নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহের ভাটিকেশরে টিডব্লিউএ কেন্দ্রীয় কমিটির মিলনায়তন কক্ষে রক্তদানের উদ্দেশ্যে গঠিত মান্দিভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন অনলাইন ব্লাড ডোনার টীমের স্বেচ্ছাসেবকদের সমাবেশ ও সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কাজল চিসিম এবং সঞ্চালনায় ছিলেন সাগর চিসিক। সমাবেশে উপস্থিত ছিলেন অনলাইন ব্লাড ডোনার টীমের উপদেষ্টা দুলেন্দ্র ঘাগ্রা, জেফিরাজ দোলন কুবি এবং কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ: বিহন চিসিম (ল্যাব টেকনেশিয়ান) , মার্ক শুভ(ল্যাব টেকনেশিয়ান), তনু রিছিল (ল্যাব টেকনেশিয়ান), মনির সিএইচ সাংমা ( সহ সম্পাদক), মঞ্জু সাংমা( অর্থ সম্পাদক ), সুস্ময় নকরেক( দপ্তর সম্পাদক), থিওফিল ( সহ দপ্তর সম্পাদক), সুমন চাম্বুগং, পল্লব চিসিম, চিসিম লর্ড রাংসা, সন্জয় এস স্নাল, সমীর চিরান, সহ জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ ও বিভিন্ন কলেজের অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী। সভায় অনলাইন ব্লাড ডোনার টীমের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, হালুয়াঘাট উপজেলার কালিনীকানদা ও সুনামগন্জে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন করার স্বিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে, বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র্যাংক-এ সুযোগ পেলেন। বাবা-মা ও বোনদের সাথে অর্ণি নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে। গারোদে র পোশাক পরতে ভালোবাসেন অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...