নিজস্ব প্রতিবেদক, গাছাবাড়ি আবিমা থেকে,
ডিকন প্রদীপ ফিলিপ ম্রং এর যাজকীয় অভিষেক সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ ধর্ম প্রদেশপাল বিশপ পনেন পল কুবি সি এস সি আশীর্বাদ এবং প্রার্থনার মধ্য দিয়ে শত-সহস্র খ্রিষ্টভক্ত এবং ব্রতধারী ফাদার এবং সিস্টার গনের উপস্থতিতে যাজক পদে অভিষিক্ত করেছেন।
নতুন যাজক পেয়ে আনন্দে আত্মহারা গাছাবাড়ি, জলছত্র মিশন তথা আবিমা এলাকার সাধারণ জনগণ। আবিমার আকাশে-বাতাসে আনন্দের সুবাসিত ঢেউ আঁচড়ে আঁচড়ে পরছে তাঁদের গানে, নাচে, বক্তৃতায়।
উপস্থিত অনেকেই বলছেন, এটিই তাঁদের স্বচক্ষে দেখা এ যুগের সেরা যাজক অভিষেক অনুষ্ঠান! প্রশংসার ফুলঝুরি উপচে পড়ছে সর্ব মহল থেকে।
আবিমার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অভিষেক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি, আয়োজন, পরিবেশনা ছিল দেখার মত!
আমেরিকা থেকে আগত অতিথিদের মধ্যে আপ্লুত দুজন নারী। হাতের বা পাশের জন মেরিয়েনা অনান্তিকা, যিনি ফাঃ প্রদীপকে ছেলের মত স্নেহ করেন আমেরিকায় পড়াশুনার সময় যাকে ডাক্তারগণ ক্যানসারে আক্রান্ত হওয়ার সময় আর বাঁচবেন না বলে হাসপাতালে আর রাখতে চান নি! কিন্তু প্রার্থনায়, মনের জোরে এখনও বেঁচে আছেন!
এ উপলক্ষে আমেরিকা থেকে ৬ জন পুরোহিত সহ ১৪ জনের এক অতিথি দল অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন, বক্তৃতা করেছেন এবং গান পরিবেশন করেছেন।
মেরিয়েনা অনান্তিকার সাথে ফাঃ প্রদীপ ফিলিপ ম্রং
পরিবার এবং আত্মীয়-স্বজনের সাথে
আমেরিকা থেকে আগত ৬ পুরোহিত গান পরিবেশন করছেনফুলে ফুলে ভালোবাসায় সিক্ত, অভিনন্দিত ফাঃ প্রদীপ ফিলিপ ম্রং
রেভাঃ ফাঃ প্রদীপ ফিলিপ ম্রং এর যাজকীয় অভিষেক সম্পন্ন হওয়ার পর আগামীকাল ১৫ জানুয়ারি ২০২২ ধন্যবাদের খ্রিস্টযাগ উৎসর্গ করবেন নিজ বাড়িতে। ফাঃ প্রদীপ এর যাজকীয় অভিষেক সম্পন্ন হওয়ার পর এটাই তাঁর প্রথম খ্রিস্টযাগ।
খ্রিস্টযাগের পর আনন্দ প্রীতিভাজে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন ফাঃ প্রদীপ ম্রং এবং তাঁর আত্মীয়-স্বজন।
সংবাদ টি শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting