নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে
এসএসসি-৯১ ব্যাচের গারো ছাত্রছাত্রীদের পুণর্মিলনী ময়মনসিংহের ভাটিকেশরের কারিতাস অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: রুমা রুমঝুম ম্রং ও সঞ্চালনায় ছিলেন হিল্লোল নকরেক। এসএসসি ১৯৯১ ব্যাচের মান্দি স্টুডেন্টদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি , নেটওয়ার্ক ও যোগাযোগ বিনিময়ের মাধ্যমে সকলকে একত্রিত করে যাতে আর্তমানবতার সেবা করা যায় সেজন্য এসএসসি'৯১ ব্যাচ পুণর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সকলে রুপকল্প তৈরির উদ্দেশ্যে একটা এভহক কমিটি গঠন করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting