এডওয়ার্ড মাংসাং প্রিন্স,
বন যেন বন কর্মকর্তাদের কাছে - সুইস ব্যাংক! শাল গাছ কর্তন চলছেই। দেখার কেউ নেই । দেখে মনে হবে প্রতিযোগিতা চলছে শালবন নিধনের।
বন কর্মকর্তারা বনটাকে তারা পৈতৃক সম্পত্তি মনে করে ব্যবহার করছেন, বলে অভিযোগ বনবাসীদের। বন থেকে কোটি কোটি টাকার বনজ, উদ্ভিদ গাছ গাছরা, সরকারী জমি, গাছের ডালপালা, লতাপাতা পর্যন্ত বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গ্রামের বাড়িতে, শহরে জায়গা জমি এবং আলিশান বাড়ি করছেন বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা- কর্মচারী। তাঁদের নিজের ঘরে, আত্মীয়-স্বজন ও ছেলে মেয়েদের বাড়িতে আছে সব চাইতে দামি দামি আসবাব পত্র!
এভাবেই উজাড় হচ্ছে শাল বন প্রতিদিন টাঙ্গাইলের সখীপুর হতেয়া বিট কর্মকর্তার যোগসাজশে বন বিভাগের গজারি গাছ কেটে বিক্রি করছেন স্থানীয় প্রভাশালী ব্যক্তিগণ, এমন অভিযোগ স্থানীয়দের।
বিট কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে হতেয়া বিটের চতলবাইদ গ্রামের রশিদ ভূঁইয়ার চালা থেকে ৫ শতাধিক শাল গাছ বিক্রি করেছেন আব্দুল মজিদ মিয়া নামের স্থানীয় এক প্রভাবশালী।
তবে বিষয়টি জানেন না বলে জানিয়েছেন হতেয়া বিট কর্মকর্তা আব্দুল আহাদ।
স্থানীয়রা জানান, হতেয়া বিটের চতলবাইদ গ্রামের রশিদ ভূঁইয়ার চালাটি বন বিভাগের আওতাধীন। এর আগেও বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে গাছ বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আব্দুল মজিদ মিয়াসহ তার তিন ভাই।
অভিযোগ রয়েছে, এ বছরও বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে ৫ শতাধিক গজারি গাছ ৪ লাখ টাকার বিনিময়ে লিটন দেওয়ানের কাছে গাছগুলো বিক্রি করেছেন আব্দুল মজিদ।
সরেজমিন গিয়ে দেখা যায়, ওই চালার অর্ধেকের বেশি গজারি গাছ কাটা শেষ। শ্রমিকরা গাছের পাতা ও গাছের গুঁড়ি সরানোর কাজ করছেন। পাশেই আব্দুল মজিদ মিয়া দাঁড়িয়ে রয়েছেন। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে গাছ কাটা বন্ধ রাখেন শ্রমিকরা।
এ সময় শ্রমিক হোসেন আলী জানান, গত ৩ দিন যাবত ৫ জন শ্রমিক প্রায় ২০০ গাছ কেটেছেন। বাকি আরও ৩০০ এর বেশি গাছ কাটতে আরও অন্তত ৫ দিন সময় লাগবে। এখানে গাছ কাটতে লিটন দেওয়ান তাদের নিয়ে এসেছেন। শুনেছেন ৪ লাখ টাকায় এই গাছগুলো কিনেছেন লিটন দেওয়ান।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, এ চালাটি আব্দুল মজিদ ও তার ৩ ভাইয়ের নয়। তারা বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন যাবত ওই জায়গা তারা ৪ ভাই ভোগদখল করে রেখেছেন। বন বিভাগ থেকে কর্মকর্তারা আসলে এর আগেও তারা পর্যাপ্ত কাগজপত্র দেখাতে পারেনি।
লিটন দেওয়ান বলেন, দুই মাস আগে আমার শ্বশুর এই গাছগুলো আব্দুল মজিদের কাছ থেকে কিনেছেন। দেড় মাস আগে আমার শ্বশুর মারা গেছেন। গাছ কাটা হচ্ছে, তবে বাগানে আমি এখনো যাইনি।
আব্দুল মজিদ বলেন, এ জায়গাটি আমাদের বাপ-দাদার সম্পত্তি। আমাদের নামে রেকর্ডও আছে। এর আগেও এ জায়গা থেকে তিনবার গাছ বিক্রি করেছি।
হতেয়া বিট কর্মকর্তা আব্দুল আহাদ জানান, বিষয়টি জানার পর গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দৃষ্টি আকর্ষণঃ
১। বাবুল ডি' নকরেক - এর ছোট গল্প গুচ্ছের ই-বুক এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন।
২। বাবুল ডি' নকরেক -এর লেখা 'Web Development & Dream Career' অডিও সহ ইবুক পাওয়া এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন ।
৩। বাবুল ডি' নকরেক এর "সবার জন্য পাইথন প্রোগ্রামিং" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
৪। বাবুল ডি' নকরেক এর "জাভা প্রোগ্রামিং ফর নন-প্রোগ্রামার্স" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting