জেফিরাজ দোলন কুবি, কলমাকান্দা থেকে
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নএর কাঠালবাড়ী গ্রামে আনুমানিক ১০টায় বাংলাদেশ থেকে ইন্ডিয়া সিমান্তে চোরাচালানের মালামাল পরিবহন ও শ্রমিক হিসেবে বহন করার সময় কিছু গারো ও বাংগালীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।পরবর্তীতে তথক্ষনাৎ কয়েকজন গারো-বাংগালীরা মিলে এই ঝগড়া ও মারামারির মিমাংসা করে দেয়। এরপর আনুমানিক দুপুর ১২ টায় কিছু স্হানীয় বাংগালীরা দা, লাঠি সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাঠালবাড়ী গ্রামে আক্রমণ করলে উভয়পক্ষের মধ্যে তুমুল মারামারি , আঘাত ও পাল্টা আঘাতের ঘটনা ঘটে এবং একজন বাংগালী মারা যায়। নিহতের নাম হেলাল(৪৫)। শুক্রবার বিকেলে নিহতের বাবা চারজনের নাম উল্লেখসহ অজ্ঞান নামা মোট ৩০ জনকে আসামী করে কলমাকান্দা থানায় মামলা করে।মামলার এজাহার ভূক্ত আসামী হলেন কলমাকান্দার কাঠালবাড়ী গ্রামের জাকরেস, থিরাক নকরেক , আনন্দ ঘাগ্রা ও তাপস।
এই ঘটনার জের ধরে গতকাল শুক্রবার লেংগুরা বাজারে বাংগালীরা বাজার করতে যাওয়া আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলা চালায়।বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংশ্লিষ্ট এলাকায় প্রশাসন ১৪৪ধরা জারি করেছে। আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নেতা রেমন্ড আরেং জানান, " বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত দুঃখজনক এবং ঘটনাটি সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অবগত ও যথাযথ ব্যবস্হা গ্রহনের জন্য বলা হয়েছে ।"
ঘটনা নিয়ন্ত্রণে আজ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। লেঙ্গুরা ফুলবাড়ি গ্রামের আদিবাসী নেতা থিওফিল টুকু রংদী জানান , "এখানকার সীমান্তবর্তী এলাকায় বসবাসরত আদিবাসী চরম আতংকে কাল যাপন করছে । আমরা সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার বিনীত আহ্বান জানাই ।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting