জেফিরাজ দোলন কুবি, ময়মনসিংহ থেকে
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পশ্চিম গোবড়াকুড়া গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল সিলভানুস ঘাগ্রার ছেলে সোহাগ দাজেল জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অনেকদিন। তাঁর দুটো কিডনীই অকেজো। সোহাগ দাজেল বাঁচতে চান। কিন্তু চাইলেই তো আর সব পেয়ে যাচ্ছেন না! মানুষের জীবন এরকমই। এই ভাল, আবার এই খুব ভয়াবহ খারাপ! টগবগে তরুণ সোহাগ এখন বিছানায় শুয়ে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। কি করুন এক নিয়তি! এমন নিয়তি যে কারোর জীবনেই নেমে আসতে পারে, আর এই সময়ই আমরা মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারি , পাশে দাঁড়াতে পারি সোহাগ এবং তাঁর পরিবারের পাশে!
কিন্তু সোহাগ দাজেল এই নিয়তিকে জয় করতে চান, আরও কিছুদিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চান তাঁর ছোট্ট সন্তানের জন্য, প্রিয়তমা স্ত্রীর জন্য, পাড়া-প্রতিবেশীর জন্য। এজন্য দরকার অনেক টাকা! অনেক মানুষের ভালোবাসা, একটু সহযোগিতা, সহমর্মিতা। সোহাগ দাজেলের বিশ্বাস, তাঁকে নিয়ে দুই - চার লাইন কোন পত্রিকায় লেখা হলে মানুষ অবশ্যই তাঁকে সহযোগিতা করবে। "মানুষের মানুষের জন্য" ভূপেন হাজারিকার কালজয়ী এই গান সোহাগ দাজেলের অসম্ভব প্রিয়। তাঁর বিশ্বাস, মানুষ অবশ্যই তাঁর দুর্দিনে পাশে দাঁড়াবেন! আসুন আমরা সোহাগ দাজেলের এই বিশ্বাসকে মিথ্যে হতে না দেই! তাঁর প্রতিবার কিডনি ডায়োলসিসে খরচ হয় প্রায় ১১ হাজার টাকা। এ পর্যন্ত ২৩ বার কিডনী ডায়োলোসিস করানোতে হয়েছে। আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় ৩ লক্ষ টাকা অর্থের যোগান দিতে হয়েছে তার দরিদ্র পরিবারকে। কিডনি প্রতিস্থাপনই একমাত্র চিকিৎসা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকগণ। রক্তের গ্রুপের মিল থাকায় তার স্ত্রী মৌটুসী মানখিন তাঁর রুগ্ন স্বামীর জীবন বাচাঁতে কিডনী দান করতে ইচ্ছুক। কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য দরকার প্রায় ১১ লক্ষ টাকা যা বহনের ক্ষমতা তাঁর দরিদ্র পরিবারের নেই। তার পিতা অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল সিলভানুস ঘাগ্রা জানান,"আমার রক্তের গ্রুপের সাথে মিল থাকায় আমি নিজেই আমার একটি কিডনি দিয়ে আমার সন্তানকে বাচাঁতে চেয়েছিলাম কিন্ত আমার হার্টের সমস্যা থাকায় চিকিৎসকগণ আমার কিডনি নিতে রাজী হননি। তাছাড়া কিডনি প্রতিস্থাপনের ব্যয় ভার বহন করার সামর্থ্য এই মুহুর্তে আমাদের পরিবারের নেই" এই বলে ডুকরে কেঁদে উঠেন সোহাগ দাজেলের বাবা সিলভানুস ঘাগ্রা। সোহাগের অসহায় পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল সোহাগের ছেলেকে কোলে নিয়ে এভাবেই ডুকরে কেঁদে উঠলেন
সোহাগ ও তাঁর পরিবারের সকলে বিশ্বাস করেন একমাত্র সৃষ্টিকর্তা দয়া এবং মানুষের সহযোগিতায়ই পারে সোহাগের জীবন বাচাঁতে। "অল গারোস ফ্যামিলি" সোহাগের জন্য অনুদান তোলার চেষ্টা করছে।
সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর:
01914-138273 ( সোহাগ দাজেল এর পিতা সিলভানুস ঘাগ্রার বিকাশ নম্বর)
অথবা,
অল গারোস ফ্যামিলি 01821- 674006 ( বিকাশ)
01821- 674006 (নগদ)
আসুন সবাই সংবাদ টি শেয়ার করে সোহাগের পাশে থাকি ...
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পশ্চিম গোবড়াকুড়া গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল সিলভানুস ঘাগ্রার ছেলে সোহাগ দাজেল জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অনেকদিন। তাঁর দুটো কিডনীই অকেজো। সোহাগ দাজেল বাঁচতে চান। কিন্তু চাইলেই তো আর সব পেয়ে যাচ্ছেন না! মানুষের জীবন এরকমই। এই ভাল, আবার এই খুব ভয়াবহ খারাপ! টগবগে তরুণ সোহাগ এখন বিছানায় শুয়ে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। কি করুন এক নিয়তি! এমন নিয়তি যে কারোর জীবনেই নেমে আসতে পারে, আর এই সময়ই আমরা মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারি , পাশে দাঁড়াতে পারি সোহাগ এবং তাঁর পরিবারের পাশে!
কিন্তু সোহাগ দাজেল এই নিয়তিকে জয় করতে চান, আরও কিছুদিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চান তাঁর ছোট্ট সন্তানের জন্য, প্রিয়তমা স্ত্রীর জন্য, পাড়া-প্রতিবেশীর জন্য। এজন্য দরকার অনেক টাকা! অনেক মানুষের ভালোবাসা, একটু সহযোগিতা, সহমর্মিতা। সোহাগ দাজেলের বিশ্বাস, তাঁকে নিয়ে দুই - চার লাইন কোন পত্রিকায় লেখা হলে মানুষ অবশ্যই তাঁকে সহযোগিতা করবে। "মানুষের মানুষের জন্য" ভূপেন হাজারিকার কালজয়ী এই গান সোহাগ দাজেলের অসম্ভব প্রিয়। তাঁর বিশ্বাস, মানুষ অবশ্যই তাঁর দুর্দিনে পাশে দাঁড়াবেন! আসুন আমরা সোহাগ দাজেলের এই বিশ্বাসকে মিথ্যে হতে না দেই! তাঁর প্রতিবার কিডনি ডায়োলসিসে খরচ হয় প্রায় ১১ হাজার টাকা। এ পর্যন্ত ২৩ বার কিডনী ডায়োলোসিস করানোতে হয়েছে। আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় ৩ লক্ষ টাকা অর্থের যোগান দিতে হয়েছে তার দরিদ্র পরিবারকে। কিডনি প্রতিস্থাপনই একমাত্র চিকিৎসা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকগণ। রক্তের গ্রুপের মিল থাকায় তার স্ত্রী মৌটুসী মানখিন তাঁর রুগ্ন স্বামীর জীবন বাচাঁতে কিডনী দান করতে ইচ্ছুক। কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য দরকার প্রায় ১১ লক্ষ টাকা যা বহনের ক্ষমতা তাঁর দরিদ্র পরিবারের নেই। তার পিতা অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল সিলভানুস ঘাগ্রা জানান,"আমার রক্তের গ্রুপের সাথে মিল থাকায় আমি নিজেই আমার একটি কিডনি দিয়ে আমার সন্তানকে বাচাঁতে চেয়েছিলাম কিন্ত আমার হার্টের সমস্যা থাকায় চিকিৎসকগণ আমার কিডনি নিতে রাজী হননি। তাছাড়া কিডনি প্রতিস্থাপনের ব্যয় ভার বহন করার সামর্থ্য এই মুহুর্তে আমাদের পরিবারের নেই" এই বলে ডুকরে কেঁদে উঠেন সোহাগ দাজেলের বাবা সিলভানুস ঘাগ্রা। সোহাগের অসহায় পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল সোহাগের ছেলেকে কোলে নিয়ে এভাবেই ডুকরে কেঁদে উঠলেন
সোহাগ ও তাঁর পরিবারের সকলে বিশ্বাস করেন একমাত্র সৃষ্টিকর্তা দয়া এবং মানুষের সহযোগিতায়ই পারে সোহাগের জীবন বাচাঁতে। "অল গারোস ফ্যামিলি" সোহাগের জন্য অনুদান তোলার চেষ্টা করছে।
সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর:
01914-138273 ( সোহাগ দাজেল এর পিতা সিলভানুস ঘাগ্রার বিকাশ নম্বর)
অথবা,
অল গারোস ফ্যামিলি 01821- 674006 ( বিকাশ)
01821- 674006 (নগদ)
আসুন সবাই সংবাদ টি শেয়ার করে সোহাগের পাশে থাকি ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting