সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিংবা সেলিব্রেটি হওয়ার দৌড়ে আমাদের মান্দি ছেলেমেয়েরাও এখন আর পিছিয়ে নেই! যুগের সাথে তাল মিলিয়ে একজন সফল ইউটিউবার হওয়ার স্বপ্নে বিভোর এমন স্বপ্নবাজ এবং সম্ভাবনাময় এক তরুণের নাম তন্ময় ম্রং। খুব সাধারণ, নিম্নবিত্ত পরিবারের ছেলে। কিন্তু সামাজিক মাধ্যমে আগ্রহের অন্ত নেই তাঁর। হতে চান একজন সফল ইউটিউবার। তাঁর সাথে আমাদের সিনিয়র প্রতিবেদক তপন হাগিদক-এর সাথে কথা হয়। আলোচনার কয়েকটি চুম্বক অংশগুলো পাঠকদের জন্য তুলে ধরা হল।
তন্ময় ম্রংপ্রশ্নঃ তন্ময় নিশ্চয় ভালো আছো, প্রথমেই জানতে চাইবো, এতকিছু থাকতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেইসবুকে ভিডিও তৈরী করে আপলোড করায় কেন আগ্রহ জাগলো? - হ্যা, ভালো আছি। আমি আসলে যখন ফেইসবুকে হোম স্ক্রল করি তখন অনেক ভিডিও দেখতে পাই। কোন টা ফানি ভিডিও, কোনোটা মিউজিক ভিডিও। আরও কত কী!
তারপর শুনলাম ভিডিও আপলোড করে নাকি টাকাও উপার্জন করা যায়, সহজে সেলেব্রিটি হওয়া যায় --- এই সুযোগ তো আমিও নিতে পারি তাই নয় কী? তাই সিদ্ধান্ত নিলাম আমিও ভিডিও বানাই। সেটা ভালো হোক আর মন্দ হোক, ভিউ তো আসবেই। তার জন্যে আমি ইউটিউব দেখে দেখে শেখার চেষ্টা করছি। ভিডিও বানাচ্ছি, লাইক শেয়ার প্রচুর পাচ্ছি কুড়ি হাজার প্লাস সাবস্ক্রাইবার পেয়েও গেছি হা হা হা। এটা মানসিক শান্তি। যদি সফল হই....
তন্ময় ম্রং এর তৈরী ফানি ভিডিও
প্রশ্নঃ আমার জানামতে এসবে সফলতার সুযোগ খুবই কম। তাছাড়া পড়াশুনোয় ব্যাঘাত ঘটে না?
- অলরেডি তো পড়াশোনাই বাদ দিয়েছি! কম্পিউটার ইন্জিনিয়ারিংএ পড়ছিলাম সিক্সথ সেমিস্টার। করোনার কারণে বাবা-মার আর্থিক অবস্হার করুন পরিস্থিতিতে ভার্সিটিতে সব মিলে সত্তর হাজারেরও বেশি ডিউ আছে। টাকা দিতে পারিনাই, বিভাগীয় প্রধান স্যারকেও অনুরোধ করে বলেছি কাজ হয় নাই। এখন অবশ্য আশা করা বাদই দিলাম........
এখন ইলেকট্রনিকস এর শো-রুমে সেলসম্যান হিসাবে কাজ করছি। বেতন যা পাই, তার একটা অংশ ফ্যামিলিকে সাপোর্ট দিই। সময় সুযোগ পেলে হাতের কাছে ফোন দিয়েই ভিডিও বানাই এই আর কী। চলছে!
প্রশ্নঃ গ্যাজেট নাই, আর্থিক অবস্হার বেহাল দশা... পড়াশোনাও বন্ধ হয়ে গেছে তারপরেও কেন এই ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেন?
-গরীব ঘরের কেউ বলে যে স্বপ্ন দেখা যাবে না তা নয়। যাই বানাই, কোয়ালিটি কন্টেন্ট হয়ত না, কিন্তু মানুষ তো দেখছে! আরও ভিডিও বানাবো, বানিয়েই যেতে চাই। মানুষ জন দেখছে, সাবস্ক্রাইবার বাড়ছে... আমাকেও অনেক মানুষ চিনছে...। কেউ যদি কোন ট্রেইনিং কোর্সের সুযোগ দিত ভালো হত... গ্যাজেটস দিলে তো মহা খুশী হতাম.... হাহাহা।
প্রশ্নঃ তোমার ভিউয়ার্স, কোন অভিভাবক কিংবা শুভাকাঙ্ক্ষী কেউ কী আগ্রহ দেখিয়েছে তোমাকে নিয়ে?
- আমার ভিউয়ার্স মূলত ইন্ডিয়ান গারোরা। দেশের মান্দিরাও কমবেশি দেখেন। আমি মান্দি ভাষায় ব্লগ আর ফানি ভিডিও বানাই... গুগল এডসেন্সও পেয়েছি কিন্তু গ্যাজেট আর আর্থিক অবস্থা ভালো না। একজন দাদা আমার সাথে কাজ করবে, আমাকে সহযোগিতা দিবে বলে কল দিয়েছিলেন পরে আর তিনি কিছু জানান নি, হয়ত ব্যস্ত......
এভাবেই চলছে।
তাছাড়া আমি তৌহিদ আফ্রিদি (বাংলাদেশি ইউটিউবার) দেখে ইন্সপায়ার্ড হয়েছি। ওদের মত যদি কোনদিন হতে পারতাম...এরকম স্বপ্ন দেখি।
প্রশ্নঃ এবার বলো তোমার ফিউচার প্ল্যান সম্পর্কে একটু সংক্ষেপে জানতে চাই?
- আমার ফিউচার প্ল্যান হল মান্দিদের মধ্যে একজন সফল ইউটিউবার হওয়া। পারলে পড়াশোনা শেষ করা (যদিও এখন হয়ত সম্ভব না, চেষ্টা করছি) টাকা, পরিবার... কত ঝামেলা
এইরকম নানান দোলাচলে ভাসছি...
তন্ময়ের চোখে, মুখে একটু হতাশার ছাপ স্পষ্ট হয়।
প্রশ্নঃ তন্ময় তোমাকে ধন্যবাদ সময় দেবার জন্য...
- তোমাকেও ধন্যবাদ। সাক্ষাতকার তো নিলেন, যদি সুযোগ থাকে আমার ইউটিউব চ্যানেল লিংকটাও প্রমোট করে দিতেন মসা.....হাহাহা
প্রশ্নঃ হ্যা, নিশ্চয়ই। আমার কোন কৃপণতা নেই। সম্পাদক মহাশয়কে লিংক ছবি সহ পাঠিয়ে দিবো...
তন্ময় ম্রং এর ফেইসবুক পেইজ দেখতে এখানে ক্লিক করুন।
তাঁর মজার মজার ভিডিও দেখতে, তাঁর ইউটিউব চ্যানেল ঘুরে আসতে এখানে ক্লিক করুন।
আসুন এই স্বপ্নবাজ গারো তরুণের ফেইসবুক পেইজ-এ একটা লাইক দেই। ইউটিউবে চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করি।
পুনশ্চঃ দ্য গারো নিউজ টুয়েন্টি ফোর তন্ময় ম্রংদের মত সম্ভাবনাময়ী তরুণ - তরুণীদের নিয়ে বেশি করে লিখতে চায়, তাঁদের উৎসাহিত করতে চায়। এঁদের নিয়ে লেখা ফিচার, নিউজ, মিনি সাক্ষাৎকারগুলো শেয়ার দিয়ে উৎসাহিত করুন, প্লিজ!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting