সবুজ নংমিন, ঢাকা থেকে
গারো বিউটি পার্লার মালিকদের সাথে একটি বেসরকারি ব্যাংক এবং এর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সাক্ষাৎ করে আলোচনা সাপেক্ষে ব্যাংক ঋণ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
আলোচনার পর প্রয়োজন সাপেক্ষে ঐ ব্যাংক বিউটি পার্লার মালিকদের প্রয়োজনীয় ঋণ দিতে চায় বলে জানা গেছে। আগামী ১৫ জানুয়ারির পর যে কোন দিন এই আলোচনা হবে। আলোচনায় ঋণের পরিমাণ, ঋণের সময়কাল, সুদের হার নির্ধারিত হবে। আলোচনা ফলপ্রসূ করার স্বার্থে ব্যাংক - এর নাম গোপন রাখা হয়েছে।
এই আলোচনায় অংশ নিতে আগ্রহী পার্লার মালিকদের আগে থেকেই তাঁদের নাম, পার্লারের নাম, ঠিকানা, সেল নম্বর পাঠাতে ০১৭৫১-১৩৬২৭৮ এই সেল নম্বরে যোগাযোগ অথবা জাবা'র ফেইসবুক পেইজে ইনবক্স করতে হবে। ফেইসবুক পেইজে ম্যাসেজ পাঠাতে এখানে ক্লিক করুন। উল্লেখ্য, দুই পক্ষের সাক্ষাৎ এবং আলোচনা হবে ঢাকার জাবা রেস্তোরাঁ, গ্রীণ সুপার মার্কেট, ৩য় তলা, গ্রীণ রোড, ফার্মগেট, ঢাকা এই ঠিকানায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting