পিটারসন কুবি পিটার,
নেত্রকোণা, কলমাকান্দার বরুয়াকোনা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মিসেস প্রীতিলতা কুবিকে আজ সকালে হত্যা চেষ্টা করা হয়েছে।
চিকনটুপ গ্রামের (বিজিবি ক্যাম্পের উত্তরে) বখাটে ছেলে রাব্বী ও তার মা সালেহা খাতুন শিক্ষিকার ঘরে ঢুকে সজোরে ঘরের ওয়ালে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর তাঁকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে।
আক্রমণের শিকার স্কুল শিক্ষিকা আহত হয়ে অজ্ঞান হয়ে গেলে তারা শিক্ষিকাকে মৃত ভেবে পালিয়ে যায়।
সে সময় কান্দাপাড়া গ্রামের বাড়ীতে শিক্ষিকা একা ছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে আজকে কলমাকান্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত শিক্ষিকা লিংকন নংউড়া, কণা কুবি, হিমেল কুবির মা। তিনি কলমাকান্দা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।
এমন ঘটনায় এলাকাবাসী হতভম্ব! এলাকার জনপ্রিয় শিক্ষিকা ও সমাজকর্মীর উপর হত্যা চেষ্টার এমন হামলায় নিন্দা প্রকাশ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ। সেই সাথে অপরাধীদের শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন।
খবরটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় বয়ে যায়।
তদন্তের জন্য পুলিশের একটি দল এখন ঘটনাস্থলে আছে বলে জানা গেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting