জেফিরাজ দোলন কুবি, ময়মনসিংহ থেকে
গাজীপুরের চন্দ্রা মোর এলাকা দিয়ে যাওয়ার সময় পিকেটার সন্দেহে ময়মনসিংহের ধোবাউড়ার দীপ্ত মানখিন ও বালিস্টিক মানখিন নামের দুই যুবক পুলিশের লাঠি চার্জে মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, গাজিপুরের আশুলিয়ায় চন্দ্রা মোরের কাছে ওয়াল্টন ফ্যাক্টরির তিনজন স্টাফ ইফতার খাওয়ার পর বিষক্রিয়ায় মৃত্যুবরণ করলে ফ্যাক্টরির সহকর্মীরা সংক্ষুদ্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ সমাবেশ করে।
দীপ্ত মানখিন ও বালিস্টিক মানখিন একই সময় গাড়িতে করে সাভার ইপিজেড এ কর্মস্থলে যাচ্ছিলেন এবং ঐ সময় তাদের গাড়ীতে কিছু লোক আগুন ধরাতে উদ্যত হলে তারা গাড়ী থেকে নেমে পড়েন এবং ঐ সময় পুলিশরা তাদের পিকেটার ভেবে বেধরক লাঠি পেটা করে এবং তাদের গ্রেফতার করে কালিয়াকৈর থানায় নিয়ে যায়। পুলিশের লাঠি চার্জে দুই গারো যুবক মাথায় মারাত্মক জখমপ্রাপ্ত হয় পরবর্তীতে পুলিশ তাদের ছেড়ে দেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের বিরুদ্ধে ২ যুবকের আত্মীয় স্বজনের মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting