যুক্তরাষ্ট্রে CyberGate Technologies এর শুভ উদ্বোধন সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

যুক্তরাষ্ট্রে CyberGate Technologies এর শুভ উদ্বোধন

জেফিরাজ দোলন কুবি ও ফিওনা ইউরেকা চাম্বুগং, 

সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার ওলু স্যামুয়েল এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাবুল ডি' নকরেক এর যৌথ  উদ্যোগে CyberGate Technologies, একটি আইটি স্কুলের যাত্রা শুরু। 

নিউ ইয়র্ক শহরে গারো কমিউনিটির প্রবীণতম সদস্য এবং আমেরিকান সিনিয়র সিটিজেন ব্রাঃ ডমিনিক মৃঃ স্কুলটির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন Celestial Church of Christ-এর পালক রেভাঃ পাস্টর জেমস এবং রসায়ন হাদিমা, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল। 

পাস্টর জেমস বলেন, আমি স্কুলটির সিইও নকরেক-এর সাথে কথা বলে জেনেছি, তাঁরা অত্যাধুনিক টেকনোলজি বড়দের জন্য শিখিয়ে জব প্লেসমেন্ট এর পাশাপাশি আমাদের ছোট ছোট স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য Cyber Stars নামে একটি ফ্রি প্রোগ্রাম চালু করবেন এবং এই প্রোগ্রামের আওয়ায় স্কুল ছাত্রদের সাইবার সিকিউরিটি এবং কম্পিউটার প্রোগ্রামিং ফ্রি শেখাবেন! 

  প্রধান অতিথি ব্রাঃ ডমিনিক মৃঃ বক্তব্য রাখছেন

আমি খুব আনন্দিত এবং মুগ্ধ হয়েছি ফ্রি প্রোগ্রামের কথা শুনে। তাঁরা আমাদের ছেলে-মেয়েদের ফ্রি কম্পিউটার প্রোগ্রামিং শেখাবেন তাই আমি তাঁদের জন্য আগামী ১২ মাসের ঘর ভাড়া ফ্রি ঘোষণা করছি!  

আলো হাদিমা, প্রাক্তন হাই স্কুল শিক্ষিকা, তাঁর বক্তব্যে বলেন, দেশের বাইরে এসে আমেরিকার মত দেশে এই প্রথম কোন গারো আইটি উদ্যোক্তা তাঁর বন্ধু স্যামুয়েলকে নিয়ে এই সুন্দর আইটি স্কুল খুলেছে। আমরা খুব আনন্দিত এবং গর্বিত। আমার ছোট ভাই বাবুল ডি' নকরেক এবং ভাই স্যামুয়েল অনেক সাহস নিয়ে উদ্যোগ নিয়েছেন। রেভাঃ পাস্টর জেমস তাঁদের 'সাইবার স্টার' প্রোগ্রামের কথা জেনে ১২ মাসের ঘর ভাড়া ফ্রি করেছেন, সব ধরণের সহযোগিতা দিতে চেয়েছেন, প্রয়োজনে আমরাও সাহায্য-সহযোগিতা করব। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই। তিনি বাইবেলের কথা তুলে ধরে বলেন, "চাও, তোমাদের দেওয়া হবে।"

    প্রধান অতিথি ব্রাঃ ডমিনিক মৃঃ প্রকৃতি নকরেক, বাবুল ডি' নকরেক, ইউরেকা চাম্বুগং এবং আলো হাদিমা

প্রকৃতি নকরেক তাঁর বক্তব্যে তথ্য ও প্রযুক্তি উদ্যোক্তাদের অভিনন্দন জানান এবং সাইবারগেইট টেকনোলজির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।  


CyberGate Technologies-এর সিইও বলেন, ১৯৯৬ সালে আমি অনুপম চিসিমকে সাথে নিয়ে সাইবার সলিউশন প্রতিষ্ঠা করেছিলাম শালবনের তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ, ই-মেইল এর যথাযথ ব্যবহার এবং ইন্টারনেট ব্রাউজিং শেখানোর জন্য। এলাকার মানুষকে ইন্টারনেট সুবিধা পেতে এবং ছবি তোলার জন্য জেলা সদরে গিয়ে পুরো ১ টা দিন সময় ব্যয় করতে হত! তাঁদের সময় এবং অর্থ বাঁচানোর কথা চিন্তা করে আমরা সাইবার সলিউশন, আসকি ডিজিটাল স্টুডিও এবং আসকি কম্পিউটার্স প্রতিষ্ঠা করেছিলাম। আমার স্বপ্ন ছিল আমরা শালবনে একদিন একটি আইটি-বেইজড স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব!  
    বক্তব্য রাখছেন বাবুল ডি' নকরেক
সাইবার সলিউশন প্রতিষ্ঠার ২৭ বছর পর আজ মধুপুরের শালবনে নয়, বিশ্বের রাজধানী নিউ ইয়র্কে আইটি-বেইজড স্কুল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি! আমরা কলেজ-বিশ্ববিদ্যালয় টা মধুপুরের শালবনেই প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি! CyberGate Technologies এবং Cyber Stars আমাদের ২৭ বছর পূর্বে দেখা স্বপ্নের চলমান প্রক্রিয়া মাত্র। আমি হয় তো খুব বেশিদিন বেঁচে থাকব না, কিন্তু স্বপ্ন মরবে না। আমার বিশ্বাস, আমার পরবর্তী প্রজম্ম, আমার হাজার হাজার ছাত্র-ছাত্রী সে টি আমি না থাকলেও বাস্তবায়ন করবে! আগামী ৫-১০ বছরে মধুপুরের শালবনে অবশ্যই একটি কলেজ এবং বিশ্ববিদ্যালয় হবে। 
   
 সাইবার সলিউশন তখন - এর শুরুর দিকে  
সাইবার সলিউশনস এখন! নাম পরিবর্তন করে বহু বচন করা হয়েছে। সাইবার সলিউশনস এর অন্যান্য প্রতিষ্ঠান সমূহঃ CyberGate TechnologiesNokrek Ecom Biz SolutionsNEBS, Thegaronews24, 21 Minute School, Nokrek Photography, Do'reng Travelers(ভ্রমণ বিলাস সমিতি) ছোটদের জন্য প্রোগ্রামিং, সবার জন্য প্রোগ্রামিং, নারী প্রাঙ্গণ 

এখানে আমাদের ২ টি প্রোগ্রাম চলবে। একটি ১৮ + বছরের প্রাপ্ত বয়স্কদের জন্য CyberGate Technologies এবং ১৮ বছরের নীচের ছোট ছোট ছেলে-মেয়েদের জন্য Cyber Stars। Cyber Stars-এ ছাত্র-ছাত্রীদের জন্য সাইবার সিকিউরিটি এবং কম্পিউটার প্রোগ্রামিং কোর্স ফি সম্পূর্ণ ফ্রি পড়ানো হবে, কোন ডলার দিতে হবে না।

আর CyberGate Technologies-এ বড়দের জন্য আগামী ৬ মাস ৪০% ছাড় দেওয়া হবে। বাংলাদেশ এবং নাইজেরিয়ার সকল ছাত্র-ছাত্রীদের জন্য আজীবন ৫০% ছাড় দেওয়া হবে। 

ইন্ডিয়ার আইটি কোম্পানি টাটা এবং ইনফোসিস, প্রতি বছর তাঁদের দেশ থেকে লক্ষ লক্ষ তরুণদের প্রশিক্ষণ দিয়ে আমেরিকা এবং ইউরোপে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেস্ট ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার-এর জব দেয়। তাঁরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন বৈদেশিক মূদ্রা তাঁদের দেশের জন্য পাঠায়। আর আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর নিজেদের চেষ্টায় ১-৫ জন ইঞ্জিনিয়ার দেশের বাইরে আসে! আমরা স্বপ্ন দেখছি, আগামী দিনে CyberGate Technologies প্রতি বছর ১০০-১০০০ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার এবং সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার তৈরী করে বহির্বিশ্বে তাঁদের চাকুরীর ব্যবস্থা করতে পারবে, সাথে সাথে হাজার হাজার ফ্রিল্যান্সার, তথ্য ও প্রযুক্তি উদ্যোক্তা তৈরী করতে পারবে। আমরাও স্বপ্ন দেখি, আমাদের দেশেও আমাদের তরুণেরা বিলিয়ন বিলিয়ন ডলার বৈদেশিক মূদ্রা পাঠিয়ে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবেন। 

আপনারা সকলে আমাদের জন্য প্রার্থনা করবেন আমরা যেন মানুষের কল্যাণ বয়ে আনতে পারি। অর্থ আয় আমাদের মূল লক্ষ্য নয়, আমাদের মূল লক্ষ্য আধুনিক টেকনোলজি প্রিশিক্ষণ এবং তাঁর যথাযথ ব্যবহার সুনিশ্চিত করে পৃথিবীর মানুষের  সর্বোচ্চ কল্যাণ সাধন!  

         বক্তব্য রাখছেন ওলু স্যামূয়েল, স্কুলের প্রেসিডেন্ট
ওলু স্যামূয়েল, স্কুলের প্রেসিডেন্ট , বলেন, আমাদের সিইও নকরেক যেমনটি আপনাদের বলেছেন, আমরা যদিও স্কুলটি খুব ছোট করে শুরু করেছি, এই স্কুল কিন্তু ছোট থাকবে না মোটেও। আমাদের স্বপ্ন অনেক বড়! এটা অনেক অনেক বড় হবে। আজকে খুব কম মানুষ দেখছেন, কিছুদিন পর অনেক মানুষ আমাদের কাছে এসে প্রশিক্ষণ গ্রহণের জন্য অনেক অনুরোধ নিয়ে আসবেন!   

আমার বন্ধু এবং সহকর্মী, বাবুল আমাকে সব সময় বলেন, স্যামূয়েল, আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আমাদের এই স্কুল একদিন অনেক বড় হবে, আমাদের সাইবারগেইট একদিন অনেক বড় টেকনোলজি কোম্পানিতে পরিণত হবে। 

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে 'সাইবার সলিউশন' দিয়ে যে স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশে, সে স্বপ্ন ডানা মেলতে শুরু করেছে পুরো পৃথিবীর রাজধানী নিউ ইয়র্ক শহরে। নকরেক আমার সহকর্মী এবং বন্ধু, তিনি আমাকে বলেছেন, তিনি আমাকে তাঁর স্বপ্নের কথা বলার আগে তাঁর এই স্বপ্নের কথা আরও ২০০ জন বন্ধুকে বলেছেন। তিনি বলেছেন, "চলো আমরা একটি আইটি স্কুল শুরু করি!" আমি দেখেছি তাঁর স্বপ্নের কথা শুনে আমাদের যে ফিনটেক কোম্পানিতে আমরা এক সাথে কাজ করি, সেখানের বন্ধু-সহকর্মীরাও হাসাহাসি করেছে। কিন্তু আমি প্রথম দিন তাঁর কথা শুনেই বলি, "এটা খুব সুন্দর স্বপ্ন! চলেন, আমরা কাজ শুরু করে দিই!" আর ৩-৪ মাসের মাথায় আমরা এটি শুরু করছি! এখন আমাদের অনেক বন্ধু আমাদের সাথে যোগ দিতে চান! কিন্তু আমরা তাঁদের মালিক হিসেবে নিচ্ছি না, তাঁরা থাকবেন শিক্ষক হিসেবে! কারণ বিগত ৪ মাস আমরা এর পেছনে অনেক সময়, শ্রম, ঘাম দিয়েছি। অনেক নির্ঘুম রাত কেটেছে আমাদের! 

আমি বিশ্বাস করি এই স্বপ্ন একদিন মহীরুহ হবে, বিশাল বড় কলেজ - বিশ্ববিদ্যালয় হবে। কারণ আমরা জানি স্বপ্ন কীভাবে সত্যি করতে হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে নিউ ইয়র্ক গারো কমিউনিটি থেকে রসায়ন হাদিমা, আলো হাদিমা, প্রকৃতি নকরেক, ফিওনা ইউরেকা চাম্বুগং ছাড়াও আমেরিকান-নাইজেরিয়ান কমিউনিটির ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এখানে যে সকল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে:
  • Software Engineering
  • Cyber Security Engineering
  • Data Science Engineering
  • Software Development Engineering in Test(SDET)
  • Business Intelligence
  • Project Management
  • Digital Marketing Engineering with Freelancing
উল্লেখ্য, CyberGate Technologies-এর CEO প্রথম Digital Marketing এর সাথে Engineering শব্দটি যোগ করেছেন। তিনি বলেছেন, "আমারা ডিজিটাল মার্কেটিংকে ছোট পরিসরে রাখতে চাই না। আমরা Digital Marketing এর সাথে Engineering কে সমন্বিত করে নিজেরা একটি আলাদা সিলেবাস তৈরী করেছি যা বিশ্বের কোথাও পড়ান হয় না। এখানেই আমাদের স্বকীয়তা, স্বাতন্ত্র্য। ডিজিটাল মার্কেটিং-এ আমরা ব্যাপক পরিবর্তন আনতে চাই যেমনটি আমরা অন্য বিষয়েও নতুন নতুন বিষয় সিলেবাসে যুক্ত করেছি!"

স্কুল ছাত্র-ছাত্রীদের কোর্স ফি সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। তাঁদের জন্য যে সকল কোর্স থাকছেঃ
  • Computer Programming
  • Cyber Security Engineering
এই স্কুলের অনলাইন এবং ক্যাম্পাস ভিত্তিক কোর্স চালু থাকায় বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ কোর্সে যোগ দিতে পারবেন।

 সমাপনী প্রার্থনা দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে রেভাঃ পাস্টার জেমস। 


CyberGate Technologies-এর সিইও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে মধ্যাহ্ন ভোজনের জন্য নিমন্ত্রণ করেন। 

********************************* **********

বিজ্ঞাপন - বাবুল ডি' নকরেক-এর লেখা আরেকটি  ই-বুক এখন বিশ্ব বাজারে! 

*******************************************

জীবনে বার বার হুঁচট খাচ্ছেন? কোন কিছুতেই সাফল্য ধরা দিচ্ছে না? ভাল কাজ করছেন, সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন; তারপরও সাফল্য ধরা দিচ্ছে না? 

আমি ৪৫ বছর পর্যন্ত মাত্র ৪ ঘন্টা ঘুমাতাম। বাকী ২০ ঘন্টা বই পড়ে, ছাত্র পড়িয়ে, লেখা-লেখি করে, কাজ কাজ আর কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু যা চাইতাম, প্রত্যাশা করতাম, ফলাফল হত উল্টো! 

কিন্তু আমি যা চাই তার কিছুই হতো না! যা চাই না তাই হত! এই প্রব্লেমের সমাধান খুঁজে পাই নি। তারপর প্রব্লেম নিজেই সমাধান করেছি। কীভাবে? এমন সমস্যার সমাধানের উত্তর দিতেই বিশ্বব্যাপী আমাজন নিয়ে এলো একটি ই-বুক!

বইটি এখন পাওয়া যাচ্ছ বিশ্বব্যাপী আমাজন ডট কম-এ। আমাজন থেকে বইটি কেনার জন্য এখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে এসে এমন কোন কাজ নেই করি নি! পড়াশুনা করেছি, বিশ্বের সব চেয়ে ব্যয়বহুল বুটক্যাম্প করেছি, সব থেকে ব্যয়বহুল কোচের কাছে গেছি; কিন্তু আমি যা চাই হতে পারি নি!

তারপর আমি খুঁজতে শুরু করি, আমার কী গলদ? কী নেই আমার মধ্যে? আমি কী করছি না?

তারপর বই বই বই। বইয়ের মধ্যে সমাধান খুঁজি। দুনিয়ার বই পড়ে টরে এবং নিজের ৪৮ বছরের অভিজ্ঞতার  মিশেল দিয়ে লিখলাম পৃথিবীর সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য একটি ই-বুক! 

বইটি তাঁদের জন্যও, যারা পথ খুঁজে পাচ্ছেন না , নতুন কোন পথের সন্ধ্যান করছেন কিংবা নিজেকে নতুন করে আবিস্কার করতে চাচ্ছেন জীবনের পড়ন্ত বেলায় ...

বইটি এখন পাওয়া যাচ্ছ বিশ্বব্যাপী আমাজন ডট কম-এ। আমাজন থেকে বইটি কেনার জন্য এখানে ক্লিক করুন। 

মূল্য $4.99 মাত্র। বাংলাদেশী টাকায় ৪৯৯ টাকা মাত্র! বিকাশে অর্ডার করলে পাওয়া যাবে ১১০ টাকায়। 

বিকাশে ইবুক টি কিনতে এখানে ক্লিক করে আমার সাথে কথা বলুন। 







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

'মধুপুর সরকারী কলেজঃ অবসরকালে যেমন কেউ বিদায় দেন না,তেমনি কেউ বিদায় পান না' - এমনই হৃদয় বিদারক স্ট্যাটাস অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীনের, নেট দুনিয়ায় তোলপাড়

জেফিরাজ দোলন কুবি, ময়মনসিংহ থেকে 'মধুপুর সরকারী কলেজঃ অবসরকালে যেমন কেউ বিদায় দেন না, তেমনি কেউ বিদায় পান না' - এমনই হৃদয় বিদারক ফেইসবুক স্ট্যাটাস ঝড় তুলেছে নেট দুনিয়ায়! মধুপুর সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন-এর স্ট্যাটাসে ঐ কলেজের কিছু বর্তমান, প্রাক্তন কলেজ শিক্ষক এবং ছাত্র - ছাত্রীরা কমেন্ট করেছেন। কেউ কেউ দুঃখ প্রকাশ করেছেন। সেখানে কিছু অভিভাবকগণও তাঁদের অভিমত প্রকাশ করেছেন। সব মিলিয়ে ঠিক মোক্ষম সময়ে স্ট্যাটাসটি সবার মনে এবং হৃদয়ে দাগ কাটতে পেরেছে মনে করছেন সবাই। অনেকে একে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন। যিনি স্ট্যাটাস দিয়েছেন, তিনি ঐ কলেজের সহকারী অধ্যাপক (অবসর প্রাপ্ত), ইতিহাস বিভাগ। তিনি ৪০ বছরেরও অধিক সময় ধরে কাজ করছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র করেস্পন্ডেন্ট হিসেবে। লেখাটি গুরুত্ব পেয়েছে এই কারণেও। স্ট্যাটাসে তিনি লিখেন, " টাঙ্গাইলের মধুপুর সরকারি কলেজ (বর্তমানে) এমন একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেখানকার শিক্ষক এবং স্টাফরা অবসরে গেলে কেউ কাউকে কখনো বিদায় সংবর্ধনা দেন না এবং প্রতিদানে কেউ সংবর্ধনা পান না! এজন্য অধ্যক্ষদের ভাগ্য...

নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিলেন সিমব্রি অর্ণি সাংমা

জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে,  বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র‍্যাংক-এ সুযোগ পেলেন।      বাবা-মা ও বোনদের সাথে  অর্ণি  নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে।     গারোদে র পোশাক পরতে ভালোবাসেন  অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...

আমার দেখা একজন সাদা মানুষ

  In Memory of Hon'ble State Minister for Social Welfare Affairs, late Pa Advt Promod Mankin MP. Rest in peace Sir... প্রাক কথন কলেজ জীবন শুরু করার আগে আমার শৈশব, কৈশোর এবং যৌবনে দেখা একজন অসাধারণ মানুষকে নিয়ে কবিতা লেখা শুরু করেছিলাম! সে লেখা আজও শেষ করতে পারি নি। ইচ্ছে করত একটা সাদামাঠা সে কবিতা হবে, হয় নি। আজ আবার সেই মানুষটাকেই নিয়ে লিখছি। একদম সাদা - রঙহীন, গন্ধহীন, রসহীন হবে সে লেখা। লেখায় রঙ চং রাখতে চাই না। আমার কাছে থেকে, দূরে থেকে দেখা না দেখা কিছু কথা। একান্ত ব্যক্তিগত কিছু নিরীক্ষণ থেকে। এক তখন দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণীতে পড়ি। জীবনে প্রথম তাঁকে দেখেছি! বাবা বললেন, "তোমার ফাজং (জ্যাঠা), সালাম করো।" যে লোকটাকে কখনো দেখিই নি, তাঁকে ঝুপ করে সালাম করাটা কিছুটা কষ্টেরই ছিল বটে আমার জন্য। তাই আমি "নমস্কার আংকেল, কেমন আছেন?" বলে কেটে পড়তে চাইলাম। "ভাল, তুমি কেমন আছ? তুমি তো খুব সুন্দর করে নমস্কার দিতে পারো বাবা। কি নাম তোমার?" আরও কিছু কথা চলল। তারপর তিনি বললেন, "তুমি তো খুব সুন্দর করে বাংলা বল! তোমাকে আমার পছন্দ হয়েছে। দেখো, আমা...

সর্বাধিক পাঠ করা লেখা

নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিলেন সিমব্রি অর্ণি সাংমা

জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে,  বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র‍্যাংক-এ সুযোগ পেলেন।      বাবা-মা ও বোনদের সাথে  অর্ণি  নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে।     গারোদে র পোশাক পরতে ভালোবাসেন  অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...

নজরুল বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিলেন ১১ মেধাবী গারো শিক্ষার্থী

ফৈবি কুবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়ে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার জায়গা করে নিয়েছেন ১১ জন গারো কৃতি শিক্ষার্থী। তাঁরা ২০২০-২০২১ সেশনে ভর্তি হবেন। ডেলা চিরান দৃষ্টি মানখিন যারা বিভিন্ন বিষয়ে পড়ার যোগ্যতা অর্জন করলেন তারা হলেন : দৃষ্টি মানখিন (নৃবিজ্ঞান), জেসিকা নকরেক স্বস্তি(আইন), পাপিয়া চিছাম(আইন), ডেলা চিরান (ফিন্যান্স), রিংচি মৃঃ (একাউন্টিং), স্পন্দন রেমা( কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), ইফ্রোইম রেমা (কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), নিঃস্ব রংদী( অর্থনীতি), রুদ্র ম্রং( সমাজবিজ্ঞান), ইসুদুর পল রংদী(পপুলেসন সাইন্স) এবং সাগাল সিমসাং(দর্শন)। পুনশ্চঃ সবার ছবি পাওয়া যায় নি। পাওয়া মাত্র আমরা সবার ছবি দিয়ে দিব ... সংবাদ টি শেয়ার করে বন্ধু - স্বজনদের জানিয়ে দিন

ময়মনসিংহ-হালুয়াঘাটে ২ গারো আদিবাসী ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকারঃ ধর্ষকেরা এখনও ধরা ছোঁয়ার বাইরে

ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক,  গত ৩০ ডিসেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের গাজিরভিটা ইউনিয়নে দুইজন গারো আদিবাসী ছাত্রী গণ ধর্ষণের শিকার হয়েছে।  ধর্ষিতা ছাত্রীদের বয়স ১৩-১৪ হবে।  জানা গেছে বিয়ের অনুষ্ঠান শেষে রাতের বেলা বাড়ি ফেরার পথে ঐ দুই জন স্কুল ছাত্রী ছয় বখাটে যুবকদের দ্বারা ধর্ষণের শিকার হয়।  ধর্ষকদের একজনের নাম মোঃ রিয়াদ বলে জানা গেছে। রিয়াদ কচুয়াকুড়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল মান্নানের পুত্র এবং বাকী ৫ জন ধর্ষক রিয়াদের বন্ধু বলে জানা গেছে।  এদের বয়স ২০-২৫ এর মধ্যে হবে বলে জানা গেছে।  হালুয়াঘাট থানার ওসি জানিয়েছেন, তাঁরা আসামীদের খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনবেন।  তবে এলাকাবাসী বলছেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সামাজিক এবং ছাত্র সংগঠনগুলো এখনও অনেক টা নীরব। এই সংগঠনগুলো প্রতিবাদ করলেই কেবল ধর্ষকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা যাবে বলে তাঁরা মনে করছেন।  বাগাছাস-গাসু-টিডব্লিওএ এর নেতাদের নীরবতায় হতাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সেরেজিং সাংমা(ছদ্মনাম) তাঁর ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করে বলেন, "বাগাছাস...