সুপ্রিয় দত্ত বিকেলে অফিসে বসে ল্যাপটপে কাজ করছেন। একটু পরেই ক্লায়েন্টদের সাথে জরুরি মিটিং শেষ করে জলদি বাড়ি ফিরতে হবে। স্ত্রীকে নিয়ে পার্টিতে যেতে হবে।
এমন সময় পর্দা ঠেলে যমদূতের প্রবেশঃ “ভেতরে আসবো সুপ্রিয়?”
যমদূতকে দেখে সুপ্রিয় দত্তের মুখ শুকিয়ে গেল। “আ…আ…আপনি? এখন! আমার তো মাত্র সাতচল্লিশ বছর চলছে, এখনো কতো কি করার বাকি, দেখার বাকি…আমাকে এখনই নিতে এসেছেন!!”
যমদূত আয়েশ করে সোফায় বসে বললেন, “তুই তো আজ তোর মোবাইল বাড়িতে ফেলে এসেছিস, তাই না?”
“আজ্ঞে হ্যাঁ…”
“স্ক্রীন লক অপশানও রাখিস নি, তাই না?”
সুপ্রিয়র হার্টবিট বেড়ে গেল, “…না, করি করি করে করা হয়ে ওঠেনি…”
“হে হে হে, এই মুহূর্তে তোর বউ বেডরুমে বসে বসে তোর messenger আর WhatsApp এর সমস্ত মেসেজ মন দিয়ে পড়ছে। এবার তুই-ই ঠিক কর, বাড়িতে ফিরবি নাকি আমার সাথে যাবি।”
সুপ্রিয় দত্তের সারা শরীর ভিজে গেল। উঠে দাঁড়িয়ে উদাস, উদ্ভ্রান্ত কন্ঠে বললেন, “চলুন কোথায় নিয়ে যাবেন প্রভু!”
@কালেক্টেড
এমন সময় পর্দা ঠেলে যমদূতের প্রবেশঃ “ভেতরে আসবো সুপ্রিয়?”
যমদূতকে দেখে সুপ্রিয় দত্তের মুখ শুকিয়ে গেল। “আ…আ…আপনি? এখন! আমার তো মাত্র সাতচল্লিশ বছর চলছে, এখনো কতো কি করার বাকি, দেখার বাকি…আমাকে এখনই নিতে এসেছেন!!”
যমদূত আয়েশ করে সোফায় বসে বললেন, “তুই তো আজ তোর মোবাইল বাড়িতে ফেলে এসেছিস, তাই না?”
“আজ্ঞে হ্যাঁ…”
“স্ক্রীন লক অপশানও রাখিস নি, তাই না?”
সুপ্রিয়র হার্টবিট বেড়ে গেল, “…না, করি করি করে করা হয়ে ওঠেনি…”
“হে হে হে, এই মুহূর্তে তোর বউ বেডরুমে বসে বসে তোর messenger আর WhatsApp এর সমস্ত মেসেজ মন দিয়ে পড়ছে। এবার তুই-ই ঠিক কর, বাড়িতে ফিরবি নাকি আমার সাথে যাবি।”
সুপ্রিয় দত্তের সারা শরীর ভিজে গেল। উঠে দাঁড়িয়ে উদাস, উদ্ভ্রান্ত কন্ঠে বললেন, “চলুন কোথায় নিয়ে যাবেন প্রভু!”
@কালেক্টেড
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting