আমার বন্ধু প্রদীপ সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আমার বন্ধু প্রদীপ

 এক

১৯৯৪-৯৫ সাল।
আমার বন্ধু প্রদীপ কুমার সরকার। নটর ডেম কলেজে এক সাথে পড়তাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমি ইংরেজি সাহিত্যে ভর্তি হলাম আর সে ভর্তি হল সাংবাদিকতায়।
আজকের কাগজে সহ-সম্পাদক হিসেবে জয়েন করল। আজকের কাগজ তখন বেশ চলে। ভোরের কাগজও। প্রদীপ আজকের কাগজের সহ-সম্পাদক।
গত ২৫ ফেব্রুয়ারি ২০২২ সালে এই ভিডিও টা ইউটিউবে খুঁজে পেলাম !
একদিন তাঁকে বললাম, "তনু (ছদ্ম নাম) মনে হয় তোকে পছন্দ করে। চুপি চুপি তোর দিকে বার বার তাকায়!"
ও বলল, ধুর! তুই খেয়াল করেছিস, তার দাঁড়ি - মুছ আছে! হাত ভর্তি লোম!
আমি বললাম, "এই দাঁড়ি মুছ, লোম থাকার সাথে ভালোবাসার কী সম্পর্ক? মেয়ে তো ভাল।"
না-রে দোস্ত, হবে না! আমার বুকে প্রেম জাগে না! তুই দেখ!

দুই
দিন যায়। সপ্তাহ যায়। মাস যায়।
একদিন প্রদীপ বলল, দোস্ত, তনু মেয়ে টা অ-ন্নে-ক সুন্দর। তোর কথা ঠিক। আগে ভাল মত তাকাই নাই। ভয়াভহ সুন্দর! আমি অকে ছাড়া বাচুম না দোস্ত! বন্ধু। তুই তনুকে বল, আমি রাজি!
আমি বললাম, "ধুর মিয়া, দাঁড়ি - মুছ, হাত ভর্তি লোম ...
সে বলল, "কই দাঁড়ি, কই মুছ? কই হাত ভর্তি লোম দেখস? আমি তো অসব দেখি না!"
বুঝলাম, বসন্ত এসে গেছে!
তিন
এরপর ওরা আর আমাকে নিয়ে বসে না, আড্ডা দেয় না! আলাদা কোথায় কোথায় বসে!
চার
তনু গ্রীস্মের ছুটিতে বাড়ি গেল ...
ফিরে এলো সিঁথিতে সিঁদুর রাঙিয়ে ...
প্রদীপের কান্না কে আর দেখে? হাতে সিগারেটের পোড়া দাগ। বুকেও কয়েকটা সিগারেটে নিজের ঠেসে ধরা পোড়া ঘা। ওসব কে দেখবে?
আমি অকে বললাম, দেখ দোস্ত, তুই বিশ্ববিদ্যালয় পড়িস। অনেক বুঝিস। জীবন কারোর জন্য থেমে থাকে না। সে তোর সাথে প্রতারণা করে নি। সে জানত না ওর বিয়ে ঠিক হয়ে আছে। ওকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। এবং সেটা তোর কারণেই।
ও বলল, তুই তো প্রেম করিস নি, বুঝবি কী? 'কী যাতনা বিষে, বুঝিবে সে কি সে? ধ্বংসে নি যারে।" বলে সে হু হু করে কাঁদে।
আমি তাকে বললাম, বন্ধু সেই স্কুল জীবনেই এই পাঠ আমার চুকে গেছে। এখন এগুলো নিয়ে আর ভাবি না। টাইম নাই।
কষ্ট হয় না? সে জিগায়।
আমি বললাম, নাহ! কষ্ট হইলে কবিতা লিখি। গান লিখি।
পাঁচ
প্রদীপ আমার কবিতাগুলো দেখতে চায়। দেখে বলে, অসাধারণ! অসম্ভব কবিতা, ভয়াভহ কবিতা। তোর কবিতা গুলো বই আকারে ছাপলে সেই রকম হবে। তরুণ পাঠক লুফে নিবে।
আমি লজ্জা পাই! কী বলে পাগল না কি!
সে ঘেঁটে ঘুঁটে সব কবিতা বের করে। কয়েক টি পত্রিকায় মিতা চৌধুরী, বাবুল আহমেদ, মেঘ রোদ্দুর ছদ্মনামে ছাপা কবিতাগুলো দেখে সে জানাল 'বিমুগ্ধ!'
আসলে বিমুগ্ধ টিমুদ্ধ হবার মত কিছু ছিল না। সে ছ্যাকা খেয়ে প্রেমের কবিতাগুলো লুফে নিয়েছে!
ছয়
প্রদীপ নিজেও কবিতা লেখা শুরু করল। গান লিখল, সুর দিল। তখন গান লিখে, সুর দেয়, নিজেই গান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা ক্যাম্পাসময়! তাঁর খ্যাতি তুঙ্গে!
কিন্তু রাতে আমার রুমের জানালা দিয়ে ফিসফিস করে ডেকে বলল, দোস্ত, বাইরে আয়! কথা আছে।
একই কথা তার। বই ছাপতে হবে! প্রতিদিন একই কাহিনী।
আমিও এক গ্রীস্মের ছুটিতে বিয়ে করে ফিরলাম!
প্রদীপ বলল, খুব কষ্ট পাইছি। তুই আমাদের না জানিয়ে বিয়ে করতে পারলি? তুই জানিস নীরা তোকে অসম্ভব ভালোবাস ত!
আমি বললাম, কিন্তু আমি তো নীরাকেই বিয়ে করেছি, যে আমারে ছেড়ে চলে গিয়েছিল!
প্রদীপ বেপরোয়া হয়ে গেল। সে পাণ্ডুলিপি রেডি করে ফেলল।
এই সেই করে ৯৭ সাল পাড় হয়ে গেল।
পাণ্ডুলিপি নিয়ে এখন এ প্রকাশনী ও প্রকাশনী ঘুরতে থাকলাম। ২১ টা প্রকাশনী পাণ্ডুলিপি নেড়ে চেড়ে দেখে বলল, "কবিতা পাব্লিক খায় না!"
আমি কথা বলি না। প্রদীপই বলে, "সেই রকম কবিতা। খালি একবার ছাপেন। দেদারসে কাটবে। ইংরেজি সাহিত্যের বাঘা ছাত্র। খালি একবার ছাপেন প্লিজ।"
প্রদীপ কাউকে স্যার বলে। পারলে পা ধরবে আমার জন্য।
আমি বলি, "আমি ভাই আর প্রকাশক টকাশকের কাছে যাতি পারব না! বই না ছাপলে কী হবে? গুষ্টি কিলাই। আর লিখব না!"
একুশ জন প্রকাশকের বেশির ভাগই বলেছে, ১৫ হাজার টাকা দিলে বই ছাপবে!
প্রদীপ বলল, "দোস্ত আমি ৫০% দেই, তুই ৫০% দে! তবুও আমরা বই ছাপবই। একটা সময় আসবে এই প্রকাশকরা তোর পান্ডুলিপির জন্য লাইনে দাঁড়াবে, দেখিস! বলে রাখলাম!"
প্রদীপের 'দেখিস' আর আমাদের জীবনে আসে নি!
আমি তাকে বললাম, নিজেদের টাকায় বই ছাপব তো অন্যের প্রকাশনীর নামে ছাপব কেন? আমরা নিজেরা একটা প্রকাশনী খুলে নিয়ে বই প্রকাশ করি!
প্রদীপ এবার হাউ মাউ করে কানল! আনন্দে সে উদ্বেল! চোখ মুছতে মুছতে বলল, দোস্ত গারো ভাষায় নাম হবে প্রকাশনীর!
আমি বললাম, গুড আইডিয়া। আমরা নাম খুঁজছি! যুতসই নাম পাওয়া যাচ্ছিল না।
পরে আমি নাম দিলাম, 'আদিবাসী প্রকাশনী'।
বইটির নাম ছিল "ভালোবাসায় শরীরের গন্ধ পাই"
প্রদীপ বলল, নাম টা অনেক লম্বা হয়ে যায়। এর চেয়ে যদি তোর একটা কবিতা "ধর্ষিতা শালবন" কবিতার নামে হয়, চলবে ভাল। আমরা হাই ফাইভ করে নাম ঠিক করলাম।

আজকের কাগজের প্রদীপের আরেক সহকর্মী বইটির প্রচ্ছদ করে দিলেন।
আমি আবার বেঁকে বসলাম। আর বই করব না।
গ্রামের বাড়ি গিয়ে চুপ করে বসে থাকলাম।
প্রদীপ বন্ধুদের নিয়ে সেখানে বইয়ের প্রচ্ছদ নিয়ে হাজির!
১৯৯৭ কিংবা ৯৮ সাল একুশের বই মেলায় 'আদিবাসী প্রকাশনী' থেকে 'ধর্ষিতা শালবন' প্রকাশিত হল।
এর কয়েক বছর পর আমার অনুজপ্রতীম কমল কর্নেল চিসিম পরমা প্রকাশনী নামে আরেক টি প্রকাশনী সংস্থা খুলে বসল।
একটা বই প্রকাশ করতে কত হয়রানির শিকার হতে হত আজ থেকে ২১ বছর আগেও!
এখন আমাদের অনেক প্রকাশনী সংস্থা আছে - চিবিমা, দাকবেয়াল, থকবিরিম।
কোথাও কোথাও দেখলাম লেখা আদিবাসীদের একমাত্র প্রকাশনী। আবার কেউ কেউ লিখলেন অমুক প্রকাশনীই প্রথম!
আমার অনেক আগে প্রশান্ত জ্যাম্বল, নিতিশ কে দ্রং, জেমস জর্ণেশ চিরান স্যার, সুভাষ সাংমা, সঞ্জীব দ্রং প্রমূখ বই প্রকাশ করেছেন।
কে প্রথম, কে দ্বিতীয় এসব না ভেবে সামনে এগিয়ে যাই। ভালো কাজকে উৎসাহিত করি। তবে ইতিহাস জেনে রাখলে ভাল।

সাত
একবার প্রদীপকে নিয়ে মধুপুরের শালবনে গেলাম। বনে বনে ঘুরলাম। লতাদির বাগদান অনুষ্ঠানে নিয়ে গেলাম। প্রদীপ সেখানে 'আইও ম গিসিক রাআতা আব্রি সিমব্রি গিপাখো ..। ' গারো গান গেয়ে হাজার মানুষকে মাতিয়েছিল। আমার সেদিনের দৃশ্য টা এখনও চোখে লেগে আছে।
এই আমার বন্ধু প্রদীপ। আমার বন্ধু প্রদীপ ফেইসবুকে নেই। শুনেছি সে নারায়নগঞ্জের কোন এক হাইস্কুলে শিক্ষকতা করে। আমি তাঁর সাথে কানেক্ট হতে চাই, তাঁর সাথে কথা বলতে চাই। তাঁর সন্ধান চাই।
এই লোকটির কাছে আমার অনেক ঋণ। দেশে আসলে তার গানের এ্যালবাম আমি বাজারে নিয়েই ছাড়ব ইনশাল্লাহ!



২৫ জানুয়ারি, ২০১৮

পুনশ্চঃ আজ ২ রা মার্চ বন্ধু প্রদীপ কুমার সরকারকে খুঁজে পেলাম, অনেক কথা বললাম সেলফোনে ৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'মধুপুর সরকারী কলেজঃ অবসরকালে যেমন কেউ বিদায় দেন না,তেমনি কেউ বিদায় পান না' - এমনই হৃদয় বিদারক স্ট্যাটাস অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীনের, নেট দুনিয়ায় তোলপাড়

জেফিরাজ দোলন কুবি, ময়মনসিংহ থেকে 'মধুপুর সরকারী কলেজঃ অবসরকালে যেমন কেউ বিদায় দেন না, তেমনি কেউ বিদায় পান না' - এমনই হৃদয় বিদারক ফেইসবুক স্ট্যাটাস ঝড় তুলেছে নেট দুনিয়ায়! মধুপুর সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন-এর স্ট্যাটাসে ঐ কলেজের কিছু বর্তমান, প্রাক্তন কলেজ শিক্ষক এবং ছাত্র - ছাত্রীরা কমেন্ট করেছেন। কেউ কেউ দুঃখ প্রকাশ করেছেন। সেখানে কিছু অভিভাবকগণও তাঁদের অভিমত প্রকাশ করেছেন। সব মিলিয়ে ঠিক মোক্ষম সময়ে স্ট্যাটাসটি সবার মনে এবং হৃদয়ে দাগ কাটতে পেরেছে মনে করছেন সবাই। অনেকে একে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন। যিনি স্ট্যাটাস দিয়েছেন, তিনি ঐ কলেজের সহকারী অধ্যাপক (অবসর প্রাপ্ত), ইতিহাস বিভাগ। তিনি ৪০ বছরেরও অধিক সময় ধরে কাজ করছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র করেস্পন্ডেন্ট হিসেবে। লেখাটি গুরুত্ব পেয়েছে এই কারণেও। স্ট্যাটাসে তিনি লিখেন, " টাঙ্গাইলের মধুপুর সরকারি কলেজ (বর্তমানে) এমন একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেখানকার শিক্ষক এবং স্টাফরা অবসরে গেলে কেউ কাউকে কখনো বিদায় সংবর্ধনা দেন না এবং প্রতিদানে কেউ সংবর্ধনা পান না! এজন্য অধ্যক্ষদের ভাগ্য...

নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিলেন সিমব্রি অর্ণি সাংমা

জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে,  বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র‍্যাংক-এ সুযোগ পেলেন।      বাবা-মা ও বোনদের সাথে  অর্ণি  নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে।     গারোদে র পোশাক পরতে ভালোবাসেন  অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...

আমার দেখা একজন সাদা মানুষ

  In Memory of Hon'ble State Minister for Social Welfare Affairs, late Pa Advt Promod Mankin MP. Rest in peace Sir... প্রাক কথন কলেজ জীবন শুরু করার আগে আমার শৈশব, কৈশোর এবং যৌবনে দেখা একজন অসাধারণ মানুষকে নিয়ে কবিতা লেখা শুরু করেছিলাম! সে লেখা আজও শেষ করতে পারি নি। ইচ্ছে করত একটা সাদামাঠা সে কবিতা হবে, হয় নি। আজ আবার সেই মানুষটাকেই নিয়ে লিখছি। একদম সাদা - রঙহীন, গন্ধহীন, রসহীন হবে সে লেখা। লেখায় রঙ চং রাখতে চাই না। আমার কাছে থেকে, দূরে থেকে দেখা না দেখা কিছু কথা। একান্ত ব্যক্তিগত কিছু নিরীক্ষণ থেকে। এক তখন দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণীতে পড়ি। জীবনে প্রথম তাঁকে দেখেছি! বাবা বললেন, "তোমার ফাজং (জ্যাঠা), সালাম করো।" যে লোকটাকে কখনো দেখিই নি, তাঁকে ঝুপ করে সালাম করাটা কিছুটা কষ্টেরই ছিল বটে আমার জন্য। তাই আমি "নমস্কার আংকেল, কেমন আছেন?" বলে কেটে পড়তে চাইলাম। "ভাল, তুমি কেমন আছ? তুমি তো খুব সুন্দর করে নমস্কার দিতে পারো বাবা। কি নাম তোমার?" আরও কিছু কথা চলল। তারপর তিনি বললেন, "তুমি তো খুব সুন্দর করে বাংলা বল! তোমাকে আমার পছন্দ হয়েছে। দেখো, আমা...

সর্বাধিক পাঠ করা লেখা

নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিলেন সিমব্রি অর্ণি সাংমা

জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে,  বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র‍্যাংক-এ সুযোগ পেলেন।      বাবা-মা ও বোনদের সাথে  অর্ণি  নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে।     গারোদে র পোশাক পরতে ভালোবাসেন  অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...

নজরুল বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিলেন ১১ মেধাবী গারো শিক্ষার্থী

ফৈবি কুবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়ে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার জায়গা করে নিয়েছেন ১১ জন গারো কৃতি শিক্ষার্থী। তাঁরা ২০২০-২০২১ সেশনে ভর্তি হবেন। ডেলা চিরান দৃষ্টি মানখিন যারা বিভিন্ন বিষয়ে পড়ার যোগ্যতা অর্জন করলেন তারা হলেন : দৃষ্টি মানখিন (নৃবিজ্ঞান), জেসিকা নকরেক স্বস্তি(আইন), পাপিয়া চিছাম(আইন), ডেলা চিরান (ফিন্যান্স), রিংচি মৃঃ (একাউন্টিং), স্পন্দন রেমা( কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), ইফ্রোইম রেমা (কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), নিঃস্ব রংদী( অর্থনীতি), রুদ্র ম্রং( সমাজবিজ্ঞান), ইসুদুর পল রংদী(পপুলেসন সাইন্স) এবং সাগাল সিমসাং(দর্শন)। পুনশ্চঃ সবার ছবি পাওয়া যায় নি। পাওয়া মাত্র আমরা সবার ছবি দিয়ে দিব ... সংবাদ টি শেয়ার করে বন্ধু - স্বজনদের জানিয়ে দিন

ময়মনসিংহ-হালুয়াঘাটে ২ গারো আদিবাসী ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকারঃ ধর্ষকেরা এখনও ধরা ছোঁয়ার বাইরে

ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক,  গত ৩০ ডিসেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের গাজিরভিটা ইউনিয়নে দুইজন গারো আদিবাসী ছাত্রী গণ ধর্ষণের শিকার হয়েছে।  ধর্ষিতা ছাত্রীদের বয়স ১৩-১৪ হবে।  জানা গেছে বিয়ের অনুষ্ঠান শেষে রাতের বেলা বাড়ি ফেরার পথে ঐ দুই জন স্কুল ছাত্রী ছয় বখাটে যুবকদের দ্বারা ধর্ষণের শিকার হয়।  ধর্ষকদের একজনের নাম মোঃ রিয়াদ বলে জানা গেছে। রিয়াদ কচুয়াকুড়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল মান্নানের পুত্র এবং বাকী ৫ জন ধর্ষক রিয়াদের বন্ধু বলে জানা গেছে।  এদের বয়স ২০-২৫ এর মধ্যে হবে বলে জানা গেছে।  হালুয়াঘাট থানার ওসি জানিয়েছেন, তাঁরা আসামীদের খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনবেন।  তবে এলাকাবাসী বলছেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সামাজিক এবং ছাত্র সংগঠনগুলো এখনও অনেক টা নীরব। এই সংগঠনগুলো প্রতিবাদ করলেই কেবল ধর্ষকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা যাবে বলে তাঁরা মনে করছেন।  বাগাছাস-গাসু-টিডব্লিওএ এর নেতাদের নীরবতায় হতাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সেরেজিং সাংমা(ছদ্মনাম) তাঁর ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করে বলেন, "বাগাছাস...