপক , আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ‘নেটওয়ার্কিং’ আর এমন কি জিনিস! চাকরিটা পেলে, দুই দিনের মামলা এটা!
বিল গেটস খুশি হয়ে চারদিক তাকিয়ে বললেন, যাঁদের উইন্ডোজ ও ইউনিক্স-এ দক্ষতা আছে, এখন শুধু তাঁরাই থাকুন। বাকিরা দয়া করে আসুন। ৫,০০০ এর মধ্যে ৩,০০০ জন হল ত্যাগ করলেন।
তরফদার সাহেব মনে মনে ভাবলেন, ব্যাপার না... চাকরিটা পেলে, এক সপ্তাহের একটা শর্ট কোর্স করে নেব।
বিল গেটস এবার বললেন, যাঁরা টার্কিশ ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন তাঁরা থেকে যান। আর বাকিরা দয়া করে আসতে পারেন। ২,০০০ এর মধ্যে ১,৯৯৮ জন হল ত্যাগ করলেন।
তরফদার সাহেব আর আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে রইলেন। বিল গেটস খুবই সন্তুষ্ট কন্ঠে বললেন, গুড! আপনারা দু'জন আমাদের সব ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন। আপনাদের এখন আমি টেস্ট নেব। তবে তার আগে আপনারা দু'জন একে অপরের সঙ্গে টার্কিশ ভাষায় কিছুক্ষণ কথা বলুন তো দেখি!
তরফদার সাহেব পাশের ভদ্রলোককে আমতা আমতা করে বললেন, ভাইজান, কেমন আসুইন?
পাশের ভদ্রলোক দাঁত বের করে বললেন, এই তো, বালাই আছি... আফনে?
@Collected_by_Borendra_Lal_Tripura
দৃষ্টি আকর্ষণঃ
১। বাবুল ডি' নকরেক - এর ছোট গল্প গুচ্ছের ই-বুক এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন।
২। বাবুল ডি' নকরেক -এর লেখা 'Web Development & Dream Career' অডিও সহ ইবুক পাওয়া এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন ।
৩। বাবুল ডি' নকরেক এর "সবার জন্য পাইথন প্রোগ্রামিং" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
৪। বাবুল ডি' নকরেক এর "জাভা প্রোগ্রামিং ফর নন-প্রোগ্রামার্স" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting