জেফিরাজ দোলন কুবি ও ফিওনা ইউরেকা চাম্বুগং,
সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার ওলু স্যামুয়েল এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাবুল ডি' নকরেক এর যৌথ উদ্যোগে CyberGate Technologies, একটি আইটি স্কুলের যাত্রা শুরু।
- এই স্কুলের ইউটিউব চ্যানেল টি দেখতে এখানে ক্লিক করুন।
- এই স্কুলের ব্লগ পড়তে এখানে ক্লিক করুন।
- এই স্কুলের অফিশ্যল পেইজ টি দেখতে এখানে ক্লিক করুন।
- এই স্কুলের টুইটার একাউন্ট দেখতে এখানে ক্লিক করুন।
পাস্টর জেমস বলেন, আমি স্কুলটির সিইও নকরেক-এর সাথে কথা বলে জেনেছি, তাঁরা অত্যাধুনিক টেকনোলজি বড়দের জন্য শিখিয়ে জব প্লেসমেন্ট এর পাশাপাশি আমাদের ছোট ছোট স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য Cyber Stars নামে একটি ফ্রি প্রোগ্রাম চালু করবেন এবং এই প্রোগ্রামের আওয়ায় স্কুল ছাত্রদের সাইবার সিকিউরিটি এবং কম্পিউটার প্রোগ্রামিং ফ্রি শেখাবেন!
প্রধান অতিথি ব্রাঃ ডমিনিক মৃঃ বক্তব্য রাখছেন
আমি খুব আনন্দিত এবং মুগ্ধ হয়েছি ফ্রি প্রোগ্রামের কথা শুনে। তাঁরা আমাদের ছেলে-মেয়েদের ফ্রি কম্পিউটার প্রোগ্রামিং শেখাবেন তাই আমি তাঁদের জন্য আগামী ১২ মাসের ঘর ভাড়া ফ্রি ঘোষণা করছি!
আলো হাদিমা, প্রাক্তন হাই স্কুল শিক্ষিকা, তাঁর বক্তব্যে বলেন, দেশের বাইরে এসে আমেরিকার মত দেশে এই প্রথম কোন গারো আইটি উদ্যোক্তা তাঁর বন্ধু স্যামুয়েলকে নিয়ে এই সুন্দর আইটি স্কুল খুলেছে। আমরা খুব আনন্দিত এবং গর্বিত। আমার ছোট ভাই বাবুল ডি' নকরেক এবং ভাই স্যামুয়েল অনেক সাহস নিয়ে উদ্যোগ নিয়েছেন। রেভাঃ পাস্টর জেমস তাঁদের 'সাইবার স্টার' প্রোগ্রামের কথা জেনে ১২ মাসের ঘর ভাড়া ফ্রি করেছেন, সব ধরণের সহযোগিতা দিতে চেয়েছেন, প্রয়োজনে আমরাও সাহায্য-সহযোগিতা করব। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই। তিনি বাইবেলের কথা তুলে ধরে বলেন, "চাও, তোমাদের দেওয়া হবে।"
প্রধান অতিথি ব্রাঃ ডমিনিক মৃঃ প্রকৃতি নকরেক, বাবুল ডি' নকরেক, ইউরেকা চাম্বুগং এবং আলো হাদিমা
সাইবার সলিউশনস এখন! নাম পরিবর্তন করে বহু বচন করা হয়েছে। সাইবার সলিউশনস এর অন্যান্য প্রতিষ্ঠান সমূহঃ CyberGate Technologies, Nokrek Ecom Biz Solutions, NEBS, Thegaronews24, 21 Minute School, Nokrek Photography, Do'reng Travelers(ভ্রমণ বিলাস সমিতি) ছোটদের জন্য প্রোগ্রামিং, সবার জন্য প্রোগ্রামিং, নারী প্রাঙ্গণ ।
আর CyberGate Technologies-এ বড়দের জন্য আগামী ৬ মাস ৪০% ছাড় দেওয়া হবে। বাংলাদেশ এবং নাইজেরিয়ার সকল ছাত্র-ছাত্রীদের জন্য আজীবন ৫০% ছাড় দেওয়া হবে।
ইন্ডিয়ার আইটি কোম্পানি টাটা এবং ইনফোসিস, প্রতি বছর তাঁদের দেশ থেকে লক্ষ লক্ষ তরুণদের প্রশিক্ষণ দিয়ে আমেরিকা এবং ইউরোপে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেস্ট ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার-এর জব দেয়। তাঁরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন বৈদেশিক মূদ্রা তাঁদের দেশের জন্য পাঠায়। আর আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর নিজেদের চেষ্টায় ১-৫ জন ইঞ্জিনিয়ার দেশের বাইরে আসে! আমরা স্বপ্ন দেখছি, আগামী দিনে CyberGate Technologies প্রতি বছর ১০০-১০০০ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার এবং সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার তৈরী করে বহির্বিশ্বে তাঁদের চাকুরীর ব্যবস্থা করতে পারবে, সাথে সাথে হাজার হাজার ফ্রিল্যান্সার, তথ্য ও প্রযুক্তি উদ্যোক্তা তৈরী করতে পারবে। আমরাও স্বপ্ন দেখি, আমাদের দেশেও আমাদের তরুণেরা বিলিয়ন বিলিয়ন ডলার বৈদেশিক মূদ্রা পাঠিয়ে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবেন।
আপনারা সকলে আমাদের জন্য প্রার্থনা করবেন আমরা যেন মানুষের কল্যাণ বয়ে আনতে পারি। অর্থ আয় আমাদের মূল লক্ষ্য নয়, আমাদের মূল লক্ষ্য আধুনিক টেকনোলজি প্রিশিক্ষণ এবং তাঁর যথাযথ ব্যবহার সুনিশ্চিত করে পৃথিবীর মানুষের সর্বোচ্চ কল্যাণ সাধন!
আমার বন্ধু এবং সহকর্মী, বাবুল আমাকে সব সময় বলেন, স্যামূয়েল, আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আমাদের এই স্কুল একদিন অনেক বড় হবে, আমাদের সাইবারগেইট একদিন অনেক বড় টেকনোলজি কোম্পানিতে পরিণত হবে।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালে 'সাইবার সলিউশন' দিয়ে যে স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশে, সে স্বপ্ন ডানা মেলতে শুরু করেছে পুরো পৃথিবীর রাজধানী নিউ ইয়র্ক শহরে। নকরেক আমার সহকর্মী এবং বন্ধু, তিনি আমাকে বলেছেন, তিনি আমাকে তাঁর স্বপ্নের কথা বলার আগে তাঁর এই স্বপ্নের কথা আরও ২০০ জন বন্ধুকে বলেছেন। তিনি বলেছেন, "চলো আমরা একটি আইটি স্কুল শুরু করি!" আমি দেখেছি তাঁর স্বপ্নের কথা শুনে আমাদের যে ফিনটেক কোম্পানিতে আমরা এক সাথে কাজ করি, সেখানের বন্ধু-সহকর্মীরাও হাসাহাসি করেছে। কিন্তু আমি প্রথম দিন তাঁর কথা শুনেই বলি, "এটা খুব সুন্দর স্বপ্ন! চলেন, আমরা কাজ শুরু করে দিই!" আর ৩-৪ মাসের মাথায় আমরা এটি শুরু করছি! এখন আমাদের অনেক বন্ধু আমাদের সাথে যোগ দিতে চান! কিন্তু আমরা তাঁদের মালিক হিসেবে নিচ্ছি না, তাঁরা থাকবেন শিক্ষক হিসেবে! কারণ বিগত ৪ মাস আমরা এর পেছনে অনেক সময়, শ্রম, ঘাম দিয়েছি। অনেক নির্ঘুম রাত কেটেছে আমাদের!
আমি বিশ্বাস করি এই স্বপ্ন একদিন মহীরুহ হবে, বিশাল বড় কলেজ - বিশ্ববিদ্যালয় হবে। কারণ আমরা জানি স্বপ্ন কীভাবে সত্যি করতে হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
উদ্বোধন অনুষ্ঠানে নিউ ইয়র্ক গারো কমিউনিটি থেকে রসায়ন হাদিমা, আলো হাদিমা, প্রকৃতি নকরেক, ফিওনা ইউরেকা চাম্বুগং ছাড়াও আমেরিকান-নাইজেরিয়ান কমিউনিটির ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
- Software Engineering
- Cyber Security Engineering
- Data Science Engineering
- Software Development Engineering in Test(SDET)
- Business Intelligence
- Project Management
- Digital Marketing Engineering with Freelancing
- Computer Programming
- Cyber Security Engineering
সমাপনী প্রার্থনা দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে রেভাঃ পাস্টার জেমস।
CyberGate Technologies-এর সিইও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে মধ্যাহ্ন ভোজনের জন্য নিমন্ত্রণ করেন।
********************************* **********
বিজ্ঞাপন - বাবুল ডি' নকরেক-এর লেখা আরেকটি ই-বুক এখন বিশ্ব বাজারে!
*******************************************
জীবনে বার বার হুঁচট খাচ্ছেন? কোন কিছুতেই সাফল্য ধরা দিচ্ছে না? ভাল কাজ করছেন, সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন; তারপরও সাফল্য ধরা দিচ্ছে না?
আমি ৪৫ বছর পর্যন্ত মাত্র ৪ ঘন্টা ঘুমাতাম। বাকী ২০ ঘন্টা বই পড়ে, ছাত্র পড়িয়ে, লেখা-লেখি করে, কাজ কাজ আর কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু যা চাইতাম, প্রত্যাশা করতাম, ফলাফল হত উল্টো!
কিন্তু আমি যা চাই তার কিছুই হতো না! যা চাই না তাই হত! এই প্রব্লেমের সমাধান খুঁজে পাই নি। তারপর প্রব্লেম নিজেই সমাধান করেছি। কীভাবে? এমন সমস্যার সমাধানের উত্তর দিতেই বিশ্বব্যাপী আমাজন নিয়ে এলো একটি ই-বুক!
বইটি এখন পাওয়া যাচ্ছ বিশ্বব্যাপী আমাজন ডট কম-এ। আমাজন থেকে বইটি কেনার জন্য এখানে ক্লিক করুন।
যুক্তরাষ্ট্রে এসে এমন কোন কাজ নেই করি নি! পড়াশুনা করেছি, বিশ্বের সব চেয়ে ব্যয়বহুল বুটক্যাম্প করেছি, সব থেকে ব্যয়বহুল কোচের কাছে গেছি; কিন্তু আমি যা চাই হতে পারি নি!
তারপর আমি খুঁজতে শুরু করি, আমার কী গলদ? কী নেই আমার মধ্যে? আমি কী করছি না?
তারপর বই বই বই। বইয়ের মধ্যে সমাধান খুঁজি। দুনিয়ার বই পড়ে টরে এবং নিজের ৪৮ বছরের অভিজ্ঞতার মিশেল দিয়ে লিখলাম পৃথিবীর সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য একটি ই-বুক!
বইটি তাঁদের জন্যও, যারা পথ খুঁজে পাচ্ছেন না , নতুন কোন পথের সন্ধ্যান করছেন কিংবা নিজেকে নতুন করে আবিস্কার করতে চাচ্ছেন জীবনের পড়ন্ত বেলায় ...
বইটি এখন পাওয়া যাচ্ছ বিশ্বব্যাপী আমাজন ডট কম-এ। আমাজন থেকে বইটি কেনার জন্য এখানে ক্লিক করুন।
মূল্য $4.99 মাত্র। বাংলাদেশী টাকায় ৪৯৯ টাকা মাত্র! বিকাশে অর্ডার করলে পাওয়া যাবে ১১০ টাকায়।
বিকাশে ইবুক টি কিনতে এখানে ক্লিক করে আমার সাথে কথা বলুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting