নিজস্ব প্রতিবেদক, আবিমা মধুপুর থেকে
নকরেক আইটি ইনস্টিটিউট এর সিইও সুবীর জেভিয়ার নকরেক শত ব্যস্ততার মধ্যে সময় করে তাঁর বাবার তৈরী ড্রাগন বাগান পরিদর্শনে গেলেন। জানা গেছে তাঁর বাবা জেমস জলিশ মাংসাং ইন্টারনেট-এ ইউটিউব ঘেঁটে নিজের গ্রামে একটি ড্রাগন বাগান করেছেন।
এর আগে তিনি পরীক্ষামূলক বাড়ির আশে পাশে কিছু ড্রাগন ফল লাগিয়েছিলেন। ইতোমধ্যে সেখানে কিছু ফল এসেছে, বিক্রিও করেছেন কিছু।
নকরেক আইটি ইনস্টিটিউট এর সিইও সুবীর জেভিয়ার নকরেকসিইও সুবীর তাঁর ফেইসবুক অয়ালে লিখেন, "প্রায় ১মাস পর বাবা মাকে দেখতে এলাম, অথচ বাড়িতে এসে শুনি মা অসুস্থ এক বৃদ্ধাকে দেখতে গিয়েছেন। অতপর বাবার যত্নে গড়া ড্রাগন বাগান পরিদর্শনে এলাম প্রিয় গ্রামে।
এই বাগানটি ইন্টারনেটের কল্যাণে ইউটিউব থেকে রিসার্চ করে বাবার নিজস্ব প্রচেষ্টা। আইটির আশীর্বাদকে কে কিভাবে কাজে লাগাবে সেটাই দেখার বিষয়।"
জেমস জলিশ মাংসাং টেলিফোনে আমাদের প্রতিনিধিকে জানান, "তিনি জলছত্র হাসপাতালে দীর্ঘদিন চাকুরী করছেন। অবসরে চলে গিয়েছিলেন। আবারও চুক্তি ভিত্তিক সেখানে ২ বছরের জন্য কাজ করছেন। অবসরে যেতে হবে অল্প কিছুদিন পরে। তাই নিজেকে ব্যস্ত রাখার জন্যই এই বাগান করেছি। এতে মন ভাল থাকছে, বেশ কিছু আয়ও হচ্ছে।"
তিনি জানালেন, ইন্টারনেট এ ইউটিউব ঘেঁটে শিখছি আর কাজে লাগাচ্ছি। ভালই লাগছে।
সংবাদ টি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ...
বিজ্ঞাপন
আপনি জানেন কি নকরেক আইটি-তে গ্রাফিক ডিজাইন , ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট এবং কম্পিউটার প্রোগ্রামিং এর উপর সব সময় প্রশিক্ষণ চলছে? যোগাযোগ করুন NITI এখানে ক্লিক করে। অথবা কল করুনঃ +880 1301-575095
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting