জেফিরাজ দোলন কুবি,
বাবুল ডি' নকরেক এর আরেক টি নতুন অনলাইন কোর্স গতকাল ইন্সট্রাক্টরিতে চালু হয়েছে। নতুন এই কোর্সটির নাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট অটোমেশন ফর এভ্রিওয়ান। এই নিয়ে তাঁর মোট ৩ টি কোর্স চলমান রয়েছে।
পৃথিবীতে এই প্রথম বাংলা ভাষায় পাইথন প্রোগ্রামিং দিয়ে "সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট অটোমেশান"।
Onlaine market place গুলোতে বাংলাদেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শুধু গারো জাতিগোষ্ঠীতে নয়, পুরো আদিবাসীদের মধ্যে নকরেক এক মাত্র ইন্সট্রাক্টর যার ৩ টি কোর্স [ জাভা প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট অটোমেশন] অনলাইনে সেল হয়।
কোর্স লিঙ্কগুলো নিচে দেওয়া হলঃ
১) পাইথন প্রোগ্রামিং ফর এভ্রিওয়ান। কোর্সটিতে যোগ দিতে এখানে ক্লিক করুন।
২) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট অটোমেশন ফর এভ্রিওয়ান। কোর্সটিতে যোগ দিতে এখানে ক্লিক করুন।
৩) জাভা প্রোগ্রামিং ফর নন- প্রোগ্রামার্স। কোর্সটিতে যোগ দিতে এখানে ক্লিক করুন।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন টেস্ট অটোমেশন-এর চাহিদা দেশের বাইরে আকাশ ছোঁয়া! আমেরিকা এবং ইউরোপে এদের বেতন বছরে ৮৫ হাজার ডলার থেকে ২ লাখ ডলার পর্যন্ত হয়ে থাকে।
বাংলাদেশেও গত বছর থেকে এর চাহিদা অনেক বেড়েছে। বাংলাদেশে একজন টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ারের বেতন শুরু হয় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা দিয়ে। বাংলাদেশে টেস্ট অটোমেশন ইঞ্জিয়ার পাওয়া যায় না !
বাবুল ডি' নকরেক স্কুল থেকে ঝরে পড়া কিছু এতিম ছেলে-মেয়েদের স্কুলে ফিরিয়ে এনেছেন। উল্লেখ্য, কোর্স বিক্রির সব টাকা এই কিছু গারো এতিম ছেলে-মেয়েদের পড়াশুনার জন্য খরচ করা হয়! একটি কোর্স কিনে আপনি হতে পারেন এই ভাল কাজের অংশীদার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting