দ্য গারো নিউজ ২৪ ডেস্ক,
এক
আমাদের দেশে কোন স্কুল-কলেজ - বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমরা 'স্যার' বলে সম্বোধন করে থাকি। ফলে প্রত্যেক শিক্ষক মাত্রই আমাদের স্যার। যেমনঃ অনুপ স্যার, বিনয় স্যার, অতুল স্যার, স্যার বাবুল।
স্যার ফজলে আবেদলক্ষ করুন, 'স্যার' শব্দটি নামের পরে বসেছে। কিন্তু আমরা যদি স্যার অনুপ, স্যার বিনয়, স্যার অতুল বলি তবে তা ভুল হবে। কারণ নামের আগে 'স্যার' শব্দটি শুধুমাত্র তাঁদের নামের পূর্বেই ব্যবহার করা যাবে যারা ইংল্যান্ডের রানি দেওয়া 'নাইট' উপাধি গ্রহণ করবেন। যেমনঃ স্যার ফজলে আবেদ, স্যার আখলাকুর রহমান চৌধুরী। কারণ তাঁরা ইংল্যান্ডের রানির দেওয়া 'নাইট হুড' উপাধি গ্রহণ করেছেন। অন্য কথায় তাঁর নাইট উপাধি অর্জন করেছেন। এটি সর্বোচ্চ সম্মান সূচক উপাধি।
তাই আমাদের সকলের কারো নামের আগে 'স্যার' লেখার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
দুই
অধ্যাপক শব্দটি ব্যবহারেও আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমাদের দেশে কেউ কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করলেই তাঁকে আমরা অধ্যাপক লিখে ফেলি!
কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করার প্রথম ২ বছর একজন শিক্ষককে 'প্রভাষক' বলতে হবে। পরের ৩-৮ বছর 'সিনিয়র প্রভাষক' থাকেন। ৬-৮ বছরে সাধারণত সহকারী অধ্যাপক, তারপর পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক এবং ১২-১৫ বছর অধ্যাপনা করার পর পর্যাপ্ত গবেষণাপত্র থাকার পরেই একজন 'অধ্যাপক' পদে আসীন হতে পারেন। 'অধ্যাপক' পদটি অধ্যাপনা জীবনের সর্বোচ্চ একটি পদ!
কাজেই 'অধ্যাপক' শব্দটি আমাদের সকলের খুব সতর্কতার সাথে ব্যবহার করা উচিৎ!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting