আদিবাসী শিশুরা অহরহ 'বুলিং' এর শিকার হচ্ছেন বাঙালি শিশুদের দ্বারা ঢাকা শহরের স্কুলগুলিতেঃ স্কুল শিক্ষকদের কাছে অভিযোগ করেও কোন সুরাহা মিলছে না
নিজস্ব প্রতিবেদক
আদিবাসী শিশুরা অহরহ 'বুলিং' এর শিকার হচ্ছেন বাঙালি শিশুদের দ্বারা ঢাকা শহরের প্রায় সব স্কুলগুলিতে। স্কুল শিক্ষকদের কাছে অভিযোগ করেও কোন সুরাহা মিলছে না, এমন অভিযোগ এখন অনেক বাবা-মায়ের।
তাঁরা বলছেন, আগেও এমন টা ছিল কিন্তু গত কয়েক বছর ধরে বহুগুণে বেড়ে চলেছে এমন বর্ণ বিদ্বেষী আগ্রাসী মনোভাব। তাঁরা মনে করছেন, বাচ্চাদের অভিভাবকদের আদিবাসীদের উপর মনোভাব পূর্বের থেকে খারাপ হওয়ার ফলেই এখন বাচ্চাদের মধ্যে এমন কুৎসিত অসহনশীলতা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
অনেকে মনে করছেন, বর্তমান সরকারের আদিবাসীদের উপর দমন-পীড়ন, সংবাদ-পত্র, ইলেক্ট্রনিক মিডিয়াতে 'আদিবাসী' শব্দ ব্যবহারে বিধিনিষেধ আরোপের কারণে এগুলোর মাত্রা বেড়ে গেছে। কিছু কিছু স্কুলে আদিবাসী শিশুদের অন্য জাতির শিশুরা দলবেঁধে গায়ে হাত তোলার মত ঘটনাও ঢাকা শহরের কিছু স্কুলে ঘটছে বলে জানা গেছে।
কয়েকজন আক্রান্ত শিশুদের মা-বাবাদের সাথে এসব নিয়ে কথা বলতে চাইলে তাঁরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'আসলে এ নিয়ে কথা বলতে আমরা অস্বস্তি বোধ করি। বাচ্চারা তো এইসব বিভেদ করতে জানে না। তারা অবুঝ, তাদের নিয়ে কথা বলে, অভিযোগ করে কি হবে। বড়রা এগুলো করে, ওদেরকে শেখায়। বড়দের নিয়ে অভিযোগ করেও লাভ নেই। আমাদের বাচ্চাদের মানুষ করতে হবে এসবের মধ্যেই, কোন উপায় নেই। সরকার আদিবাসীদের প্রতি সহনশীল নয়, বাকীদের কথা বলে কী লাভ। আমরা খুব লজ্জা পাই এগুলো নিয়ে কথা বলতেও!
বিস্তারিত আসছে ......
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting