নিজস্ব প্রতিবেদক
শেরপুরের নালিতাবাড়ির উপজেলার তারানী ও কালাকুমা গ্রামে রেকর্ডীয় আবাদী কৃষিজমির উপর টিআর-কাবিটা প্রকল্পের নামে জোরপূর্বক ও অবৈধ খাল খননের প্রতিবাদে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস ) ও এলাকাবাসীর আয়োজনে স্হানীয় বৈশাখী বাজারে প্রতিরোধ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্থানীয় আদিবাসী নেতা লরেন্স দ্রং।
এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের নালিতাবাড়ী শাখার সদস্য সচিব আরাধন মৃ, স্থানীয় আদিবাসী নেতা প্রানেশ সাংমা, বাগাছাস নালিতাবাড়ী শাখার যুগ্ম আহ্বায়ক অভি দিও, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি ম্যাথিউ চিরান, বাংলাদেশ হদি-ক্ষত্রিয় কল্যান পরিষদের সভাপতি লিটন দেব, লাল মিয়া সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগণ অবিলম্বে এই অবৈধ খাল খননের ফলে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ ও দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি করেছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting