ফিরে আসল সবার প্রিয় দ্য গারোজ টুয়েন্টিফোর।
দ্য গারোজ টুয়েন্টিফোর-এর নতুন ইউটিউব চ্যানেল
নতুন বছর থেকে নতুন উদ্যমে নতুন করে পথ চলতে শুরু করল দ্য গারোজ টুয়েন্টিফোর। এর ব্লগ, ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ, ফেইসবুক গ্রুপ রয়েছে।
এখন থেকে নিয়মিত সংবাদ পরিবেশনের পাশাপাশি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে থাকছে নানা আয়োজন। বিশ্ব সংবাদ, বিজ্ঞান ও প্রযুক্তি, বানিজ্য সংবাদ, ইংরেজি ও টেক টিউটোরিয়ালসহ এবার চাকুরী সংক্রান্ত সংবাদও রাখা হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting