জেফিরাজ দোলন কুবি, ময়মনসিংহ থেকে,
নেপালের কাঠমান্ডু'র সিদ্ধার্থ আর্ট গ্যালারিতে সেপ্টেম্বর ২ থেকে ১২ তারিখ ২০২০ পর্যন্ত এগার দিনব্যাপী দলীয় চিত্রকলা প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন নমস্তা আর মারাক। চিত্রকর্ম প্রদর্শনীটি আয়োজন করছে নেপালে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন।
নমস্তা রেমা
বাংলাদেশ এর বিখ্যাত চিত্র শিল্পী কনকচাপা চাকমা'র তত্ত্বাবধানে নমস্তা রেমাসহ মোট ১২ জন চিত্রশিল্পীর চিত্রকর্ম সিদ্ধার্থ আর্ট গ্যালারিতে প্রদর্শিত হবে। ছবি আঁকছেন নমস্তা
নমস্তা রেমা ২০১৭ সালে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ফাইন আর্টস এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৭ সালে জার্মান, ডেনমার্ক ও নরওয়ে দূতাবাস আয়োজিত আর্ট সপ্তাহেও তার চিত্রকর্ম প্রদর্শিত হয়। এছাড়াও ২০১৮ সালে শিল্পকলা আয়োজিত আর্ট ক্যাম্প ও পেইন্টিং এক্সবিশন এবং আবু সোবহান ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত চিত্রকর্ম প্রদর্শিনীসহ বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শনীতে তিনি অংশগ্রহণ করেছেন। রেমা'র চিত্রকর্ম গুলো সুধীজনদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। কাঠমুন্ডুর চিত্রকর্ম প্রদর্শনীতে তিনি গারো আদিবাসীদের দামা সহ বিভিন্ন সাংস্কৃতিক উপাদান তার অঙ্কণের মাধ্যমে তুলে ধরবেন বলে জানিয়েছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting