শুভজিত সাংমা, সাবেক নকমা, ঢাকা ওয়ানগালা এক কথায় আছে "সাহস হলো লক্ষী", আমরা এই কথা ভুলেই বসেছিলাম। আমাদের মধুপুরের মানুষদের একসময় মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন পরেশ মৃ, তারি ধারাবাহিকতায় মি. বেনেডিক্ট মাংসাং বৃহত্তর ৯ নং অরনখোলায় গারো-বাংগালীদের ভোটে বিপুল জয় নিয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছিলেন। অনেক বাধা-বিপত্তি, হুমকি-ধামকি উপেক্ষা করেও তিনি সেরা চেয়ারম্যানের তকমা পেয়েছিলেন। দুই এরপর চলেশ রিছিলের মত সাহসী নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আরেক তরুন, সাহসী, চৌকস এবং দক্ষ নেতা বাবুল ডি' নকরেক আমাদের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন । বিশ্বাস করি দেশে থাকলে উনি অবশ্যই এতদিনে এমপি ইলেকশন করতেন। এই পোস্টে নির্বাচন করারমত সবকিছুই উনার ছিলো। আরেক অতি তরুন যুবা Alik Mree বাম দলের হয়ে টাংগাইল-১ আসনে এমপি নির্বাচন করার জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন। আমরা তাকেও সাধুবাদ জানিয়েছিলাম। যে কোন পরিস্থিতিতে আমাদের যুবকদের এই ধরনের সিদ্ধান্তকে আমরা উৎসাহিত করি। এবারও তার ব্যত্যয় নয়, এই পথে শাওন রুগা অগ্নিস্ফুলিঙ্গ। আমরা তার এই সাহসী সিদ্ধান্তকে সাদরে গ্রহন করছি।...
জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে, বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র্যাংক-এ সুযোগ পেলেন। বাবা-মা ও বোনদের সাথে অর্ণি নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে। গারোদে র পোশাক পরতে ভালোবাসেন অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...