সুজিত চিসিম,
বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্র সাংমা (চিসিম) চলে গেলেন না ফেরার দেশে। তিনি ১৯ জানুয়ারী, ২০২২ তারিখে বিকাল ৫:৩০ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
গত ৫ জানুয়ারী চিকিৎসার জন্য তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ২৫ শে ডিসেম্বর তিনি তৃতীয় বারের মত স্ট্রোক করলে বাক শক্তি হারিয়ে ফেলেন।
মাত্র ১৫ বছর বয়সে নবম শ্রেণীর ছাত্রাবস্থায় তিনি দেশ ও মাতৃকার রক্ষার্থে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি মুক্তিযোদ্ধা হিসাবে সনদ গ্রহণ করেন এবং মুক্তিযোদ্ধার ভাতাও পাচ্ছিলেন।
ছাত্র জীবনে তিনি বিরিশিরি পি. সি. নল. মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, নাসিরাবাদ কলেজ থেকে এইচ. এস. সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্র সাংমা (চিসিম)
পেশাগত জীবনে তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলে আইসিডিপি প্রকল্পে প্রোগ্রাম অফিসার হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি বিরিশিরি কাল্চারাল একাডেমির পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন।
প্রিয়জনদের সান্যিধ্যে তাছাড়াও তিনি আদিবাসীদের বৃহত্তম সামাজিক সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (TWA) এর কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেন। ছাত্রাবস্থায় তিনি গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) এর সাথে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন এবং কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী স্মিতা লিবা রিছিল ও ৩ ছেলেসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।
তাঁর বিদেহী আত্না এবং শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেছেন পরিবার।
শেয়ার করে দুঃসংবাদটি সবাইকে জানিয়ে দিন ...
দৃষ্টি আকর্ষণঃ
১। বাবুল ডি' নকরেক - এর ছোট গল্প গুচ্ছের ই-বুক এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন।
২। বাবুল ডি' নকরেক -এর লেখা 'Web Development & Dream Career' অডিও সহ ইবুক পাওয়া এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন ।
৩। বাবুল ডি' নকরেক এর "সবার জন্য পাইথন প্রোগ্রামিং" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
৪। বাবুল ডি' নকরেক এর "জাভা প্রোগ্রামিং ফর নন-প্রোগ্রামার্স" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting