রেভাঃ ফাঃ প্রদীপ ফিলিপ ম্রং এর ধন্যবাদের খ্রিস্টযাগ আগামীকাল গাছাবাড়ির নিজ বাড়িতেঃ খ্রিস্টযাগের পর আনন্দ প্রীতিভাজে নিমন্ত্রিত সকলেই
নিজস্ব প্রতিবেদক, গাছাবাড়ি আবিমা থেকে,
রেভাঃ ফাঃ প্রদীপ ফিলিপ ম্রং এর যাজকীয় অভিষেক সম্পন্ন হওয়ার পর আগামীকাল ১৫ জানুয়ারি ২০২২ ধন্যবাদের খ্রিস্টযাগ উৎসর্গ করবেন। ফাঃ প্রদীপ এর যাজকীয় অভিসিক্ত হওয়ার পর এটাই প্রথম খ্রিস্টযাগ।
গতকাল ১৪ জানুয়ারি, ময়মনসিংহ ধর্ম প্রদেশপাল বিশপ পনেন পল কুবি সি এস সি আশীর্বাদ এবং প্রার্থনার মধ্য দিয়ে শত-সহস্র খ্রিষ্টভক্ত এবং ব্রতধারী ফাদার এবং সিস্টার গনের উপস্থতিতে প্রদীপ ফিলিপ ম্রং কে যাজক পদে অভিষিক্ত করেন।
খ্রিস্টযাগের পর আনন্দ প্রীতিভাজে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন ফাঃ প্রদীপ ম্রং এবং তাঁর আত্মীয়-স্বজন।
সংবাদ টি শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন ...
দৃষ্টি আকর্ষণঃ
১। বাবুল ডি' নকরেক - এর ছোট গল্প গুচ্ছের ই-বুক এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন।
২। বাবুল ডি' নকরেক -এর লেখা 'Web Development & Dream Career' অডিও সহ ইবুক পাওয়া এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন ।
৩। বাবুল ডি' নকরেক এর "সবার জন্য পাইথন প্রোগ্রামিং" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
৪। বাবুল ডি' নকরেক এর "জাভা প্রোগ্রামিং ফর নন-প্রোগ্রামার্স" কোর্সে ভর্তি হতে এখানে ক্লিক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting