লিংকন ডিব্রা একজন সংগঠক এবং ছাত্র নেতা। তিনি বর্তমানে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
একজন গারো ছাত্র সংগঠক হিসাবে বর্তমান কর্মকাণ্ড এবং সংগঠনের অভ্যন্তরীণ নানান বিষয়াদি নিয়ে খোলামেলা কথা বলেছেন গারো নিউজ ২৪ এর সিনিয়র প্রতিবেদক তপন হাগিদকের সাথে। লিংকন ডিব্রা
প্রশ্নঃ লিংকন ডিব্রা নিশ্চয় ভালো আছেন,প্রথমেই জানতে চাইবো বর্তমানে আপনি ও আপনার সাংগঠনিক কার্যাবলী কেমন চলছে?
- এই তো আমি বেশ ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি। আপনিও নিশ্চয় ভালো আছেন?
আমি ও আমার সংগঠন বেশ ভালোই আছে, স্বাভাবিক কার্যক্রম যে রকম ছাত্র সংগঠনগুলো কার্যক্রমের মধ্য দিয়ে যায় ঠিক সেরকমই। করোনাকালীন সময়ে আমাদের সাবেক লীডারদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে আমাদের মান্দিদের পাশে দাঁড়িয়েছি। মধুপরের ভূমিগত ইস্যুতে অভয় দিয়ে চলেছি। এই সব ইস্যুতে আমরা একবিন্দু ছাড় দিতে রাজী নই।
মধুপুর থেকে শ্রীবর্দী যেখানেই সমস্যা সেখানেই পাশে থাকার চেষ্টা করছি। এইরকম নানান কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের ছাত্র সংগঠন যেন গণমানুষের সংগঠন হয়ে উঠছে। খুবই আশাবাদী।
প্রশ্নঃ যতোটুকু জানি বর্তমানে আপনি থাকেন শ্বশুরবাড়ি। সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক থাকেন ঢাকায়। এইরকম অবস্থায় স্বাভাবিক কার্যক্রমে কোন অসুবিধে হয় না?
- দেখুন, আমাদের সংগঠন প্রতিষ্ঠাকালীন কার্যাবলী খোঁজ করলেই এরকম কিছু পাবেন। নিজেদের মধ্যে স্বাভাবিক যোগাযোগ থাকে, বিভিন্ন ইস্যুতে কাজ করতে অসুবিধা হয় না। করোনার কারনে হয়তো মিটিং সিটিং খুব কম হয়। তবে সবমিলিয়েই ঠিকঠাক আছে।
প্রশ্নঃ অনেকেই বলছেন বাগাছাস দুই গ্রুপে বিভক্ত! লিংকন,অনুপ, ডেভিড এক প্যানেল আরেকগ্রুপ জন যেত্রা, অলিক গ্রুপ... এইরকম কেনো? বিষয়টি কিভাবে বলবেন?
- বাগাছাস দুই গ্রুপ এইটা পুরোপুরি সঠিক নয়। আমি অনুপ হাদিমা, ডেভিড চিরান সাংবিধানিক ভাবে ২০১৭ সাল থেকে দায়িত্ব পালন করছি। প্রভাষক সুবিট রখো দার বিদায়ী সময় এজিএম ও কাউন্সিলে বাগাছাসের ১৭টি শাখা ও দুই হাজার গারো ছাত্রছাত্রীরা অংশগ্রহণে প্রোগ্রাম সফল হয়।
সে সময় বাগাছাসের অনেক সিনিয়র লীডারদের উপস্থিতিতে দায়িত্ব নিই। উপস্থিত ছিলেন বাগাছাসের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক স্বর্গীয় শুভ্র আরেং। তিনি আমাদের বর্তমান কমিটির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, অস্বীকার করবেন কীভাবে?
কিন্তু আমাদের আরেকজন বাগাছাসের সাবেক জনাব অন্জন ম্রং তাঁর কিছু সাপোর্টাররা পরে পকেট কমিটি বানায়, মেনে না নিয়ে ষড়যন্ত্র করেন, এটাকেই আরেক বাগাছাস বলছেন কেউ কেউ!
তবে ছাত্র সমর্থন তাঁদের নাই, পারলে আমাদের চ্যালেঞ্জ করুক যাচাই করুক। নিরাপত্তার ভয় পেলে নিরাপত্তার গ্যারান্টি আমি দিবো আসুক।
প্রশ্নঃ প্রভাষক অন্জন ম্রং ও তাঁর সাপোর্টার, এই সাপোর্টাররা মূলত কারা পরিষ্কার করে বলবেন?
- আরো দু'একজন সাবেক লীডার আছেন তবে উনাদের নাম নিতে চাই না। শুধুমাত্র বলবো অন্জন ম্রংকে যে রকম ভালোবাসি ঠিক সেরকম ঘৃণাও করি তাঁর কার্যক্রমের জন্য!
তবে উনাড় কাছে এরকম কিছু কখনো আশা করি নাই।
প্রশ্নঃ বাংলাদেশ আদিবাসী ফোরামকে আদিবাসীদের মাতৃ অভিভাবক সংগঠন বলা হয় কিন্তু সেখানে তাঁদের কার্যক্রমে আপনারা নাই কিন্তু জন যেত্রা গ্রুপ অংশগ্রহণ করছে বিষয়টি কিভাবে ব্যাখা করবেন? দূরত্ব.......
- আদিবাসী ফোরাম আমাদের ডাকে না চিঠি দেয় না তাই যাই না, বিষয়টি উনারাই ভালো বলতে পারবেন। আমরা আদিবাসী দিবসে জাতীয় জাদুঘরের সামনে কিংবা আমাদের ব্রাঞ্চগুলো কিন্তু সবসময়ই নিজস্ব এলাকায় আদিবাসীদের অধিকার আদায় কার্যক্রমে অংশগ্রহণ করে......
প্রশ্নঃ আপনি নিজে ছাত্রলীগ করতেন পরে হলেন বাগাছাসের সভাপতি! আদিবাসীদের অধিকার আদায়ে তো ছাত্রলীগ বাগাছাসের কার্যক্রম সাংঘর্ষিক হবার কথা নিশ্চয়?
- অনেক কার্যক্রমেই হয়ত সাংঘর্ষিক তাই বাগাছাসের প্রেসিডেন্ট হবার পর আমি ছাত্রলীগ করা ছেড়ে দিয়েছি মানে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু আমার বাপদাদা মা-ভাই সবাই তো আওয়ামিলীগ করি সেইটা তো অস্বীকার করতে পারি না!
জন্ম থেকেই জয় বাংলা বলে অভ্যস্ত।
প্রশ্নঃ আপনার বর্তমান বাগাছাসের প্যানেলের সামনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাই।
- করোনার কারনে আমাদের স্বাভাবিক কার্যক্রমে পিছিয়ে পরেছিলাম। তাই এই বছরের নবেম্বর-ডিসেম্বরের মধ্যে সেন্ট্রাল কমিটির এজিএম ও কাউন্সিল দিয়ে দেবো।
যাতে করে বাগাছাসের স্বাভাবিক কার্যক্রম আরো গতি পায়....
প্রশ্নঃ সংগঠনের জন্য পরিকল্পনা টা বাদ গেলো বোধহয়?
- ও আচ্ছা। আমাদের বাগাছাস প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত আমাদের সংগঠনে নিজস্ব কোন ফান্ড নেই। নতুনদের জন্য সামান্য কিছু হলেও ফান্ড গঠন করে রেখে যেতে চাই। তাছাড়া আমাদের সংগঠনের কোন নিজস্ব কোন ওয়েবসাইট নাই, অফিসিয়াল সাইটের কাজ চলছে শিঘ্রই প্রকাশ পাবে।
প্রশ্নঃ গারোদের মধ্যে তো ছাত্র সংগঠন থেকে অবসর নিলে তো অনেকেই হারিয়ে যায় তবে সবাই না হয়ত, আপনার পরিকল্পনা কী?
- গারোদের রাজনৈতিক প্লাটফর্ম খুবই কম। নেতৃত্ব যখন ছোটবেলা থেকেই বড়দের দেখে শিখেছি...
সেটাকে পুঁজি করেই যতোটুকু এগিয়ে যাওয়া যায় চেষ্টা করবো অবশ্যই দেখবেন..
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting