নিজস্ব প্রতিবেদক, মধুপুর, আবিমা থেকে
গাদরি কুবি আর নেই। তিনি বিশপ পনেন পল কুবি সিএসসি'র মা। আজ ভোর রাত ৩:০০ টা সময় বার্ধক্য জনিত কারণে তিনি ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন অনন্তলোকে।
বিশপ পনেন পল কুবি সিএসসি'র সামনে হুইল চেয়ারে স্বর্গীয়া গাদরি কুবি। ফটো ক্রেডিটঃ প্রিন্স এডওয়ার্ড মাংসাং
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর(বাপ্তিস্ম অনুযায়ী)। তবে তাঁর আসল বয়স ১১৩ বলে জানা গেছে।
তাঁর মৃত্যুতে ময়মনসিংহ ধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভাঃ ফাঃ শিমন হাচ্চা গভীরভাবে শোক প্রকাশ করে তাঁর আত্মার চির শান্তি এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা কামনা করেছেন।
যখন ফাঃ ছিলেন তখন মায়ের সাথে বিশপ পনেন পল কুবি সিএসসি আজ দুপুর ২:০০ ঘটিকার সময় তাঁর অন্তেষ্টিক্রিয়া মধুপুর আবিমার জালাবাদা গ্রামে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সেখানে ফাদারগ্ণ, সিস্টারগণ, আত্মীয় -স্বজন উপস্থিত থাকবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting