চঞ্চল কুবি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৬ গারো আদিবাসী ছেলে-মেয়ে নার্স হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন। গত ৩১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্স নিয়োগের ফাইনাল ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৈচি তজু
ক্যানি কুবি
সার্কুলার থেকে ১০৯ জন এবং শূন্য পদে ৫৬১ জন মোট ৬৭০ জন নার্স চূড়ান্ত নিয়োগ পেয়েছেন। এর মধ্যে গারো আদিবাসী জনগোষ্ঠী থেকে ছয় জন নিয়োগ পেয়েছেন।
দমি রেমা
যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন তারানগর, নেত্রকোণা থেকে ক্যানি কুবি; গোবিন্দপুর, নেত্রকোণা থেকে দ্যুতি চিসিম; ভালুকা পাড়া, ধোবাউড়া থেকে দমি রেমা; চরবাঙ্গালিয়া, হালুয়াঘাট থেকে বৈচি তজু; জাতাপাড়া, হালুয়াঘাট থেকে সালসিলা রংমা এবং নলকুড়া, হালুয়াঘাট থেকে সাংক চিরান।
দ্যুতি চিসিম
চূড়ান্ত নিয়োগ পাওয়া সবাইকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। নিজেদের জনগোষ্ঠী থেকে তাঁদের পেয়ে আনন্দ প্রকাশ করেছেন বিভিন্ন সোশাল মিডিয়ায়।
সাংক চিরান
সালসিলা রংমা
আগামী ৩০ দিনের মধ্যে যোগদানের সকল প্রক্রিয়া সম্পন্ন করে তাঁরা যোগদান সম্পন্ন করবেন বলে জানা গেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting