নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহের ভাটিকেশরে টিডব্লিউএ কেন্দ্রীয় কমিটির মিলনায়তন কক্ষে রক্তদানের উদ্দেশ্যে গঠিত মান্দিভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন অনলাইন ব্লাড ডোনার টীমের স্বেচ্ছাসেবকদের সমাবেশ ও সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কাজল চিসিম এবং সঞ্চালনায় ছিলেন সাগর চিসিক।
সমাবেশে উপস্থিত ছিলেন অনলাইন ব্লাড ডোনার টীমের উপদেষ্টা দুলেন্দ্র ঘাগ্রা, জেফিরাজ দোলন কুবি এবং কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ: বিহন চিসিম (ল্যাব টেকনেশিয়ান) , মার্ক শুভ(ল্যাব টেকনেশিয়ান), তনু রিছিল (ল্যাব টেকনেশিয়ান), মনির সিএইচ সাংমা ( সহ সম্পাদক), মঞ্জু সাংমা( অর্থ সম্পাদক ), সুস্ময় নকরেক( দপ্তর সম্পাদক), থিওফিল ( সহ দপ্তর সম্পাদক), সুমন চাম্বুগং, পল্লব চিসিম, চিসিম লর্ড রাংসা, সন্জয় এস স্নাল, সমীর চিরান, সহ জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ ও বিভিন্ন কলেজের অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী।
সভায় অনলাইন ব্লাড ডোনার টীমের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, হালুয়াঘাট উপজেলার কালিনীকানদা ও সুনামগন্জে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন করার স্বিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting