গারো নিউজ টুয়েন্টিফোর ডেস্ক,
বাবুল ডি' নকরেক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (সিনিয়র কনসালট্যান্ট) হিসেবে ফাইজারভ-এ যোগদান করেছেন। গত ১৪ ডিসেম্বর ২০২২, যুক্তরাষ্ট্রের সকাল ৯:০০ টায় ফাইজারভ-এর নিউ জার্সি অফিসে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (সিনিয়র কনসাল্ট্যান্ট) হিসেবে যোগদান করেন।
বাবুল ডি' নকরেক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (সিনিয়র কনসালট্যান্ট) হিসেবে ফাইজারভ-এ যোগদান করেছেন। গত ১৪ ডিসেম্বর ২০২২, যুক্তরাষ্ট্রের সকাল ৯:০০ টায় ফাইজারভ-এর নিউ জার্সি অফিসে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (সিনিয়র কনসাল্ট্যান্ট) হিসেবে যোগদান করেন।
ফাইজারভ একটি Fortune 500 Fintech company. কোম্পানিটি ১০০ টি দেশের সরকারী-বেসরকারী আর্থিক, শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান সমূহের আর্থিক লেন-দেন নিরাপদ রাখার কাজে নিয়োজিত। এখানে ৪২ হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করেন।
ফাইজারভ - এর নিউ জার্সি, যুক্তরাষ্ট্রের অফিস
সম্ভবত নকরেকই গারোদের এবং বাংলাদেশের আদিবাসীদের মধ্যে প্রথম Fortune 500 Fintech company-তে যোগদান করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বছরে প্রায় ১.৫ কোটি টাকার মত বেতন পাবেন!নকরেক আগামীতে NASA অথবা Raytheon Technologies এর Pratt & Whitney এর মত কোন প্রোজেক্ট-এ কাজ করার স্বপ্ন দেখেন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting