একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে, দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পার। তিন জন চলে গেল জংগলে।
১ম মন্ত্রী চিন্তা করলেন, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মত জঙ্গলের ভালো ফল দিয়ে বস্তা ভরে ফিরে আসলেন।
২য় মন্ত্রী চিন্তা করলেন, রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নীচের দিকে পূর্ণ করে, উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলেন এবং ফিরে আসলেন।
৩য় মন্ত্রী চিন্তা করলেন, রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবেন, সে শুধু দেখবেন বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে মরা পাতা, ঘাস, কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলেন।
তিন মন্ত্রী রাজার দরবারে হাজির, রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশী হলেন। তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। ৩য় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন, এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ ৭ দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই সাত দিন তাদের কোন প্রকার খাবার দেয়া হবে না।
যেই কথা সেই কাজ, তিন জনকেই কারাগারে পাঠানো হলো। ১ম মন্ত্রী এই সাত দিন তার বস্তার ফল গুলো খেয়ে কাটিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রী তার যতো ভালো ফল ছিল ২ দিন খেতে পারলেন, বাকী দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলেন কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন।
৩য় মন্ত্রীর বস্তায় কোন ফল ছিলো না তাই তিনি না খেতে পেরে অনেক কষ্ট ভোগ করে কারাগারেই মারা গেলেন ।
এই গল্পের শিক্ষণীয় বিষয়
যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিক ভাবে শিখে, পড়ালেখা করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাবো তখন ভোগ করতে পারবো। আর ফাঁকি দিলে তাঁর ফল আমাদেরই ভোগ করতে হবে আজ হোক আর কাল হোক! @সংগৃহীত
১ম মন্ত্রী চিন্তা করলেন, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মত জঙ্গলের ভালো ফল দিয়ে বস্তা ভরে ফিরে আসলেন।
২য় মন্ত্রী চিন্তা করলেন, রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নীচের দিকে পূর্ণ করে, উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলেন এবং ফিরে আসলেন।
৩য় মন্ত্রী চিন্তা করলেন, রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবেন, সে শুধু দেখবেন বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে মরা পাতা, ঘাস, কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলেন।
তিন মন্ত্রী রাজার দরবারে হাজির, রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশী হলেন। তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। ৩য় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন, এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ ৭ দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই সাত দিন তাদের কোন প্রকার খাবার দেয়া হবে না।
যেই কথা সেই কাজ, তিন জনকেই কারাগারে পাঠানো হলো। ১ম মন্ত্রী এই সাত দিন তার বস্তার ফল গুলো খেয়ে কাটিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রী তার যতো ভালো ফল ছিল ২ দিন খেতে পারলেন, বাকী দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলেন কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন।
৩য় মন্ত্রীর বস্তায় কোন ফল ছিলো না তাই তিনি না খেতে পেরে অনেক কষ্ট ভোগ করে কারাগারেই মারা গেলেন ।
এই গল্পের শিক্ষণীয় বিষয়
যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিক ভাবে শিখে, পড়ালেখা করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাবো তখন ভোগ করতে পারবো। আর ফাঁকি দিলে তাঁর ফল আমাদেরই ভোগ করতে হবে আজ হোক আর কাল হোক! @সংগৃহীত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting