নিউজ ডেস্ক,
ছোটদের জন্য প্রোগ্রামিং অনলাইন স্কুল - এর আয়োজনে আগামী ২১ ফেব্রুয়ারি ২০২২ থেকে ছোটদের জন্য প্রোগ্রামিং বুটক্যাম্প শুরু হতে যাচ্ছে।এতে ৭-১৪ বছর বয়সের যে কেউ বিশ্বের যে কোন প্রান্ত থেকে যোগ দিতে পারবে। ভর্তি হওয়ার শেষ তারিখ ২০ শে ফেব্রুয়ারি ২০২২।
এতে ক্লাস নিবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফারজানা হক, বুয়েট এবং বাবুল ডি' নকরেক, ঢাঃবিঃ ও ড্রেক্সেল ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। হক এবং নকরেক দুজনেই যুক্তরাষ্ট্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেব কাজ করছেন।
ক্লাস হবেঃ ৩ মাস
ব্যাচ - ০১| প্রতি শনিবার বাংলাদেশী সময় সন্ধ্যা ৮-৯টা
ব্যাচ - ০২| প্রতি রবিবার বাংলাদেশী সময় সন্ধ্যা ৮-৯টা
সপ্তাহে ক্লাস ১ টা, মাসে ৪ টা, ৩ মাসে ১২ টা, বোনাস ক্লাস ২ টা ।
কি কি করান হবে?
- HTML ও CSS
- HTML এবং CSS দিয়ে ওয়েব সাইট ডিজাইন
- Basic Python Programming
- GIT
- GitHub
- Website হোস্টিং
কিভাবে ক্লাস হবে?
- ক্লাস হবে জুম এর মাধ্যমে অনলাইনে।
ক্লাসটি যৌথভাবে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া থেকে পরিচালিত হবে।
কোর্স ফিঃ বাংলাদেশের জন্য ১০ হাজার টাকা এবং বাংলাদেশের বাইরে ৩০০ ডলার
আগ্রহীগণ কমেন্ট করে জানিয়ে দেন আপনি আগ্রহী। অথবা ইমেইল করুনঃ beaboss@bossdevelopers.org
পুনশ্চঃ বড়দের জন্য একই কোর্স আছে আলাদা। কোর্স ফি ৪৯৯ ডলার। এই কোর্স শেষে ৩ মাসের এডভান্স কোর্স করতে পারবেন।
দৃষ্টি আকর্ষণঃ
১। বাবুল ডি' নকরেক - এর ছোট গল্প গুচ্ছের ই-বুক এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন।
২। বাবুল ডি' নকরেক -এর লেখা 'Web Development & Dream Career' অডিও সহ ইবুক পাওয়া এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন ।
৩। বাবুল ডি' নকরেক এর "সবার জন্য পাইথন প্রোগ্রামিং" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
৪। বাবুল ডি' নকরেক এর "জাভা প্রোগ্রামিং ফর নন-প্রোগ্রামার্স" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting