ছুটির দিনে
স্বামী-স্ত্রী ঘরে বসে ছিল। ছুটির দিন।
বউ বলল, চলো সময় কাটাতে দুজনে একটা খেলা খেলি। তুমি একটা কাগজে পাঁচজন নারীর নাম লেখো, যাদের তুমি পছন্দ করো। আর আমি পাঁচজন পুরুষের নাম লিখছি, যাদের আমি পছন্দ করি।
দুজনে কাগজ-কলম নিয়ে লেখা শুরু করে দিল।
কিছুক্ষণ পরে কাগজ খোলা হলো।
বউ লিখেছে
■ ব্র্যাড পিট
■ সৌরভ গাঙ্গুলী
■ উত্তমকুমার
■ ওস্তাদ জাকির হোসেন
■ হৃতিক রোশন
স্বামী লিখেছে
◆ রিমা (ছেলের স্কুলের বন্ধুর মা)
◆ অঙ্কিতা (বউয়ের মামাতো বোন)
◆ সীমা (বউয়ের বান্ধবী)
◆ শবনম (সামনের ফ্ল্যাটের বৌদি)
◆ অপর্ণা (ছেলের গৃহশিক্ষিকা)
মরাল অব দ্য স্টোরি
পুরুষ বাস্তববাদী। নারী থাকে স্বপ্নের জগতে।👼👼
★এই খেলার পরিণতি
● স্বামী দশ দিন ধরে হোটেলের খাবার খাচ্ছে।
● ড্রয়িংরুমের সোফায় ঘুমোচ্ছে।
● অপর্নার চাকরি গেছে।
● অঙ্কিতার মোবাইল নাম্বার ও ফেসবুক ২টোই ব্লক।
● বউ সীমাকে বাড়িতে আসতে বারণ করেছে।
● সামনের ফ্ল্যাটের দিকের জানালায় কাঠের ব্যাটাম দিয়ে পার্মানেন্ট বন্ধ।
● অনলাইন ক্লাস শেষে স্কুল খুললে রিমার কি ব্যবস্থা হবে সেটা এখনও অজানা।
বিধিবদ্ধ সতর্কীকরণ
এই বিপজ্জনক খেলা নিজের ঘরে খেলবেন না। আমার মনে হয় একটা বয়েসের পরে খেলা ধুলা না করাই ভালো। প্রাণায়াম, যোগাসন, বই পড়ে সময় কাটানো নিরাপদ। 😊
@Collected by
ইমন ফাহিম শাহেদ, পিএইচডি (এর ফেইসবুক অয়াল থেকে)
'মধুপুর সরকারী কলেজঃ অবসরকালে যেমন কেউ বিদায় দেন না,তেমনি কেউ বিদায় পান না' - এমনই হৃদয় বিদারক স্ট্যাটাস অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীনের, নেট দুনিয়ায় তোলপাড়
জেফিরাজ দোলন কুবি, ময়মনসিংহ থেকে 'মধুপুর সরকারী কলেজঃ অবসরকালে যেমন কেউ বিদায় দেন না, তেমনি কেউ বিদায় পান না' - এমনই হৃদয় বিদারক ফেইসবুক স্ট্যাটাস ঝড় তুলেছে নেট দুনিয়ায়! মধুপুর সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন-এর স্ট্যাটাসে ঐ কলেজের কিছু বর্তমান, প্রাক্তন কলেজ শিক্ষক এবং ছাত্র - ছাত্রীরা কমেন্ট করেছেন। কেউ কেউ দুঃখ প্রকাশ করেছেন। সেখানে কিছু অভিভাবকগণও তাঁদের অভিমত প্রকাশ করেছেন। সব মিলিয়ে ঠিক মোক্ষম সময়ে স্ট্যাটাসটি সবার মনে এবং হৃদয়ে দাগ কাটতে পেরেছে মনে করছেন সবাই। অনেকে একে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন। যিনি স্ট্যাটাস দিয়েছেন, তিনি ঐ কলেজের সহকারী অধ্যাপক (অবসর প্রাপ্ত), ইতিহাস বিভাগ। তিনি ৪০ বছরেরও অধিক সময় ধরে কাজ করছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র করেস্পন্ডেন্ট হিসেবে। লেখাটি গুরুত্ব পেয়েছে এই কারণেও। স্ট্যাটাসে তিনি লিখেন, " টাঙ্গাইলের মধুপুর সরকারি কলেজ (বর্তমানে) এমন একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেখানকার শিক্ষক এবং স্টাফরা অবসরে গেলে কেউ কাউকে কখনো বিদায় সংবর্ধনা দেন না এবং প্রতিদানে কেউ সংবর্ধনা পান না! এজন্য অধ্যক্ষদের ভাগ্য...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for supporting