ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক,
পারিবারিক উদ্যোগে স্কুল শিক্ষক পিটারসন কুবি পিটার এবং তাঁর স্ত্রী আনাস্তাসিয়া মানখিন আনা ঢাকার কালাচাঁদপুরে 'পূর্ণা ডে কেয়ার' চালু করতে যাচ্ছেন।
নতুন বছরে নতুন উদ্যোগ হিসেবে অগ্রিম টাকা দিয়ে ঢাকার কালাচাঁদপুরে ডে কেয়ার সেন্টারের জন্য ইতোমধ্যে ঘর ভাড়া নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে এটি পুরোদমে চালু হবে।
নদ্দা, কালাচাঁদপুর, জগন্নাথপুর এলাকার যে সমস্ত বাবা মায়েরা সন্তানকে নিরাপদ ও যত্নশীল স্থানে ছেলেমেয়েদের ডে কেয়ারে রাখতে চান, তাদেরকে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা "পূর্ণা ডে কেয়ার" সেন্টারে পাঠাতে পরামর্শ দিতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন এই শিক্ষক দম্পতি। অনেকেই ভাল এবং বিশস্ত লোকের অভাবে ছেলেমেয়েদের ঘরে রেখে চাকরী করতে সমস্যার সন্মুখীন হয়ে থাকেন। এই সব বাবা মায়েদের সমস্যার কথা চিন্তা করেই বিশেষত মান্দি অভিভাবকদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন।
সকলের আন্তরিক সহযোগিতা ও এ কাজে সফলতার জন্য প্রার্থনা কামনা করেছেন এই শিক্ষক দম্পতি।
এই ভাল উদ্যোগটি শেয়ার করে আপনার বন্ধু - স্বজনদের জানিয়ে দিন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting