দ্য গারো নিউজ টুয়েন্টিফোর সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শালবনে গ্রামীণ ফোনের সি ই ও, নকরেক আইটি ইনস্টিটিউট এবং প্রথম আলো

 নিজস্ব প্রতিবেদক, গায়রা, মধুপুর থেকে   মধুপুর শালবনের ভেতর গায়রা গ্রামে গ্রামীণ ফোন, প্রথম আলো, নকরেক আইটি এবং এলাকাবাসীর একটি পরামর্শ  সভা অনুষ্ঠিত হয়েছে। পরামর্শ সভায় গ্রামীণ ফোনের সি ই ও  ইয়াসির আজমান  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে নকরেক আইটির সিইও সুবীর জেভিয়ার নকরেক সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নকরেক আইটির এন্ড্রয়েড ডেভেলপমেন্ট - এর মেন্টর জেস এন্ড্রোজ।  অনুষ্ঠানের শুরুতে প্রধান এবং বিশেষ অতিথিদের গারো নৃত্য শিল্পীরা নেচে গেয়ে বরণ করে নেন। প্রধান অতিথি , বিশেষ অতিথি এবং নকরেক আইটির সি ই ও কে গারোদের খুথুপ পরিয়ে সর্বোচ্চ সম্মান জানান হয়।      গ্রামীণ ফোন এবং প্রথম আলোকে সাথে পেয়ে শালবনে গারো আদিবাসীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সে আনন্দ তাঁরা নেচে - গেয়ে, তাঁদের বক্তব্যে প্রকাশ করেন।  নকরেক আইটির সিইও তার বক্তব্যে বলেন, "৫ বছর আগে যখন নকরেক আইটি ইনস্টিটউট শুরু করি, তখন এত কিছু ছিল না। কাজ করা এত সহজ ছিল না। গ্রামে এসে নেটওয়ার্ক না পেয়ে যখন মাঠে, ধান্যের খেতে গিয়ে কাজ করতাম তখন অনেকেই ল্যাপটপ নিয়ে শ...

এসএসসি ৯১ ব্যাচ পুণর্মিলনীতে আর্তমানবতার সেবার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে   এসএসসি-৯১ ব্যাচের গারো ছাত্রছাত্রীদের পুণর্মিলনী  ময়মনসিংহের ভাটিকেশরের কারিতাস অফিস প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়।  এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: রুমা রুমঝুম ম্রং ও  সঞ্চালনায় ছিলেন হিল্লোল নকরেক। এসএসসি ১৯৯১ ব্যাচের মান্দি  স্টুডেন্টদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি , নেটওয়ার্ক ও যোগাযোগ বিনিময়ের মাধ্যমে সকলকে একত্রিত করে যাতে  আর্তমানবতার সেবা করা যায় সেজন্য এসএসসি'৯১ ব্যাচ পুণর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সকলে রুপকল্প তৈরির  উদ্দেশ্যে  একটা এভহক কমিটি গঠন করে।  সকলের সম্মতিক্রমে ডা: রুমা রুমঝুম ম্রংকে আহ্বায়ক করে মোট ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয় ও যেখানে অন্যান্য সদস্যরা হলেন কাজল দ্রং,  ইঞ্জিনিয়ার অন্ত ঘাগ্রা,  ব্রিজেট চাম্বুগং,  মনোরমা রেমা,  জেফিরাজ  দোলন কুবি,  টার্সিসিউস জেংচাম।

সর্বাধিক পাঠ করা লেখা

নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিলেন সিমব্রি অর্ণি সাংমা

জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে,  বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র‍্যাংক-এ সুযোগ পেলেন।      বাবা-মা ও বোনদের সাথে  অর্ণি  নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে।     গারোদে র পোশাক পরতে ভালোবাসেন  অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...

নজরুল বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিলেন ১১ মেধাবী গারো শিক্ষার্থী

ফৈবি কুবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়ে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার জায়গা করে নিয়েছেন ১১ জন গারো কৃতি শিক্ষার্থী। তাঁরা ২০২০-২০২১ সেশনে ভর্তি হবেন। ডেলা চিরান দৃষ্টি মানখিন যারা বিভিন্ন বিষয়ে পড়ার যোগ্যতা অর্জন করলেন তারা হলেন : দৃষ্টি মানখিন (নৃবিজ্ঞান), জেসিকা নকরেক স্বস্তি(আইন), পাপিয়া চিছাম(আইন), ডেলা চিরান (ফিন্যান্স), রিংচি মৃঃ (একাউন্টিং), স্পন্দন রেমা( কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), ইফ্রোইম রেমা (কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), নিঃস্ব রংদী( অর্থনীতি), রুদ্র ম্রং( সমাজবিজ্ঞান), ইসুদুর পল রংদী(পপুলেসন সাইন্স) এবং সাগাল সিমসাং(দর্শন)। পুনশ্চঃ সবার ছবি পাওয়া যায় নি। পাওয়া মাত্র আমরা সবার ছবি দিয়ে দিব ... সংবাদ টি শেয়ার করে বন্ধু - স্বজনদের জানিয়ে দিন

ময়মনসিংহ-হালুয়াঘাটে ২ গারো আদিবাসী ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকারঃ ধর্ষকেরা এখনও ধরা ছোঁয়ার বাইরে

ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক,  গত ৩০ ডিসেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের গাজিরভিটা ইউনিয়নে দুইজন গারো আদিবাসী ছাত্রী গণ ধর্ষণের শিকার হয়েছে।  ধর্ষিতা ছাত্রীদের বয়স ১৩-১৪ হবে।  জানা গেছে বিয়ের অনুষ্ঠান শেষে রাতের বেলা বাড়ি ফেরার পথে ঐ দুই জন স্কুল ছাত্রী ছয় বখাটে যুবকদের দ্বারা ধর্ষণের শিকার হয়।  ধর্ষকদের একজনের নাম মোঃ রিয়াদ বলে জানা গেছে। রিয়াদ কচুয়াকুড়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল মান্নানের পুত্র এবং বাকী ৫ জন ধর্ষক রিয়াদের বন্ধু বলে জানা গেছে।  এদের বয়স ২০-২৫ এর মধ্যে হবে বলে জানা গেছে।  হালুয়াঘাট থানার ওসি জানিয়েছেন, তাঁরা আসামীদের খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনবেন।  তবে এলাকাবাসী বলছেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সামাজিক এবং ছাত্র সংগঠনগুলো এখনও অনেক টা নীরব। এই সংগঠনগুলো প্রতিবাদ করলেই কেবল ধর্ষকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা যাবে বলে তাঁরা মনে করছেন।  বাগাছাস-গাসু-টিডব্লিওএ এর নেতাদের নীরবতায় হতাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সেরেজিং সাংমা(ছদ্মনাম) তাঁর ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করে বলেন, "বাগাছাস...