দ্য গারো নিউজ টুয়েন্টিফোর সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

চাকুরী সংবাদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পুলিশের বেধড়ক পিটুনিতে ২ নিরাপরাধ গারো যুবক আহত

 জেফিরাজ দোলন কুবি, ময়মনসিংহ থেকে  গাজীপুরের চন্দ্রা মোর এলাকা দিয়ে যাওয়ার সময় পিকেটার সন্দেহে ময়মনসিংহের ধোবাউড়ার দীপ্ত মানখিন ও বালিস্টিক মানখিন নামের দুই যুবক পুলিশের লাঠি চার্জে মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। জানা যায়, গাজিপুরের আশুলিয়ায় চন্দ্রা মোরের কাছে ওয়াল্টন ফ্যাক্টরির তিনজন স্টাফ ইফতার খাওয়ার পর বিষক্রিয়ায় মৃত্যুবরণ করলে ফ্যাক্টরির সহকর্মীরা সংক্ষুদ্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ সমাবেশ করে। দীপ্ত মানখিন ও বালিস্টিক মানখিন একই সময় গাড়িতে করে সাভার ইপিজেড এ কর্মস্থলে যাচ্ছিলেন এবং ঐ সময় তাদের গাড়ীতে কিছু লোক আগুন ধরাতে উদ্যত হলে তারা গাড়ী থেকে নেমে পড়েন এবং ঐ সময় পুলিশরা তাদের পিকেটার ভেবে বেধরক লাঠি পেটা করে এবং তাদের গ্রেফতার করে কালিয়াকৈর থানায় নিয়ে যায়। পুলিশের লাঠি চার্জে দুই গারো যুবক মাথায় মারাত্মক জখমপ্রাপ্ত হয় পরবর্তীতে পুলিশ তাদের ছেড়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের বিরুদ্ধে ২ যুবকের আত্মীয় স্বজনের মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে!

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিলেন বাবুল ডি' নকরেক

গারো নিউজ টুয়েন্টিফোর ডেস্ক, বাবুল ডি' নকরেক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (সিনিয়র কনসালট্যান্ট) হিসেবে ফাইজারভ -এ যোগদান করেছেন। গত ১৪ ডিসেম্বর ২০২২, যুক্তরাষ্ট্রের সকাল ৯:০০ টায় ফাইজারভ-এর নিউ জার্সি অফিসে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (সিনিয়র কনসাল্ট্যান্ট) হিসেবে যোগদান করেন।  ফাইজারভ একটি Fortune 500 Fintech company. কোম্পানিটি ১০০ টি দেশের সরকারী-বেসরকারী আর্থিক, শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান সমূহের আর্থিক লেন-দেন নিরাপদ রাখার কাজে নিয়োজিত। এখানে ৪২ হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করেন।           ফাইজারভ - এর নিউ জার্সি, যুক্তরাষ্ট্রের অফিস  সম্ভবত নকরেকই গারোদের এবং বাংলাদেশের আদিবাসীদের মধ্যে প্রথম Fortune 500 Fintech company-তে যোগদান করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বছরে প্রায় ১.৫ কোটি টাকার মত বেতন পাবেন! নকরেক আগামীতে NASA অথবা  Raytheon Technologies এর Pratt & Whitney এর মত কোন প্রোজেক্ট-এ কাজ করার স্বপ্ন দেখেন! 

দৈনিক দেশবাংলার আবাসিক সম্পাদক হিসেবে যোগ দিলেন বাবুল ডি' নকরেক

জেফিরাজ দোলন কুবি,  দৈনিক দেশবাংলা 'র আবাসিক সম্পাদক (যুক্তরাষ্ট্র) হিসেবে যোগ দিয়েছেন বাবুল ডি' নকরেক। দৈনিক দেশবাংলা পত্রিকার ফেইসবুক গ্রুপ এবং হেড অব নিউজ দেশবাংলা ফেইসবুক পেইজে এই সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। আবাসিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি পত্রিকাটির ইউটিউব চ্যানেল-এর নেতৃত্ব দিবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নকরেক ছাত্র জীবনে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ শুরু করলেও পরবর্তীতে ২০০০ সালের দিকে  মফস্বল সংবাদ দাতা হিসেবে  প্রথম আলো'তে  কিছুদিন কাজ করেন। সেই সময় মুক্তিযোদ্ধা সন্ধ্যা রানী সাংমা, রাশিমনি হাজং এবং মধুপুর বন এবং আদিবাসীদের নিয়ে অনুসন্ধানী মূলক (কামনাশীষ শেখরেরের সাথে বেশ কিছু যৌথ) সংবাদ অনেকের নজর কাড়ে।     বা দিক থেকে বাবুল ডি' নকরেক, স্বর্গীয় এড প্রমোদ মানকিন এমপি ও  কামনাশীষ শেখর। ২০০০-২০০১ সালে, রাশিমনি হাজং - এর উপর যৌথ প্রতিবেদন লিখতে প্রথম আলো'র টাঙ্গাইল জেলা সংবাদ দাতা কামনাশীষ শেখরের সাথে রানীখং গেলে প্রয়াত এডভোকেট প্রমোদ মানকিন এমপি'র নিমন্ত্রণে তাঁর মা'য়ের ভিটা বাড়ি খামারখালি গ্রামে।   পরবর্তীতে তিনি...

বুরহান চৌধুরীর কাছে বিচারক এলেক্স জি ক্রট ক্ষমা চাইলেন

গারো নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক, বিচারক আমেরিকা যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির একজন বিচারক এলেক্স জি ক্রট বাংলাদেশী বংশোদ্ভূত বুরহান চৌধুরী (৭২) এর কাছে এবং পুরো কমিউনিটির কাছে তাঁর অসদাচরণের জন্য ক্ষমা চেয়েছেন ।

দ্য গারো নিউজ টুয়েন্টিফোর এর জন্য ফুল টাইম রিপোর্টার নিয়োগ হবে

দ্য গারো নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক, দ্য গারো নিউজ টুয়েন্টিফোর এর জন্য একজন দক্ষ এবং অভিজ্ঞ ফুল টাইম রিপোর্টার নিয়োগ করা হবে। প্রার্থীকে  গারো ভাষায় অনর্গল কথা বলতে পারতে হবে।  প্রার্থীর প্রাথমিক যোগ্যতাঃ - স্নাতক ডিগ্রীধারী হতে হবে  - প্রতিবেদন লেখা এবং ছবি তোলায় দক্ষ হতে হবে  - ভিডিও ধারণ এবং এডিটিং এ দক্ষতা বাড়তি যোগ্যতা  - গারো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে  বেতন আলোচনা সাপেক্ষ।  সিভিসহ যোগাযোগঃ thegaros24@gmail.com 

২৪ বছর বিনা বেতনে শিক্ষকতা করে শূণ্য হাতে অবসরে গেলেন তিনি

আমাদের শুধু এটাই দেখার বাকী ছিল! আমরা ব্যথিত, লজ্জিত! আমাদের ক্ষমা করবেন, স্যার ...    দৃষ্টি আকর্ষণঃ   ১। বাবুল ডি' নকরেক - এর ছোট গল্প গুচ্ছের ই-বুক এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে  এখানে ক্লিক করুন ।  ২। বাবুল ডি' নকরেক -এর লেখা 'Web Development & Dream Career' অডিও সহ ইবুক পাওয়া  এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে! বইটি ক্রয় করতে  এখানে  ক্লিক করুন  ।  ৩। বাবুল ডি' নকরেক এর "সবার জন্য পাইথন প্রোগ্রামিং" কোর্সে ভর্তি হতে  এখানে ক্লিক করুন ।  ৪।   বাবুল ডি' নকরেক এর "জাভা প্রোগ্রামিং ফর নন-প্রোগ্রামার্স" কোর্সে ভর্তি হতে  এখানে ক্লিক করুন ।

নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিলেন সিমব্রি অর্ণি সাংমা

জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে,  বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র‍্যাংক-এ সুযোগ পেলেন।      বাবা-মা ও বোনদের সাথে  অর্ণি  নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে।     গারোদে র পোশাক পরতে ভালোবাসেন  অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...

গারো আদিবাসী পরিচালিত 'পূর্ণা ডে কেয়ার' চালু হচ্ছে ফেব্রুয়ারি ২০২২ থেকে

ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক,  পারিবারিক উদ্যোগে স্কুল শিক্ষক পিটারসন কুবি পিটার এবং তাঁর স্ত্রী আনাস্তাসিয়া মানখিন আনা ঢাকার কালাচাঁদপুরে 'পূর্ণা ডে কেয়ার' চালু করতে যাচ্ছেন। নতুন বছরে নতুন উদ্যোগ হিসেবে অগ্রিম টাকা দিয়ে ঢাকার কালাচাঁদপুরে ডে কেয়ার সেন্টারের জন্য ইতোমধ্যে ঘর ভাড়া নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে এটি পুরোদমে চালু হবে। নদ্দা, কালাচাঁদপুর, জগন্নাথপুর এলাকার যে সমস্ত বাবা মায়েরা সন্তানকে নিরাপদ ও যত্নশীল স্থানে ছেলেমেয়েদের ডে কেয়ারে রাখতে চান, তাদেরকে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা "পূর্ণা ডে কেয়ার" সেন্টারে পাঠাতে পরামর্শ দিতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন এই শিক্ষক দম্পতি। অনেকেই ভাল এবং বিশস্ত লোকের অভাবে ছেলেমেয়েদের ঘরে রেখে চাকরী করতে সমস্যার সন্মুখীন হয়ে থাকেন। এই সব বাবা মায়েদের সমস্যার কথা চিন্তা করেই বিশেষত মান্দি অভিভাবকদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন।   সকলের আন্তরিক সহযোগিতা ও এ কাজে সফলতার জন্য প্রার্থনা কামনা করেছেন এই শিক্ষক দম্পতি। এই ভাল উদ্যোগটি শেয়ার করে আপনার বন্ধু - স্বজনদের জানিয়ে দিন 

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে যোগদান করলেন হিমেল রিছিল

দ্য গারোজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক,  হিমেল রিছিল গত ১৫ ডিসেম্বর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে যোগদান করেছেন।   এর আগে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভূমি কমিশনার হিসেবে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় কর্মরত ছিলেন।   গত ১৮ নভেম্বর তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পদোন্নতি পেয়ে প্রেষণে বর্তমান কর্মস্থলে বদলী হন।    হিমেল রিছিল ১৯৮৬ সালের ৩১ আগস্ট ময়মনসিংহে জন্ম গ্রহণ করেন। তিনি কবি ও গীতিকার জেমস জর্নেশ চিরান ও স্কুল শিক্ষিকা শিখা রিছিল-এর একমাত্র সন্তান। রিছিল ২০০৪ সালে বিড়ইডাকুনী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৬ সালে ঢাকার নর্দান কলেজ বাংলাদেশ থেকে এইচএসসি সম্পন্ন করার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ থেকে ২০১১ সালে স্নাতক এবং পশু প্রজনন ও কৌলিতত্ত্ব বিভাগ থেকে ২০১২ সালে স্নাতকোত্তর প্রথম শ্রেণী অর্জন করেন। তিনি ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডার প্রাপ্ত হয়ে ২০১৬ সালের জুনে সহকারী কমিশনার হিসেবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন এবং ২০১৯ সালের অক্টোবরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে হব...

ফিরে আসছে দ্য গারোজ টুয়েন্টিফোর

 ফিরে আসল সবার প্রিয় দ্য গারোজ টুয়েন্টিফোর।  দ্য গারোজ টুয়েন্টিফোর-এর নতুন ইউটিউব চ্যানেল  নতুন বছর থেকে নতুন উদ্যমে নতুন করে পথ চলতে শুরু করল দ্য গারোজ টুয়েন্টিফোর। এর ব্লগ, ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ, ফেইসবুক গ্রুপ রয়েছে।  এখন থেকে নিয়মিত সংবাদ পরিবেশনের পাশাপাশি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে থাকছে নানা আয়োজন। বিশ্ব সংবাদ, বিজ্ঞান ও প্রযুক্তি, বানিজ্য সংবাদ, ইংরেজি ও টেক টিউটোরিয়ালসহ এবার চাকুরী সংক্রান্ত সংবাদও রাখা হয়েছে। 

লিপন রখো'র পদোন্নতি অর্জন

 লিপন রখো সম্প্রতি পদোন্নতি অর্জন করেছেন ।  সিনয়র প্রভাষক থেকে পদোন্নতি পেয়ে সম্প্রতি তিনি সহকারী অধ‍্যাপক হিসাবে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ-এ কর্মরত আছেন। নববর্ষের দিনে উক্ত কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ সহকারী অধ্যাপক লিপন রখো কে ফুলেল শুভেচ্ছা জানান। লিপন রখো ১৯৯৮ সালে কলসিন্দুর উচ্চ বিদ্যালয়,  ধোবাউড়া, ময়মনসিং, থেকে বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে এসএস সি এবং ২০০০ সালে নটর ডেম কলেজ ঢাকা থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচ এস সি উত্তীর্ণ হন। অতপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে অর্থনীতিতে স্নাতক (সমমান) এবং  ২০০৮ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।    তিনি ২০১৩ সালের ৩০ অক্টোবর ৩২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক‍্যাডারে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ভোলা সরকারি কলেজে  প্রভাষক হিসেবে অধ‍্যাপনা জীবন শুরু করেন। ২০২১ সালের ৫ সেপ্টেম্বর জনস্বার্থে বদলি হয়ে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে যোগ দেন। গত ২০২১ সালের ২৯ ডিসেম্বর সহকারী অধ‍্যাপক (৬ষ্ট গ্রেড) পদে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক...

সর্বাধিক পাঠ করা লেখা

নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিলেন সিমব্রি অর্ণি সাংমা

জেফিরাজ দোলন কুবি ময়মনসিংহ থেকে,  বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়েছেন সিবব্রি অর্ণি সাংমা। তিনি ৫ জানুয়ারী, ২০২২ ঢাকার নৌবাহিনীর সদর দপ্তরে উপস্থিত হয়ে যোগদান নিশ্চিত করেন। পরবর্তীতে সাংমা গত ৮ জানুয়ারী পতেঙ্গা নাভাল একাডেমীতে ৩ বছর মেয়াদী দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে যোগ দেন। অর্ণি গারো আদিবাসীদের মধ্যে সর্বপ্রথম নৌবাহিনীর কমিশন্ড র‍্যাংক-এ সুযোগ পেলেন।      বাবা-মা ও বোনদের সাথে  অর্ণি  নৌবাহিনীর নিয়ম অনুযায়ী নৌবাহিনীর নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস ও মিভশিপম্যান হিসেবে ১৮ মাস আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হয়ে থাকে।     গারোদে র পোশাক পরতে ভালোবাসেন  অর্ণি সাইমন স্বর্ণেন্দু সাংমা ও সুচরিতা রেমার জেষ্ঠ সন্তান সিমব্রি অর্ণি সাংমা ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। অর্ণি ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন প্রাইমারী স্কুলে পড়াশুনা শেষ করে কৃতিত্বের সাথে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও মুমিনুননেসা সরকারী মহিলা কলেজে হতে এইচএসসি...

নজরুল বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিলেন ১১ মেধাবী গারো শিক্ষার্থী

ফৈবি কুবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়ে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ার জায়গা করে নিয়েছেন ১১ জন গারো কৃতি শিক্ষার্থী। তাঁরা ২০২০-২০২১ সেশনে ভর্তি হবেন। ডেলা চিরান দৃষ্টি মানখিন যারা বিভিন্ন বিষয়ে পড়ার যোগ্যতা অর্জন করলেন তারা হলেন : দৃষ্টি মানখিন (নৃবিজ্ঞান), জেসিকা নকরেক স্বস্তি(আইন), পাপিয়া চিছাম(আইন), ডেলা চিরান (ফিন্যান্স), রিংচি মৃঃ (একাউন্টিং), স্পন্দন রেমা( কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), ইফ্রোইম রেমা (কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), নিঃস্ব রংদী( অর্থনীতি), রুদ্র ম্রং( সমাজবিজ্ঞান), ইসুদুর পল রংদী(পপুলেসন সাইন্স) এবং সাগাল সিমসাং(দর্শন)। পুনশ্চঃ সবার ছবি পাওয়া যায় নি। পাওয়া মাত্র আমরা সবার ছবি দিয়ে দিব ... সংবাদ টি শেয়ার করে বন্ধু - স্বজনদের জানিয়ে দিন

ময়মনসিংহ-হালুয়াঘাটে ২ গারো আদিবাসী ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকারঃ ধর্ষকেরা এখনও ধরা ছোঁয়ার বাইরে

ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক,  গত ৩০ ডিসেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের গাজিরভিটা ইউনিয়নে দুইজন গারো আদিবাসী ছাত্রী গণ ধর্ষণের শিকার হয়েছে।  ধর্ষিতা ছাত্রীদের বয়স ১৩-১৪ হবে।  জানা গেছে বিয়ের অনুষ্ঠান শেষে রাতের বেলা বাড়ি ফেরার পথে ঐ দুই জন স্কুল ছাত্রী ছয় বখাটে যুবকদের দ্বারা ধর্ষণের শিকার হয়।  ধর্ষকদের একজনের নাম মোঃ রিয়াদ বলে জানা গেছে। রিয়াদ কচুয়াকুড়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল মান্নানের পুত্র এবং বাকী ৫ জন ধর্ষক রিয়াদের বন্ধু বলে জানা গেছে।  এদের বয়স ২০-২৫ এর মধ্যে হবে বলে জানা গেছে।  হালুয়াঘাট থানার ওসি জানিয়েছেন, তাঁরা আসামীদের খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনবেন।  তবে এলাকাবাসী বলছেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সামাজিক এবং ছাত্র সংগঠনগুলো এখনও অনেক টা নীরব। এই সংগঠনগুলো প্রতিবাদ করলেই কেবল ধর্ষকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা যাবে বলে তাঁরা মনে করছেন।  বাগাছাস-গাসু-টিডব্লিওএ এর নেতাদের নীরবতায় হতাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সেরেজিং সাংমা(ছদ্মনাম) তাঁর ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করে বলেন, "বাগাছাস...