নিজস্ব প্রতিবেদক, গায়রা, মধুপুর থেকে মধুপুর শালবনের ভেতর গায়রা গ্রামে গ্রামীণ ফোন, প্রথম আলো, নকরেক আইটি এবং এলাকাবাসীর একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। পরামর্শ সভায় গ্রামীণ ফোনের সি ই ও ইয়াসির আজমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে নকরেক আইটির সিইও সুবীর জেভিয়ার নকরেক সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নকরেক আইটির এন্ড্রয়েড ডেভেলপমেন্ট - এর মেন্টর জেস এন্ড্রোজ। অনুষ্ঠানের শুরুতে প্রধান এবং বিশেষ অতিথিদের গারো নৃত্য শিল্পীরা নেচে গেয়ে বরণ করে নেন। প্রধান অতিথি , বিশেষ অতিথি এবং নকরেক আইটির সি ই ও কে গারোদের খুথুপ পরিয়ে সর্বোচ্চ সম্মান জানান হয়। গ্রামীণ ফোন এবং প্রথম আলোকে সাথে পেয়ে শালবনে গারো আদিবাসীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সে আনন্দ তাঁরা নেচে - গেয়ে, তাঁদের বক্তব্যে প্রকাশ করেন। নকরেক আইটির সিইও তার বক্তব্যে বলেন, "৫ বছর আগে যখন নকরেক আইটি ইনস্টিটউট শুরু করি, তখন এত কিছু ছিল না। কাজ করা এত সহজ ছিল না। গ্রামে এসে নেটওয়ার্ক না পেয়ে যখন মাঠে, ধান্যের খেতে গিয়ে কাজ করতাম তখন অনেকেই ল্যাপটপ নিয়ে শ...
জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে, বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র্যাংক-এ সুযোগ পেলেন। বাবা-মা ও বোনদের সাথে অর্ণি নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে। গারোদে র পোশাক পরতে ভালোবাসেন অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...