লেবিসন স্কু, তিনি কবিতা ও ছোট গল্প লিখতে পছন্দ করেন এবং গারোদের দ্বারা সম্পাদিত বিভিন্ন নিউজ ম্যাগাজিনের সম্পাদনার কাজেও জড়িত। তবে বেশি সংখ্যক কবিতা লেখা-লিখি চর্চার কারণে তিনি গারো সমাজে তরুণ সম্ভাবনাময় কবি হিসাবে পরিচিতি লাভ করেছেন। "মানুষ এক অদ্ভুত সাঁড়শি অনুবাদক" একক কাব্যগ্রন্থ ও "প্রান্তিক স্বর" নামে যৌথ কবিতাগুচ্ছে একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে।
গারো সমাজে পরিচিত মুখ তরুণ কবি লেবিসন স্কু'র সাথে কথা বলেছেন গারো নিউজ২৪ এর প্রতিবেদক তপন হাগিদক। প্রশ্নঃ প্রথমেই জানতে চাইবো তরুণ কবি লেবিসন স্কু কেমন আছেন? তাছাড়া আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংক্ষেপে পাঠকদের উদ্দেশ্যে বলুন। -আমি ভালো আছি কবিদের নাকি বাধ্যতামূলক ভালো থাকতে হয়। যাপিত জীবনে ভালো মন্দের নিবিড় যোগসূত্র তাই এটা কবিরা নাকি এড়িয়ে যান না তারা বিষয়টি উপভোগ করে থাকলে আমি বাদ যাবো কেন? আমি এখন প্রেমের কাব্য নিয়ে কাজ করছি যা ওয়ানগালায় বের হবে তখন জানতে পারবেন। প্রশ্নঃ আপনার কবিতা লেখালিখি চর্চার শুরুর দিকের গল্পটা জানতে চাই। তাছাড়া এতকিছু থাকতে কেন লেবিসন স্কু কবিতা লিখতে গেলেন? - যদি বলি প্রকৃতপক্ষে আমরা সবাই কবি। কবিতা আমাদের অন্তরে বিদ্যমান। যার হৃদয়ে পাখির, গাছের, পাহাড়, নদী,আকাশ প্রকৃতির প্রতি প্রেম আছে সেইতো কবি। কেউ কেউ হৃদয় থেকে নি:সরণ করে কাব্যে প্রকাশ করে। আমার ব্যক্তিগত মতে আমি জন্ম থেকেই কবি। কারণ আমি খুব ছোট বয়সে মানে ছ' থে সাত বছর বয়স হবে মায়ের সাথে ভারতে কাজ করতে যেতাম সেখানে পাহাড়ি টিলা, ঝরণা, গাছপালা, পাখির ডাক আমাকে কাছে টানতো মাকে প্রশ্ন করলে মা গভীর দৃষ্টিতে চেয়ে থাকতো। আবার বাবার সাথে বিলে মাছ ধরতে যেতাম। সেখানে মাঝিরা শাপলা জটখোলে গান গেয়ে ছোট ডিঙা করে মাছ ধরতো । গ্রামের এই নিরন্তর ছবিগুলোই আমাকে কবি করে তুলেছে। আমি মনে করি কবিতার জন্যেই আমার জন্ম। প্রশ্নঃ গারোরা বাংলা ভাষায় কবিতা, গল্প, প্রবন্ধ প্রভৃতি চর্চা করার কারনে অনেকের মতে গারো কবি কিংবা সাহিত্যিক বলায় অনেকের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এই ব্যাপারে আপনার মতামত কী? - হ্যাঁ ভাষার জন্য মিশ্র প্রতিক্রিয়া থাকবেই। আমরা যারা অন্য ভাষাভাষি বাংলায় ভাষায় সাহিত্যচর্চা করি তা বাংলা ভাষায় আমাদের সীমাবদ্ধতার কারণেই হচ্ছে। যদি আমরা নিজের ভাষায় চর্চা করতে পারতাম তাহলে গারো সাহিত্যগুলো এগিয়ে থাকতো এ নিয়ে কোন প্রতিক্রিয়াগুলো হতো না। কারন আমাদের গারো ভাষার নিজস্ব কোন বর্ণমালা নেই এই সীমাবদ্ধতা আমাদের মানতেই হবে। হয়তো আমাদের মাতৃভাষায় কবিতা লিখতে পারলো ভালো হতো এমনকি ভালোভাবে মনের ভাবটাও প্রকাশ করতে পারতাম। প্রশ্নঃ এই যে আপনার মতন যারা বাংলা ভাষায় কবিতা, প্রবন্ধ, উপন্যাস চর্চা করেন তাঁদেরকে গারো সমাজ কোন চোখে দেখে বলে আপনি মনে করেন কিংবা মূল্যায়নটা কেমন পায়? - কবি- লেখকদের সবসময় লেখালেখিটা মুল্যায়নের আশায় না করাই ভালো। তাহলে লেখাই আমিত্ব থাকে না বা থাকবে না তাহলে কিন্তু সমাজকে অথবা কাউকে মন যোগিয়ে চলার মতো হয়ে যাবে লেখা লেখির ধারাটা। বাংলা ভাষায় সাহিত্যচর্চা করা লোকদের মান্দি সমাজে মূল্যায়নতো খুব কমই করে থাকে। কারন গারোরা এখনো সংস্কৃতি, সাহিত্যচর্চায় আন্তরিকতার জায়গায় যেতে পারিনি। আর আমরা যারা গারো জনগোষ্ঠীর মানুষ বাংলায় সাহিত্যচর্চা করছি তাদেরকে বাঙালি সাহিত্য সমাজে একটু হেয় হয়ে চর্চা করতে হয়। এর কারণ মূল ভাষা থেকে সরে গিয়ে বাংলা ভাষায় চর্চা করার সীমাবদ্ধতা। প্রশ্নঃ আপনি কবিতা, ছোটগল্প প্রবন্ধ লেখার পাশাপাশি গারো ম্যাগাজিনে সম্পাদনার কাজেও জড়িত। তরুণ প্রজন্মের অনেকেরই এই ব্যাপারে আগ্রহ নাই বলে অনেকে মত দিয়েছেন, তবে এ-ব্যাপারে আপনার মতামত কী? - এইক্ষেত্রে বলবো শুধু আমাদের মান্দি তরুণরাই নন, সমস্ত জাতিগোষ্ঠীর তরুণরাই এখন সাহিত্যের প্রতি অনিহা দেখাচ্ছে। আর আমরা কেমন জানি ভার্চুয়াল জগতে ঝুঁকে পড়ছি। তাছাড়া আমাদের সাহিত্যচর্চার ক্ষেত্রটা কেন জানি তৈরি করে নিতে পারছিনা। প্রবীণ সাহিত্যিকরা নবীণ সাহিত্যিক তৈরিতে আন্তরিক বলে মনে হয় না আমার কাছে। এ ব্যাপারে আমাদের বিশদ ভাবা উচিত বলে মনে করি। প্রশ্নঃ আপনি একজন কবি হিসাবে গারোদের বাংলা ভাষায় কাব্য- সাহিত্য সংস্কৃতি চর্চায় ভবিষ্যৎ কী কিছু দেখেন? - আমি আগেই বলেছি কবির কোন জাত-ভাষা নেই। যেহেতু আমাদের সমাজ আছে,নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, সাহিত্য আছে এগুলোর নিজস্বটা রক্ষার্তেই আমাদের বাংলা ভাষায় সাহিত্যচর্চা করা উচিৎ বলে মনে করি। বাংলা ভাষায় সাহিত্য চর্চা করলে আমাদের ভবিষৎ ভালো হবে না মন্দ হবে সেটা সময়ই বলে দেবে। কিন্তু আমাদের বর্ণমালার সীমাবদ্ধতা সাপেক্ষে বাংলাতে সাহিত্য চর্চায় কোন ভুল কিছু দেখি না। প্রশ্নঃ অনেকেই বলে থাকেন কবিতার প্রধান উৎস হচ্ছে প্রেম। কবি লেবিসন স্কুর প্রেমের কোন গল্প কিংবা কবিতার উৎস সম্পর্কে শুনতে চাই...... - প্রেমেই আছি। সেটা প্রকৃতির প্রেম হতে পারে আবার আধ্যাতিক প্রেমও হতে পারে হতে পারে কোনো প্রেয়সী। তবে প্রেমে পড়ে আছি বলেই কবিতা হচ্ছে, লিখছি। প্রেম প্রকাশ হলে প্রেমের অপমৃত্যু হয় তাই এর থেকে বেশিকিছু বলতে চাই না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting