গারো নিউজ টুয়েন্টিফোর ডেস্ক,
ভিন্ন ধর্মী গল্পগুচ্ছ নিয়ে 'আমার বন্ধু সেরেজিং' আসছে ২০২৩ একুশের বই মেলায়। বইটি প্রকাশ করছেন বিবেক মিডিয়া এন্ড পাবলিকেশন।
মিডিয়া এন্ড পাবলিকেশন এর কর্ণধার জাপান প্রবাসী সাংবাদিক, লেখক ও উপন্যাসিক পি আর প্ল্যাসিড বিষয় টি নিশ্চিত করেছেন। তবে তিনি বইটির লেখকের নাম এখনও প্রকাশ করতে চান নি!
বিষয় টি নিয়ে বইটির লেখকের সাথে কথা বললে তিনি হাসতে হাসতে বললেন, এটা প্ল্যাসিড দার প্রচারণার একটা পলিসি হতে পারে! আর আমার তো নিজস্ব একটা পলিসি আছেই! "আমার বন্ধু সেরেজিং" ছোট গল্পটি প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছে। তাই নাম না বললেও যারা পড়েছেন তাঁরা সবাই জানেন।
প্রকাশক আরও জানিয়েছেন, গল্পগুলো দেশ সেরা পত্রিকা প্রথম আলো এবং কলকাতার সাময়িকীতে ছাপা হয়েছে। আমরা সেগুলো থেকে বাছাই করে সেরা ছোটগল্প গুলো ছাপছি আমাদের পাঠকদের জন্য। শীঘ্রই লেখকের নাম জানতে পারবেন।
দৃষ্টি আকর্ষণঃ আমার বন্ধু সেরেজিং প্রতিদিন ১ টি করে মোট ৩০ টি বই লটারিতে ফ্রি দিবে! ফ্রি বই পাওয়ার জন্য এখানে ক্লিক করে সাইন আপ করুন।
তাই এই ছোট গল্প-গুচ্ছের প্রতিটা গল্প পড়ে পাঠকদের কখনও হাসতে হবে, আনন্দে আকাশে উড়তে হবে, স্বপ্ন দেখতে হবে, কখন দুঃখ বোধে ভাসতে হবে, আবার কখনও মুছতে হবে চোখের জল।"
'এই বই না পড়লে আপনি দেউলিয়া হবেন না ঠিক, কিন্তু মিস করবেন অনেক কিছু ।'
পৃথিবীতে বোধ করি এই প্রথম কোন বই এর নামে এত ওয়েব সাইট, ব্লগ, ইউটিউব, সোশাল মিডিয়া একাউন্ট খুলে লেখক, পাঠক, আবৃত্তিকার সবাইকে সম্পৃক্ত করার প্রয়াস চালান হয়েছে, প্রচার করা হয়েছে।
লেখক এবং প্রকাশক সকলের সহযোগিতা কামনা করেছেন।
"আমার বন্ধু সেরেজিং" ছোট গল্প গুচ্ছের নামে খোলা হয়েছে ওয়েব সাইট ব্লগ, ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ, ফেইসবুক গ্রুপ এবং টুইটার একাউন্ট। এই ওয়েব সাইট, ইউটিউব এবং সোশাল মিডিয়ায় গল্পের চুম্বক অংশ প্রকাশ এবং প্রচার করা হবে প্রতিদিন। বেশ কিছু আবৃত্তিকার গল্পগুলোর বিশেষ বিশেষ অংশ পাঠ করে শোনাবেন।
ফেইসবুক গ্রুপ পাঠকদের জন্য উন্মুক্ত রাখা হবে। ইচ্ছে করলে বই কেনার পড় বই সহ পাঠকগণ তাঁদের অনুভূতি প্রকাশ করে লেখা এবং ভিডিও পাঠালে সেটি প্রকাশ করার ব্যবস্থা করা হয়েছে।
পাঠকগণ ভিডিও করে রিভিউ পাঠাতে পারবেন। সেগুলোও ইউটিউবে, গ্রুপে, পেইজে আপলোড করা হবে। কেউ লিখে রিভিউ করলে সেগুলো এই ব্লগে, ফেইসবুক গ্রুপে এবং পেইজে ছাপা হবে।
উল্লেখ্য, পৃথিবীতে এই প্রথম এমন উদ্যোগ যেখানে বই কেনার পড়, বই পড়ে, সেই বইয়ের ব্লগ, পেইজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে পাঠকগণ সরাসরি অনুভূতি প্রকাশ করতে পারছেন।
- চোখ রাখুন এই ব্লগে। আপডেট হবে প্রতিদিন। এছাড়া আমার বন্ধু সেরেজিং নামেই একটা ওয়েব সাইট রয়েছে। ওয়েব সাইট টি দেখতে এখানে ক্লিক করুন।
- ফেইসবুক পেইজ-এ যোগ দিতে এখানে ক্লিক করুন।
- ফেইসবুক গ্রুপ-এ যোগ দিতে এখানে ক্লিক করুন।
- ইউটিউব চ্যানেল-এ সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
- টুইটার ফলো করতে এখানে ক্লিক করুন ।
-----------------------------------------------------
বিজ্ঞাপনঃ
আপনি কি প্রকাশক হতে চান? আমার লেখা থেকে বাছাই করা সেরা গল্প নিয়ে 'জলময়ূরী' ছোট গল্পগুচ্ছের আরেক টি পাণ্ডুলিপি প্রস্তুত! কেবল একজন প্রকাশকের অপেক্ষায়!
বইটির ৭ ফরমা (১১২) পৃষ্ঠার হবে।
গল্পগুলো ইতোপূর্বে দেশ সেরা পত্রিকা 'প্রথম আলো' এবং কলকাতার সাহিত্য সাময়িকীতে ছাপা হয়েছে!
আগ্রহী যে কেউ যোগাযোগ করতে পারেন এই ইমেইল এড্রেস-এঃ amiogolpoboltechai@gmail.com
------------------------------------------------------
দৃষ্টি আকর্ষণঃ
১। বাবুল ডি' নকরেক - এর ছোট গল্প গুচ্ছের ই-বুক এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে এখানে ক্লিক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting